২ ছাত্র, শিশুসহ নিহত ৫
- নয়া দিগন্ত ডেস্ক
- ১১ জানুয়ারি ২০২৫, ০০:০৫
গোপালগঞ্জ, চট্টগ্রাম ও মাদারীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র, শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন।
গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জে মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুই ছাত্র নিহত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় গোপিনাথপুর-কোটাখোল অভ্যন্তরীণ সড়কের জালালাবাদ ইউনিয়নের দুর্গাপুর মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ইছাখালি গ্রামের বুলবুল ফকিরের ছেলে বাঁধন ফকির (১৫) ও পলাশ শেখের ছেলে মাহিম শেখ (১৬)। বাঁধন ফকির খালিয়া ইউনাইটেড একাডেমির ও মাহিম শেখ পাচুড়িয়া আলিয়া মাদরাসার ৯ম শ্রেণীর ছাত্র।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মির মোহাম্মাদ সাজেদুর রহমান বলেন, নিহত দু’জনই অল্প বয়সী। তারা ইছাখালি থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল। তাদের মটরসাইকেল চালানোর কোনো দক্ষতা ও ড্রাইভিং লাইসেন্স ছিল না। বেপরোয়া গতিতে মটরসাইকেল চালানোর কারণে দুর্গাপুর মোড়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে তারা গুরুতর আহত হয়। পরে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আনার পথে দু’জনই মারা যায়। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
রাজৈর (মাদারীপুর) সংবাদদাতা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মোটরসাইকেল দুর্ঘটনায় রাজৈর উপজেলার ঘোষালকান্দি গ্রামের বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী শেখের ছেলে সৌদি আরব প্রবাসী তুহিন শেখ (৩০) ও নুরু শেখের ছেলে ব্যবসায়ী মুকুল শেখ (২৫) মারা গেছে । প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কের রথখোলা এলাকায় বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই তারা নিহত হন।
পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রাম কর্ণফুলী কৈইগ্রাম সড়কে ট্রাকের ধাক্কায় তাহমিদ (১০) নামে মোটরসাইকেল আরোহীর পুত্র নিহত হয়েছে। একই ঘটনায় বাবা নিজাম উদ্দিন (৪২) ও নিহত তাহমিদের ছোট ভাই তাসকিন (৬) গুরুতর আহত হয়।
গতকাল বিকেলে এ ঘটনা ঘটে। হতাহতরা সবাই পটিয়া জিরি ইউনিয়নের কৈগ্রাম শেখ আব্দুল্লাহ বাড়ির বাসিন্দা বলে জানা গেছে।
কর্ণফুলী থানার উপপুলিশ পরিদর্শক এসআই আব্দুল গফুর বলেন দুই পুত্র নিয়ে নিজাম উদ্দিন মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে একটি ট্রাক তাদের পেছন দিক দিয়ে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাহমিদকে হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা। তিনি জানান ঘাতক চারটি আটক করা হয়েছে।