১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`
রাজপথে মৃত্যুর হানা

দুই কলেজছাত্র ও কোচ চালক নিহত : আহত ১০

-


মেহেরপুরের গাংনী ও গাইবান্ধার পলাশবাড়ীতে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্র ও এক কোচ চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কোচের ১০ যাত্রী।
গাংনী (মেহেরপুর) সংবাদদাতা জানান, মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্র নিহত হয়েছেন। নিহতরা হলেন- গাংনী উপজেলার পীরতলা গ্রামের সৌদি প্রবাসী আলেক হোসেনের ছেলে সিয়াম হোসেন (১৮) ও একই গ্রামের আরেক সৌদি প্রবাসী সোহরাব হোসেন ওরফে সেন্টুর ছেলে আবদুল্লাহেল বাকী (১৮)। নিহতরা দু’জনেই কুষ্টিয়া ইসলামিয়া কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। গতকাল বেলা সাড়ে ৩টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনী উপজেলার আকুবপির গ্রামের জোয়াদ্দার ইটভাটার কাছে এই দুর্ঘটনা ঘটে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, মোটরসাইকেলে দু’জনই কুষ্টিয়া যাচ্ছিলেন। এ সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রফরফ পরিবহনের একটি যাত্রীবাহী লোকাল বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন সিয়াম হোসেন। গুরুতর আহত আবদুল্লাহ হেল বাকীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ দিকে স্থানীয়রা ঘাতক বাসটিকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছেন।

পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা জানান, গাইবান্ধার পলাশবাড়ীতে দুর্ঘটনাকবলিত একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে কোচের ধাক্কায় কোচচালক আবদুল্লাহ (২৫) নিহত হয়েছেন। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন।
গতকাল ভোরে পলাশবাড়ী পৌরশহরের ঢাকা-বগুড়া মহাসড়ক আখ ক্রয়কেন্দ্র এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। সাগরিকা পরিবহনের একটি কোচ ওই স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে আগে দুর্ঘটনায় কবলিত দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে জোরে ধাক্কা দেয়। এতে কোচচালক সিটেই চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পলাশবাড়ী ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় হস্তান্তর করেন। নিহত আবদুল্লাহ কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার হাজিরহাট কালাপানী এলাকার নাছির উদ্দিনের ছেলে। এ ঘটনায় কমপক্ষে ১০ আহত হয়েছেন। আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।

মেহেরপুরের গাংনীতে দুই কলেজছাত্র নিহত
মেহেরপুর প্রতিনিধি জানান, মেহেরপুর-কুষ্টিয়া সড়কের আকুবপুরে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে গাংনী উপজেলার আকুবপুর চটকাতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাংনী উপজেলার পীরতলা গ্রামের আলেক হোসেনের ছেলে সিয়াম (২০) ও একই গ্রামের সোহরাব হোসেনের ছেলে আব্দুল্লাহ আল বাকি (২০)।
মটমুড়া ইউনিয়ন পরিষদের সদস্য ও আকুবপুর এলাকার বাসিন্দা কামরুল ইসলাম বলেন, মেহেরপুর থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী (কক্সবাজার জ ০৪-০০২১ নম্বর) রফরফ এন্টারপ্রাইজ বাসটি আকুবপুর চটকাতলা এলাকায় পৌঁছলে কুষ্টিয়া থেকে বামন্দিতে যাওয়ার পথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এতে মোটরসাইকেলে থাকা সিয়াম ঘটনাস্থলেই মারা যান আর আহত অবস্থায় আব্দুল্লাহ আল বাকিকে কুষ্টিয়া নেয়ার পথে মিরপুর এলাকায় তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই ঘাতক বাসচালক ও চালকের সহকারীরা বাস ফেলে পালিয়ে গেছেন।

 


আরো সংবাদ



premium cement
কাতারের আমিরের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ শিল্প কারখানা বাংলাদেশে স্থানান্তরের জন্য তুরস্কের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার ১১ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে, পাঠানো হবে আরো ২৮ জন : পররাষ্ট্র মন্ত্রণালয় মুকসুদপুরে বাসের চাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত কক্সবাজার সমুদ্র সৈকতে খুলনার সাবেক কাউন্সিলরকে গুলি করে হত্যা হত্যা মামলার আসামি উত্তরা পূর্ব থানা থেকে পালালো সাবেক ওসি দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেসের বিস্তীর্ণ এলাকা কিংসের কাছে হারল ক্যাপিটালস শতাধিক পণ্য ও সেবায় বাড়ল শুল্ক-কর বেরোবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪ দ্বিতীয় জয় চট্টগ্রামের, ঢাকার টানা পঞ্চম হার

সকল