ব্যাংক কর্মকর্তাসহ ৫ জেলায় নিহত ৬
- নয়া দিগন্ত ডেস্ক
- ১৪ জানুয়ারি ২০২৫, ০২:১৮
পাঁচ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক ব্যাংক কর্মকর্তাসহ ছয়জন নিহত হয়েছেন।
নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী সড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে সিদ্ধিরগঞ্জ আদমজী ইপিজেডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শুভ (২২) ও ইমন (২১)। নিহতরা নাসিক ১ নম্বর ওয়ার্ডের মুজিববাগ এলাকার বাসিন্দা। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম বলেন, মোটরসাইকেলে তিন যুবক অটোরিকশাকে ওভারটেক করার চেষ্টাকালে ধাক্কা লেগে তিনজন পড়ে যান। এ সময় দ্রুতগতিতে যাওয়া একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে দু’জনের মৃত্যু হয়। অন্যজন গুরুতর আহত হয়েছেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
বগুড়া অফিস জানায়, বগুড়ার নন্দীগ্রামে কর্মস্থলে যাওয়ার পথে মোটরসাইকেল ও ভটভটির মধ্যে সংঘর্ষে মিজানুর রহমান (৩৮) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নন্দীগ্রাম-দেওগ্রাম সড়কের ভুস্কুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের কাহালু শাখার সুপারভাইজার ও নন্দীগ্রাম উপজেলার দাড়িয়াপুর গ্রামের মেহেদী হাসানের ছেলে।
পুলিশ জানায়, সকালে মিজানুর রহমান মোটরসাইকেলে বাড়ী থেকে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে ভুস্কুর বাজারে বিপরীতমুখী শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির সাথে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মিজানুর রহমান গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তিনি মারা যান।
খাগড়াছড়ি প্রতিনিধি জানান, খাগড়াছড়িতে ট্রাক্টর উল্টে চালক মো: চাঁন মিয়া (৩৫) নিহত হয়েছেন। সোমবার দুপুরে খাগড়াছড়ি জেলা সদর উপজেলাধীন দাতকুপ্যা নামক এলাকায় এ ঘটনা ঘটে। চান মিয়া মহালছড়ি উপজেলার চোংড়াছড়ি এলাকার মৃত মো: সুলতান মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পরিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকালে ট্রাক্টরের মালিক হারেজ মিয়া চালক চাঁন মিয়াকে সাথে করে ট্রাক্টর নিয়ে খাগড়াছড়ি জেলা সদর উপজেলাধীন দাতকুপ্যা এলাকায় কৃষি জমি চাষ করতে যান। জমি চাষ শেষে বেলা ১১টার দিকে ফেরার পথে জমি থেকে রাস্তায় উঠার সময় ট্রাক্টরটি উল্টে যায়। এ সময় চালক চান মিয়া ট্রাক্টরের নিচে চাপা পড়েন। এতে স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নিলে, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্য দিকে সাথে থাকা ট্রাক্টরের মালিক হারেজ মিয়া আহত হন। তিনি খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি শঙ্কামুক্ত বলে চিকিৎসক জানান।
লালমনিরহাট প্রতিনিধি জানান, লালমনিরহাটের হাতীবান্ধা ও কালিগঞ্জ উপজেলায় পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
সোমবার উপজেলার পাটিকাপারা ইউনিয়নের দক্ষিণ পারুলিয়া বটতলা এলাকায় সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা বাড়িতে ঢুকে গেলে মোছা: নুরী বেগম (৫৫) নামে এক মহিলার ঘটনাস্থলে মৃত্যু হয়। দুর্ঘটনায় পরিবারের আরো পাঁচ সদস্য আহত হয়েছেন। সিমেন্ট বোঝাই (রংপুর ট-১১০৩৭৭) ট্রাক রেখে ঘাতক ড্রাইভার পালিয়ে গেছেন।
হাতীবান্ধা ফায়ার সার্ভিস হাইওয়ে থানা ও হাইওয়ে পুলিশের টিম লাশ উদ্ধার এবং ট্রাক ও সিমেন্টের তলে চাপা পড়া পরিবারের অন্য পাঁচ সদস্যকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এ দিকে গত শুক্রবার কালিগঞ্জ উপজেলার কাকিনার ওয়াপদা বাজার এলাকায় ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে আহত মো: আসকার আলী (৪১) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে মারা গেছেন।
লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, লক্ষ্মীপুরে লাকড়ি বোঝাই দ্রুতগামী ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই এক চটপটি বিক্রেতার মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে লক্ষ্মীপুর-রামগতি সড়কের করইতলার অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত চটপটি বিক্রেতার নাম মো: মিরাজ হোসেন (২০)। সে উপজেলার চরফলকন এলাকার কৃষক মো: আজাদ হোসেনের ছেলে।
নিহত মিরাজের মামী ইয়াসমিন আক্তার জানান, মেঘনার ভাঙনে মিরাজের পৈতৃক ভিটা হারিয়ে যাওয়ার পর থেকে চরলরেন্স এলাকায় মামা-মামীর সাথে বসবাস করছে তারা। তার মামা অনেক দিন থেকে চটপটির ব্যবসা করছেন। মিরাজ এখানে বসবাসের পর থেকে মামার ব্যবসায় সহযোগিতা করে আসছে। প্রতিদিনের মতো এ দিনও সে করইতলা বাজারের অদূরে লক্ষ্মীপুর-রামগতি সড়কের পাশে বসে চটপটি বিক্রি করছিল। এ সময় ইটভাটার একটি লাকড়ি বোঝাই দ্রুতগামী ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে মিরাজকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা