প্লেনের ইঞ্জিন বন্ধ মধ্য আকাশে!
- নয়া দিগন্ত ডেস্ক
- ১৪ জানুয়ারি ২০২৫, ০২:১৭
মধ্য আকাশে ইঞ্জিন বিকল হয়ে যায় এয়ার ইন্ডিয়ার দিল্লিগামী প্লেন। ওই ঘটনায় কোনো যাত্রী বা বিমানকর্মী আহত হননি। সবাই নিরাপদেই আছেন। কারণ তড়িঘড়ি করে যাত্রীদের নিয়ে বেঙ্গালুরুতে জরুরি অবতরণ করে বিমানটি। তাদের ভিন্নপথে দিল্লি পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
সন্ধ্যায় বেঙ্গালুরুর কেম্পেগৌড়া বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার প্লেনটি। নির্ধারিত সময় ৫টা ৪৫ থাকলেও কিছু সমস্যার কারণে সন্ধ্যা ৭টা ১০ মিনিট নাগাদ বিমানটি আকাশে উড়ে। এর পরেই বিপত্তির শুরু। মধ্য আকাশে বন্ধ হয়ে যায় এয়ারবাস এ-৩২০ বিমানটির ইঞ্জিন। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।
বাধ্য হয়ে রাত ৮টা ১১ মিনিট নাগাদ জরুরি ভিত্তিতে বিমানটিকে অবতরণ করান পাইলট। তবে এ ঘটনায় কোনো যাত্রী বা বিমানকর্মী আহত হননি। শেষমেশ রাত ১১টা ৪৭ মিনিট নাগাদ অন্য একটি বিমানে করে যাত্রীদের দিল্লিতে পাঠানোর ব্যবস্থা করেন কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে গত ৭ জানুয়ারি রোববার।
এই ঘটনায় তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কেন মধ্য আকাশে আচমকা বিমানটির ইঞ্জিন বিকল হয়ে গেল, তা খতিয়ে দেখছে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)। পিটিআই।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা