০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬
`
ভারতের সামভালে সংঘর্ষের জের

মুসলিম নারীদেরও রেহাই দিচ্ছে না পুলিশ

-

পুলিশ জিকরা খাতুনকেও গ্রেফতার করেছে। ৪৫ বছরের ওই নারী নাকি পুলিশের দিকে ঢিল ছুড়েছিলেন। গত বছরের ২৪ নভেম্বর ভারতের উত্তর প্রদেশের আদালতের নির্দেশে সামভালে শাহী জামে মসজিদের জায়গায় সমীক্ষা করতে গেলে স্থানীয় মুসলমানরা বাধা দেন। এতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় পুলিশের গুলিতে অন্তত ৫ জন মুসলমান নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন যাদের মধ্যে পুলিশও ছিল। পরে পুলিশ বিক্ষোভকারীদের বিরুদ্ধে নামে বেনামে মামলা করে। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হচ্ছে, ওই ঘটনার পর পুলিশ ৫৪ জন মুসলিমকে গ্রেফতার করেছে যাদের মধ্যে ৬ জন মহিলাও রয়েছেন। পলাতকদের বিরুদ্ধে জামিন অযোগ্য ওয়ারেন্ট জারির জন্য পুলিশ আদালতে আবেদন জানাবে।

সামভালের পুলিশ সুপারিনটেনডেন্ট কৃষ্ণ কুমার বিষ্ণোই জানান, ‘আমরা এ পর্যন্ত ৫৪ জন অভিযুক্তকে গ্রেফতার করেছি, যার মধ্যে ছয়জন মহিলা রয়েছে যারা সে দিন তাদের ছাদ থেকে পুলিশের ওপর ঢিল ছুড়েছিল। সহিংসতায় জড়িত থাকার জন্য আরও ৯১ জন অপরাধী সামভাল পুলিশের নজরে রয়েছে। তারা হয় অন্য রাজ্যে আশ্রয় নিয়েছে বা নিকটবর্তী জেলায় তাদের আত্মীয়-স্বজনদের বাড়িতে রয়েছে। গ্রেফতার প্রক্রিয়া দ্রুত করার জন্য আমরা অ-জামিনযোগ্য ওয়ারেন্ট পেতে আদালতের কাছে যাব। কাউকেই রেহাই দেয়া হবে না। জেলা পুলিশ সম্প্রতি নয়াদিল্লির বাটলা হাউজ থেকে শহরের দীপা সরাই এলাকার বাসিন্দা আদনান মোহাম্মদ (৩০)কে গ্রেফতার করেছে। সহিংসতার সময় আদনান পুলিশ সুপারকে লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন বলে অভিযোগ।
সামভালে একটি মন্দির ধ্বংস করার পর শাহী জামে মসজিদ তৈরি করা হয়েছে বলে একটি মামলা দায়েরের পর স্থানীয় আদালত মসজিদটি জরিপের নির্দেশ দিয়েছিল। গত বছরের ১৯ নভেম্বর আদালতে মামলার শুনানি হলে একই দিনে, ট্রায়াল কোর্ট মসজিদের জরিপের জন্য একজন অ্যাডভোকেট কমিশনার নিয়োগের অনুমতি দেয়। এর পর ২৪ নভেম্বর দ্বিতীয় সমীক্ষা চলাকালীন সংঘর্ষের ঘটনা ঘটে।

 


আরো সংবাদ



premium cement
চাদে প্রেসিডেন্টের প্রাসাদে হামলায় নিহত ১৯ দাবানল ছড়িয়ে পড়ায় বাইডেনের ইতালি সফর বাতিল গ্রিনল্যান্ড দখলের হুমকি নিয়ে ট্রাম্পকে সতর্ক করল জার্মানি-ফ্রান্স ২২৭৬ নেতাকর্মীকে ক্রসফায়ার, ১৫৩ জনকে গুমের অভিযোগ বিএনপির দিনাজপুরে শীতের তীব্রতা বেড়েই চলছে মাঠে আদালত স্থাপনের প্রতিবাদে স্থানীয় ও ঢাকা আলিয়ার শিক্ষার্থীদের সড়ক অবরোধ রাজশাহীসহ ৫ জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বিস্তৃত হতে পারে ইউক্রেনে রাশিয়ার বোমা হামলা, নিহত ১৩ হালুয়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২ জামায়াত নেতা আজহারের মৃত্যুদণ্ডের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি মুকসুদপুরে থানা থেকে পালাল আসামি

সকল