১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬
`

ফ্যাসিস্ট আ’লীগ দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছে

কুয়েতে ডা: শফিক
-

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়ে গেছে। তারা ব্যাংক লুট করে রাজকোষ শূন্য করে দেশের অর্থ বিদেশে পাচার করেছে।
গতকাল কুয়েত সিটির আল আরদিয়া খাইমায় আয়োজিত এক সর্বদলীয় প্রীতি সমাবেশ ও গণসংবর্ধনা সভায় তিনি এ কথা বলেন। হাফেজ মাওলানা নূরুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা খলিলুর রহমান মাদানী। অনুষ্ঠানে বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষাবিদ, গণ্যমান্য ব্যক্তিরা ও বিভিন্ন শ্রেণী-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
ডা: শফিকুর রহমান আরো বলেন, বিগত জালেম সরকার দেশের মানুষের উপর নানাভাবে জুলুম-নির্যাতন চালিয়েছিল। আওয়ামী ফ্যাসিবাদী সরকার দেশের শীর্ষস্থানীয় ইসলামী নেতাদের হত্যা করেছে। জালেম সরকার দেশের আলেমদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে তাদের অন্যায়ভাবে জেলে বন্দী করে তাদের ওপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালিয়েছিল। মানুষকে কথায় কথায় পুলিশ দিয়ে গুলি করে হত্যা করেছিল। মানুষের ঘরবাড়ি ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল।
তিনি বলেন, প্রবাসীদের যথাযথ মূল্যায়ণ না করে বিগত সরকার তাদের ভিসা ও পাসপোর্ট না দিয়ে নানা জটিলতা সৃষ্টি করেছিল। বিদেশী দূতাবাসে অসৎ লোকদের নিয়োগ দিয়ে প্রবাসীদের পকেট কাটার ব্যবস্থা করেছিল। সৎ লোকেরা ক্ষমতায় এলে সব দুর্নীতি ও লুটপাট বন্ধ করে ইনসাফ কায়েম করবে। আপনারা যারা প্রবাসে আছেন আপনারাই বাংলাদেশের প্রতিনিধি। আপনারা সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে বিদেশে বাংলাদেশের ভাবমর্যাদা উন্নত করবেন এটাই আমরা আশা করি।
তিনি বলেন, প্রবাসী ভাইদের নীতিবান হতে হবে। সব ক্ষেত্রেই যোগ্যতা ও দক্ষতার প্রমাণ দিতে হবে। আপনারা যে দেশে আছেন সে দেশের আইন-কানুন ভালোভাবে মেনে চলতে হবে এবং দেশের ভাবমর্যাদা উন্নত করতে হবে। জামায়াত আমির বলেন, আপনারা নিজেদের পরিবার-পরিজনদের এবং দেশের পরিস্থিতি সম্পর্কে খেঁাজ-খবর রাখবেন। আপনারা ব্যক্তিগত ও পারিবারিকসহ সব ক্ষেত্রে ইসলামী অনুশাসন মেনে চলবেন। আমরা সবাই মিলেমিশে দেশ গড়ার কাজে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি। দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
ড. মাওলানা খলিলুর রহমান মাদানী বলেন, দেশের ছাত্র-জনতার গণ-আন্দোলনের মাধ্যমে যে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, সেরকম স্বৈরাচার সরকার যেন আর ভবিষ্যতে ক্ষমতায় আসতে না পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশের জনগণ আর কোনো ফ্যাসিবাদী সরকারকে মানবে না। আমিরে জামায়াতের নেতৃত্বে আমরা সবাই বাংলাদেশকে একটি আদর্শবাদী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য সংগ্রাম করছি।
জানা যায়, চার দিনের কুয়েত সফর শেষে গতকাল দুপুরে পবিত্র উমরাহ পালনের জন্য মক্কার উদ্দেশে রওয়ানা হয়েছেন ডা: শফিকুর রহমান। জামায়াত আমিরকে বিদায় জানান বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মনিরুজ্জামানসহ দূতাবাসের শীর্ষ কর্মকর্তারা। তিনি উমরাহ পালন শেষে আজ রোববার ঢাকার উদ্দেশে রওনা হবেন।
পল্লবীতে জামায়াতের কর্মী সম্মেলন
গণমানুষের কল্যাণের ধারণা থেকে রাজনীতির পথচলা শুরু হলেও দেশের প্রচলিত রাজনীতি ও একশ্রেণীর রাজনীতিকের নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে রাজনীতির কক্ষচ্যুতি ঘটেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
তিনি গতকাল সন্ধ্যায় রাজধানীর মিরপুর-১২ হারুন মোল্লা মাঠে পল্লবী থানা উত্তর জামায়াত আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। থানা আমির মাওলানা সাইফুল কাদেরের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুহাম্মদ মহিউদ্দীনের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধনী ঘোষণা করেন জুলাই-আগস্ট বিপ্লবের শহীদ শাহরিয়ার আলভীর গর্বিত পিতা আবুল হাসান। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুস সালাম ও পল্লবী জোন পরিচালক মোহাম্মদ নাসির উদ্দীন। বক্তব্য রাখেন রুপনগর থানা আমির আবু হানিফ, পল্লবী দক্ষিণ থানা আমির আশরাফুল আলম ও পল্লবী মধ্য থানা আমির রইসুল ইসলাম প্রমুখ।
সেলিম উদ্দিন বলেন, দেশের কক্ষচ্যুত রাজনীতিকে কক্ষপথে ফেরানোর দায়িত্ব রাজনীতিকদেরই। মূলত, শ্রেণী বিশেষের দায়িত্বহীনতার কারণে আমাদের জাতীয় জীবনের অপূরণীয় ক্ষতি হয়েছে। তাই সবার আগে আমাদের পুরাতন ও নেতিবাচক স্বভাবের পরিবর্তন করতে হবে। বক্তব্য দেয়ার ব্যাপারে গ্রহণ করতে হবে অতিমাত্রায় সতর্কতা। হানাহানি ও বিভেদের সৃষ্টি হয় এমন বক্তব্য পরিহার করা দরকার।


আরো সংবাদ



premium cement