১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

সমুদ্র থেকে ভেসে আসা বলে রহস্য

-

সমুদ্র থেকে ভেসে আসছে ছোট আকারের সাদা ও ধূসর রঙের রহস্যময় বল। এর জেরে অস্ট্রেলিয়ার সিডনির নয়টি সৈকত বন্ধ করে দেয়া হয়েছে। এগুলো হলো- ম্যানলি, ডি হোয়াই, লং রিফ, কুইন্সক্লিফ, ফ্রেশওয়াটার, নর্থ কার্ল অ্যান্ড সাউথ কার্ল, নর্থ স্টেইনি ও নর্থ নারাবিন।
সম্প্রতি অস্ট্রেলিয়ার নর্দান বিচ কাউন্সিলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। তারা জানায়, সৈকতে ভেসে আসা বস্তুগুলো নিরাপদে সরিয়ে নেয়ার কাজ চলছে।
জানা গেছে, বল আকৃতির ওই বর্জ্যগুলোর বেশির ভাগই আকারে মার্বেলের সমান। সোনালি রঙের বালু আর স্বচ্ছ পানির কারণে সিডনির সৈকতগুলোর খ্যাতি জগৎজোড়া। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ভ্রমণকারী ও স্নানপিপাসুদের বন্ধ ঘোষণা করা সৈকতগুলো এড়িয়ে চলতে এবং ভেসে আসা বর্জ্যরে স্পর্শ থেকে দূরে থাকতে বলা হয়েছে। পরীক্ষার জন্য ভেসে আসা বর্জ্যগুলোর নমুনা সংগ্রহ করা হচ্ছে।
এর আগে গত বছরের অক্টোবরে সিডনির বিখ্যাত বন্ডি সৈকতসহ আরো কয়েকটি সৈকতে কয়েক হাজার কালো রঙের রহস্যময় বল ভেসে এসেছিল। পরে পরীক্ষা করে জানা যায়, ফ্যাটি অ্যাসিড থেকে ওই বলগুলো তৈরি হয়েছে। প্রসাধনী ও পরিষ্কারক পণ্যে এ ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়। সাথে যুক্ত হয়েছে চুল, উচ্ছিষ্ট খাবার ও অন্যান্য উপাদান। বর্জ্যপানিতে এসব উপাদান মিলেমিশে কালো রঙের বলের আকার নিয়েছিল। ইন্টারনেট।


আরো সংবাদ



premium cement
৪০ শতাংশ ভোট না পড়লে ফের নির্বাচন, সুপারিশ কমিশনের ভালুকায় বকেয়া বেতনের দাবিতে কারখানাশ্রমিকদের মহাসড়ক অবরোধ স্ত্রী-সন্তানসহ শামীম ওসমান ও নানকের নামে দুদকের মামলা ‘চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের সাথে বৈদেশিক সম্পর্কে নিজের স্বার্থ দেখবে বাংলাদেশ’ গাজায় এ পর্যন্ত ২০৪ জন সাংবাদিককে হত্যা করেছে ইসরাইল বারিতে শ্রমিকদের ৫ দফা দাবিতে বিক্ষোভ তারিক সিদ্দিক, টিউলিপ ও পুতুলসহ ৭ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু ইঞ্জিনিয়ার মোশাররফের জামিন নামঞ্জুর, ৮ মামলায় শ্যোন অ্যারেস্ট ছোটবেলার বন্ধুদের কবিতা আবৃত্তি করে শোনালেন মির্জা ফখরুল মাসিক ৩০০০ টাকা আর্থিক সহায়তা পাবে ঢাবি ছাত্রীরা সোনারগাঁও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

সকল