জাপানে প্রবাসী বাংলাদেশীদের পাশে থাকার আশ্বাস রাষ্ট্রদূতের
- নিজস্ব প্রতিবেদক
- ১৪ জানুয়ারি ২০২৫, ০২:২৫
জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে প্রবাসী বাংলাদেশীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রদূত আমন্ত্রিত প্রবাসীদের দূতাবাস থেকে উন্নত সেবা দেয়ার পাশাপাশি তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। যদিও এ অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাস থেকে যাদেরকে দাওয়াত দেয়া হয়েছে তাদের মধ্যে কমিউনিটির অনেক নেতাকর্মী দাওয়াত পাননি বলে অভিযোগ উঠেছে।
জাপানের বাংলাদেশ দূতাবাস থেকে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১১ জানুয়ারি বাংলাদেশ দূতাবাস অডিটোরিয়ামে সদ্য যোগদান করা রাষ্ট্রদূত মো: দাউদ আলী জাপান প্রবাসী বাংলাদেশীদের সাথে তার প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভা করেন। অনুষ্ঠানে প্রায় ১০০ জন প্রবাসী অংশ গ্রহণ করেন। দূতাবাস থেকে মতবিনিময় সভায় প্রবাসী বাংলাদেশীরা তাদের সমস্যার কথা, প্রত্যাশার কথা এবং বিভিন্ন পরামর্শ শেয়ার করেন। তাদের বক্তব্য বাংলাদেশের রাষ্ট্রদূত আন্তরিক ও স্পষ্ট বক্তব্যের মাধ্যমে জবাব দেন এবং দূতাবাস থেকে তাদের পাশে থাকা ও উন্নত সেবা দেয়ার আশ্বাসের কথা জানান।
তবে রাষ্ট্রদূতের সাথে জাপান প্রবাসীদের মতবিনিময়ে একটি (রাজনৈতিক) দলের নেতাকর্মীদের দাওয়াত দেয়ার ক্ষেত্রে উপেক্ষা করা হয়েছে বলে আব্দুল্লাহ আল মাসুদ নামের একজন প্রবাসী উল্লেখ করে কমেন্টে হতাশার কথা তুলে ধরেন। এর পর তিনি এক স্থানে বলেন, আমাদের দেশের আজকের এই বিভাজনের জন্য একমাত্র ওই দলটিই দায়ী। এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে অবশ্য রাজীব ইসলাম নামের একজন প্রবাসী তার মন্তব্য উল্লেখ করে বলেন, ‘এই অনুষ্ঠানটি সকলের জন্য ছিল। পার্সোনালভাবে কাউকে দাওয়াত দেয়া হয়নি। আর এই ১০০ জনের মধ্যে ওই রাজনৈতিক দলের লোকও ছিল’।
গতকাল সোমবার সন্ধ্যার আগে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: দাউদ আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি টেলিফোন রিসিভ করেননি। পরে তার মোবাইল ফোনে খুদেবার্তা পাঠিয়ে জানানো হয়, জাপানে প্রবাসী বাংলাদেশীদের দূতাবাসের প্রথম সভায় দাওয়াত দেয়ার ক্ষেত্রে না-কি রাজনৈতিক বিভাজন করা হয়েছে। এমন অভিযোগ কি সত্যি? তবে এ ব্যাপারে রাষ্ট্রদূত কোনো মন্তব্য করেননি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা