০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`
রাজপথে মৃত্যুর হানা

কালিয়াকৈরে ৩ জনসহ বিভিন্ন স্থানে নিহত ৬

-


সড়ক দুর্ঘটনায় গাজীপুরের কালিয়াকৈরে তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন। এ ছাড়া পৃথক দুর্ঘটনায় বিভিন্নস্থানে নিহত হয়েছেন আরো তিনজন।
গাজীপুর জেলা প্রতিনিধি ও কালিয়াকৈর সংবাদদাতা জানান, গাজীপুরের কালিয়াকৈরে ইটভর্তি ট্রাকের সাথে যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অটোরিকশার চালকসহ তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কের চাপাইর ইউনিয়নের চেয়ারম্যান বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের বড় গোবিন্দপুর গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে অটোরিকশা চালক করিম মিয়া (৪২), সুত্রাপুর নয়ানগর গ্রামের গোপাল চন্দ্র রায়ের ছেলে অয়ন রায় (৩৫) ও টান সূত্রাপুর গ্রামের মৃত বাসুদেব দাসের ছেলে সুদীপ দাস (৩৭)। পুলিশ ও এলাকাবাসী জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে কালিয়াকৈর বাজার থেকে ইটভর্তি একটি ট্রাক কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়ক দিয়ে মাওনার দিকে যাচ্ছিল। পথে চাপাইর ইউনিয়নের কাঞ্চনপুর চেয়ারম্যান বাড়ি বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাইকপাড়া এলাকা থেকে কালিয়াকৈরগামী যাত্রীভর্তি ব্যাটারিচালিত একটি অটোরিকশার সাথে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক করিম মিয়া নিহত এবং অপর পাঁচ যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে অয়ন ও সুদীপকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত রিপনসহ তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা জানায়, মুন্সীগঞ্জের সিরাজদিখানে মোটর সাইকেল ও ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে মো: এনামুল হোসেন (২০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো তিনজন। মঙ্গলবার বিকেলে সাড়ে ৫টায় শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কের মোস্তফাগঞ্জ মাদ্রাসা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের শহিদের ছেলে মোটরসাইকেল চালক বিল্লাল (১৭), ইজিবাইকের যাত্রী টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাঁও গ্রামের আমির হোসেনের ছেলে ফিরোজ (৩৫) ও মোস্তফাগঞ্জ এলাকার আবুল শেখের ছেলে আলমগীর (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাইকেল ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মোটরসাইকেলযাত্রী এনামুল মারা যায়। এ সময় ইজিবাইকটি পাসের খাদে পড়ে গেলে যাত্রীরা গুরুতর আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান । নিহত এনামুল হোসেন শেরপুর জেলা মন্টু হোসেনের ছেলে।
নোয়াখালী অফিস জানায়, নোয়াখালীতে মেয়ের গাইড বই আনতে গিয়ে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। গত সোমবার রাত ২টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, একই দিন সন্ধ্যার দিকে জেলার সদর উপজেলা পরিষদের সামনে দুর্ঘটনায় আহত হন তিনি।
নিহত মিজানুর রহমান কিরণ (৬০) জেলার কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের পদুয়া গ্রামের টুকা মিয়া হাজী বাড়ির মৃত আবদুল মান্নানের বড় ছেলে। তিনি দৈনিক সমাজ সংবাদের কবিরহাট উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি নানা সামাজিক কাজেও জড়িত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৭টার দিকে তিনি মোটরসাইকেল যোগে কবিরহাট থেকে মেয়ের জন্য গাইড বই কিনতে জেলা শহর মাইজদীর উদ্দেশ্যে রওয়ানা দেন। পথে সোনাপুর-মাইজদী সড়কের সদর উপজেলা পরিষদের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরকিশার সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মাথায় আঘাত পান। পরে স্থানীয় লোকজন ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে নেয়া হয়। রাত ২টার দিকে ওই হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাভার (ঢাকা) সংবাদদাতা জানান, সাভারে বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) এক কর্মকর্তা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার সকালে সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে মারা যান তিনি। নিহতের নাম- রুস্তম রব্বানী (৫০) । তিনি বিপিএটিসি’র সহকারী প্রোগ্রামার কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার ঢাকা-আরিচা মহাসড়কের বিপিএটিসি’র ৩নং গেট দিয়ে পার হয়ে কর্মস্থলে আসার পথে ওয়েলকাম পরিবহনের দ্রুতগতির একটি বাস ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করলে ৩ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি বিপিএটিসি’র ভিতরে আবাসিকে পরিবার নিয়ে বসবাস করতেন।

প্রতিবাদে মানবন্ধন
গতকাল মঙ্গলবার বিকেল মহাসড়কের এক পাশে সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) সামনে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারী ও বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ মানববন্ধনে বক্তারা চালককে গ্রেফতার ও নিহতের পরিবারকে ক্ষতিপূরণের দাবি করেন।

 


আরো সংবাদ



premium cement