যুদ্ধবিরতি চুক্তি হলে ৩৪ জন বন্দীকে মুক্তি দেবে হামাস
- নয়া দিগন্ত ডেস্ক
- ০৭ জানুয়ারি ২০২৫, ০২:১০
কাতারের রাজধানী দোহায় হামাস ও ইসরাইলের মধ্যে একটি সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির খুঁটিনাটি নিয়ে দরকষাকষি চলছে। এর মধ্যেই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, ইসরাইলের সাথে সম্ভাব্য একটি যুদ্ধবিরতি চুক্তি হলে তারা প্রথম পর্যায়ে ৩৪ জন বন্দীকে মুক্তি দিতে পারে। তবে ইসরাইল বলেছে, হামাস এখনো বন্দীদের তালিকা দেয়নি। আলজাজিরা, বিবিসি, রয়টার্স ও টাইমস অব ইসরাইল।
অন্য দিকে হামাসকে নির্মূলের লক্ষ্য নিয়ে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। দখলদার বাহিনী গাজাজুড়ে ঘনবসতিপূর্ণ এলাকায় আক্রমণ করেছে। এসব হামলায় রোববার রাতে কমপক্ষে ১৪ জন এবং গত ২৪ ঘণ্টায় ৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। মধ্য গাজার নুসাইরাত শরণার্থীশিবিরের উত্তরে বাস্তুচ্যুত লোকদের একটি স্কুলে ইসরাইলি ড্রোন হামলায় ৪০ জনেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছে বলে চিকিৎসাকর্মীদের সূত্রের বরাত দিয়ে আলজাজিরা আরবি জানিয়েছে। অন্য দিকে তীব্র শীতে গাজায় আরো এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
আলজাজিরা জানায়, গাজায় তীব্র ঠাণ্ডায় হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত আট শিশুর মৃত্যু হয়েছে। হাইপোথার্মিয়ায় মানুষের শরীরের তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসেরও নিচে নেমে যায়।
বিবিসি জানিয়েছে, হামাসের একজন উচ্চপদস্থ নেতা তাদের সাথে ৩৪ বন্দীর একটি তালিকা শেয়ার করেছেন আর তাদেরই মুক্তি দেয়া হতে পারে বলে জানিয়েছে হামাস। হামাসের হাতে বন্দী কতজন এখন জীবিত আছেন তা পরিষ্কার হয়নি। তালিকায় যাদের নাম দেয়া হয়েছে তাদের মধ্যে ১০ জন নারী ও ১১ জন বয়স্ক পুরুষ আর তাদের বয়স ৫০ থেকে ৮৫ বছরের মধ্যে। এর পাশাপাশি শিশুদের নামও দেয়া হয়েছে যারা ইসরাইলের বিমান হামলায় নিহত হয়েছে বলে এর আগে হামাস জানিয়েছিল।
হামাস জানিয়েছে, তালিকায় বেশ কয়েকজন অসুস্থ বন্দীর নামও আছে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দফতর জানিয়েছে, হামাস ইসরাইলকে বন্দীদের কোনো তালিকা দেয়নি। কাতারের রাজধানী দোহায় গত রোববার গাজার যুদ্ধবিরতি নিয়ে আলোচনা আবার শুরু হয়েছে, তবে এখনো উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়েছে বলে আভাস পাওয়া যায়নি।
হামাসের একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ইসরাইলি বন্দীদের ফেরত পাঠানো নিয়ে সমঝোতা নির্ভর করছে গাজা থেকে ইসরাইলের সৈন্য প্রত্যাহার ও স্থায়ী যুদ্ধবিরতি অথবা যুদ্ধের শেষ হওয়া নিয়ে চুক্তির ওপর। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেছেন, ‘যা—ই হোক, এখন পর্যন্ত যুদ্ধবিরতি ও প্রত্যাহার নিয়ে দখলদাররা একগুঁয়ে মনোভাব দেখাচ্ছে আর এক পা অগ্রসরও হয়নি।’
মৃতের সংখ্যা বাড়ছে : গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর ২০২৩ সাল থেকে ইসরাইলের হত্যাযজ্ঞে মোট ৪৫ হাজার ৮৫৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং এক লাখ ৯ হাজার ১৩৯ জন আহত হয়েছেন। মন্ত্রণালয় আরো জানিয়েছে যে, ইসরাইলি বাহিনী গত ২৪ ঘণ্টার মধ্যে গাজায় তিনটি ‘গণহত্যা’ চালিয়েছে। এতে আরো ৪৮ জন নিহত এবং ৭৫ জন আহত হয়েছেন।
৩ ইসরাইলি নিহত : এ দিকে ফিলিস্তিনের ইসরাইল অধিকৃত পশ্চিমতীরে দু’টি গাড়িতে ও একটি বাসে বন্দুক হামলায় তিন ইসরাইলি নিহত ও অন্তত আটজন আহত হয়েছে। গতকাল সোমবার স্থানীয় সময় সকালে পশ্চিমতীরের উত্তরাংশে কেদুমিম শহরের কাছে হামলার এ ঘটনা ঘটে। খবর অনুসারে, ফিলিস্তিনি গ্রাম আল—ফান্দুকের ভেতর দিয়ে যাওয়া একটি মহাসড়কে ইসরাইলিদের বহনকারী দু’টি গাড়ি ও একটি বাসে হামলা চালায় অন্তত দুইজন বন্দুকধারী। ইসরাইলের জরুরি চিকিৎসা পরিষেবা মেগান ডেভিড আদম (এমডিএ) জানিয়েছে, একটি গাড়িতে থাকা ষাটোর্ধ্ব দুই নারীকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়েছে, পাশাপাশি প্রায় দেড় শ’ মিটার দূরে আরেকটি গাড়িতে থাকা চল্লিস্নশোর্ধ্ব এক ব্যক্তিও নিহত হয়েছেন। বাসটির অন্তত আট আরোহী আহত হয়েছেন। তাদের মধ্যে সাতজন যাত্রী ও অপরজন বাসটির চালক। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, বন্দুকধারীদের খুঁজে বের করতে তারা বিপুলসংখ্যক সেনাকে মাঠে নামিয়েছে, তাদের তল্লাশিতে সাহায্য করতে ইসরাইলি বিমানবাহিনীর একটি হেলিকপ্টারও মোতায়েন করা হয়েছে। ইসরাইলি আর্মি রেডিও জানিয়েছে, সন্দেহভাজনদের খুঁজে বের করতে সামরিক বাহিনী ওই এলাকার সবগুলো গ্রাম ঘিরে বেষ্টনী বসিয়েছে, বন্দুকধারীরা নিকটবর্তী একটি ফিলিস্তিনি গ্রামে পালিয়ে আছেন বলে ধারণা তাদের। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা