কোটা নির্ধারণে মন্ত্রণালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই : ধর্মর্ উপদেষ্টা
- নিজস্ব প্রতিবেদক
- ১০ জানুয়ারি ২০২৫, ০০:০০
বেসরকারি এজেন্সি মালিকদের সর্বনিম্ন কোটা নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের কোনো হাত নেই বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, হজ এজেন্সি প্রতি ন্যূনতম হজযাত্রী নির্ধারণ করে থাকে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়। হজযাত্রীর এই কোটা নির্ধারণে ধর্ম মন্ত্রণালয়ের ন্যূনতম কোনো সংশ্লিষ্টতা নেই।
২০২৫ সনের হজ ব্যবস্থাপনার সর্বশেষ অগ্রগতি বিষয়ে প্রেস ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা বলেন, হজ এজেন্সির মাধ্যমে হজযাত্রী পাঠানোর ক্ষেত্রে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় হতে প্রতি বছর হজযাত্রীর ন্যূনতম সংখ্যা বা কোটা নির্ধারণ করে থাকে। গত বছরের ১৮ জুন সৌদি সরকার ২০২৫ সালের হজের জন্য হজযাত্রীর কোটা নির্ধারণসহ হজ কার্যক্রমের যে রোডম্যাপ ঘোষণা করে সে সময় বাংলাদেশী হজ এজেন্সি প্রতি সর্বনিম্ন হজযাত্রীর কোটা দুই হাজার জন হবে বলে জানানো হয়। তবে গত বছরের ৬ অক্টোবর সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীর সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে এ বছর হজ এজেন্সি প্রতি সর্বনিম্ন হজযাত্রীর সংখ্যা দুই হাজার জন হতে কমিয়ে এক হাজার নির্ধারণ করা হয়েছে।
ধর্ম উপদেষ্টা আরো বলেন, হজ ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় হিসেবে এ দেশের ধর্মপ্রাণ মুসলমানরা যাতে সুষ্ঠু, সুন্দর ও সাবলীলভাবে হজ পালন করতে পারেন সে বিষয়ে ধর্ম মন্ত্রণালয় সব সময় তৎপর রয়েছে। সৌদি সরকারের রোডম্যাপ ও বেঁধে দেয়া সময়ের মধ্যেই আমরা সব কার্যক্রম সম্পন্ন করার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
হজ ব্যবস্থাপনা একটি দ্বিরাষ্ট্রীয় কার্যক্রম উল্লেখ করে উপদেষ্টা বলেন, হজযাত্রী প্রেরণকারী সংশ্লিষ্ট দেশ এবং সৌদি সরকারের যৌথ ব্যবস্থাপনায় হজের যাবতীয় কার্যক্রম সম্পাদিত হয়ে থাকে। একটি ধারাবাহিক কর্মপন্থা অনুসরণ করেই হজের সার্বিক কর্মকাণ্ড সম্পন্ন করতে হয়।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীর একটি আধা-সরকারি পত্রের উদ্ধৃতি দিয়ে উপদেষ্টা বলেন, ২০২৫ সনের হজে বাংলাদেশের হজযাত্রীদের জন্য সেবাদানকারী কোম্পানি নির্বাচন, তাঁবুর এলাকা রিজার্ভ, মক্কা ও মদিনায় হজযাত্রীদের জন্য বাড়ি বা হোটেল ভাড়া, ক্যাটারিং কোম্পানির সাথে চুক্তি সম্পাদনের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো এখনও শুরু করা হয়নি। এসব কার্যক্রম সম্পাদনের সর্বশেষ তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২৫ নির্ধারিত রয়েছে।
এ সময় ধর্ম সচিব এ কে এম আফতাব হোসেন প্রামানিক, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো: মতিউল ইসলাম, সংস্থা অনুবিভাগের অতিরিক্ত সচিব মো: সাইফুল ইসলামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এজেন্সি মালিকদের প্রত্যাখ্যান : হজ এজেন্সি কোটা এক হাজার নির্ধারণের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে ৫০০ জনের কোটা বহাল রাখার দাবি জানিয়েছে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন বাংলাদেশের সদস্যরা।
গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। লিখিত বক্তব্যে তারা বলেন, বিগত বছরগুলোতে হজযাত্রীর কোটা সর্বনিম্ন ১০০ থেকে সর্বোচ্চ ৩০০ জনের বাধ্যবাধকতা থাকলেও হঠাৎ করেই সৌদি সরকার নিয়ম পরিবর্তন করলে গত ২৯ ডিসেম্বর সর্বনিম্ন ৫০০ জনের কোটা রাখা হয়। সে অনুযায়ী কোটা পূরণও করেন তারা। তবে হঠাৎ করেই ৪ জানুয়ারি এজেন্সি প্রতি সর্বনিম্ন কোটা এক হাজার করে বিজ্ঞপ্তি দেয় ধর্ম মন্ত্রণালয়। এ কোটা সম্পূর্ণ অযৌক্তিক এবং যা পূরণ করা অসম্ভবও বটে।
জানা যায়, সউদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় থেকে বাংলাদেশী হজ এজেন্সি প্রতি ন্যূনতম হজযাত্রীর কোটা এক হাজার নির্ধারণ করা হয়। গত ৯ ডিসেম্বর সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে বাংলাদেশকে এ তথ্য জানিয়ে দেয়া হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, হাবের সাবেক সভাপতি ড. মোহাম্মদ ফারুক, সাবেক সভাপতি আব্দুস শাকুর, ইব্রাহিম বাহার, জামাল উদ্দিন ও ফারুক আহেমদ সরদার, প্রতিষ্ঠাতা সহ-সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার প্রমুখ।
ক্ষমতা মানুষের নয়, আল্লাহর হাতে
উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা জানায়, ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, তরুণরাই বাংলাদেশের জাতীয় সম্পদ। দেশ পরিচালনার শক্তি আছে তরুণদের কাছে। আমরা যদি তাদের নির্দেশনা দিতে পারি তাহলে সমাজ ও রাষ্ট্রের অন্ধকার দূরীভূত হয়ে নতুন আলোর জন্ম দেবে। এ দেশের আলেম-ওলামা ও বিপ্লবী ছাত্র-জনতার সহযোগিতার মধ্য দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছি। ক্ষমতা মানুষের হাতে নয়, ক্ষমতা আল্লাহর হাতে। সম্মান কুড়াতে ষাট বছর লাগে, তবে সম্মান হারাতে এক ঘণ্টাও লাগে না।
মাদরাসাতুন নূর উখিয়া সিকদারবিল এলাকায় গত বুধবার রাত সাড়ে ১১টায় ইসলামী মহাসম্মেলন ও দাওয়াহ কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।
খলিলিয়া ছিদ্দিকিয়া ফয়জুল উলুম ধাওনখালী মাদরাসার পরিচালক মাওলানা মুসলিম উদ্দিনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি ও হুইপ আলহাজ শাহজাহান চৌধুরী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ। এ ছাড়া উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, মাদরাসা নূর উখিয়ার প্রতিষ্ঠাতা আল্লামা ওবায়দুল্লাহ হামযাহ, উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব মাওলানা মুফতি রিদুয়ানুল কাদির প্রমুখ বক্তব্য রাখেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা