ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
- নিজস্ব প্রতিবেদক
- ১২ জানুয়ারি ২০২৫, ০০:০০
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, সাড়ে ১৫ বছরে ফ্যাসিস্ট সরকার সারা দেশের মানুষের ওপর যে অত্যাচার, জুলুম ও নির্যাতন চালানো হয়েছে তা বর্ণনাতীত। দেশের সব প্রতিষ্ঠানের মতো ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরাও অত্যাচার, জুলুম ও নিপীড়নের শিকার হয়েছেন।
তিনি গতকাল শনিবার ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন (রেজি. বি-১৯৫০)-এর বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। জাতীয় মসজিদ বায়তুল মোররমের ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত সভায় প্রধান কার্যালয়, বিভাগ, জেলা, ইসলামিক মিশন, ইমাম প্রশিক্ষণ একাডেমি, দারুল আরকাম মাদরাসা, মডেল মসজিদ এবং মসজিদিভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমসহ কর্মচারী ইউনিয়নের মাঠপর্যায়ের প্রায় ৫০০ সদস্য অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আতিকুর রহমান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সাধারণ সম্পাদক মহিববুল্লাহ ও মো: আব্দুস সালাম। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সাবেক সভাপতি মুহাম্মাদ ওবায়দুর রহমান।
ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কাজী মো: নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি আরো বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের ১৫ বছরের শানামলে সমগ্র দেশের সব প্রতিষ্ঠানের মতো ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরাও অত্যাচার, জুলুম ও নিপীড়নের শিকার হয়েছেন। হয়রানি, পদোন্নতি বঞ্চিত করাসহ নানাবিধভাবে হয়রানি করা হয়েছে এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য বর্তমান সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের নিমিত্তে কর্তৃপক্ষের দৃষ্টি এ ছাড়াও ইসলামিক ফাউন্ডেশনকে অধিদফতর করা, গণশিক্ষাসহ সকল প্রকল্প ও আউটসোর্সিং স্থানান্তর, সকল পদে পদোন্নতি চালু করা, সার্ভিস রুল সংশোধন করা, অবৈধভাবে চাকরির ব্যবস্থা গ্রহণের জন্য ধর্ম উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করেন।
বিশেষ আতিকুর রহমান বলেন ট্রেড ইউনিয়ন ছিনতাই করে, নিয়োগ, বদলি বাণিজ্যের দিন শেষ। শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং সহযোগী ইউনিয়ন অন্যায় সহ্য করবে না। শ্রম অধিদফতরের কর্মকর্তাদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে তিন ইউনিয়নের গঠনতন্ত্র সংশোধন ও যুযোপযোগী করে প্রণয়নের জন্য উপস্থাপন করা হয়। নির্বাচন উপ-কমিটি এবং অপর একটি সাব-কমিটি গঠন করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা