৫৪০ ফুট গভীর কুয়ায় তরুণী
- নয়া দিগন্ত ডেস্ক
- ১৪ জানুয়ারি ২০২৫, ০২:১৮
ভারতের গুজরাটের কচ্ছ জেলার ভুজ তালুকের কান্দেরাই গ্রামে ৫৪০ ফুট গভীর কুয়োয় পড়ে গেছেন ১৮ বছর বয়সী এক তরুণী। ভুজের উপজেলা শাসক এবি যাদব জানিয়েছেন, ওই তরুণী কুয়োর ৪৯০ ফুট গভীরে আটকে রয়েছেন। তাকে কুয়ো থেকে তুলতে উদ্ধার কাজ শুরু করা হয়। কিন্তু ৩৩ ঘণ্টার উদ্ধার অভিযান চালানোর পর তাকে তুলে আনা হলেও তখন দেখা যায় তরুণীটি মারা গেছেন। সম্প্রতি ঘটে এই ঘটনা।
স্থানীয়রা জানিয়েছেন, ওই তরুণীর পরিবার পরিযায়ী শ্রমিক। রাজস্থান থেকে কাজের সূত্রে সপরিবার গুজরাটে এসেছিলেন তারা। ভোরে কোনোভাবে পা পিছলে ওই তরুণী কুয়োয় পড়ে যান। কিছুক্ষণ পর বিষয়টি জানতে পারেন মেয়েটির পরিবার। শুরু হয় উদ্ধার কাজ। ক্যামেরার সাহায্যে কুয়োর ভেতরে মেয়েটির গতিবিধি বোঝার চেষ্টা করা হয়। নলের সাহায্যে পাঠানো হয় অক্সিজেনও। তবে উদ্ধারকারীরা জানিয়েছেন, কুয়োর ভিতরে কোনো রকম নড়াচড়া টের পাওয়া যাচ্ছে না। ওই তরুণী বেঁচে আছেন কি না, তা নিয়েও দ্বন্দ্বে তারা। এলাকায় পৌঁছেছে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা দল (এনডিআরএফ)। উদ্ধার কাজে হাত লাগিয়েছে তারাও। কিন্তু যখন তাকে উদ্ধার করা সম্ভব হয় তখন দেখা যায় তিনি মারা গেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা