০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`
রাজপথে মৃত্যুর হানা

মোটরসাইকেল দুর্ঘটনায় ৪ জেলায় নিহত ৫

-

মোটর সাইকেল দুর্ঘটনায় চার জেলায় মামা—ভাগ্নেসহ ৫ জন নিহত হয়েছেন।
বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা জানান, নাটোরের বাগাতিপাড়ায় সড়ক দুর্ঘটনায় ইসমাইল হোসেন (৫৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত ও সুরমান আলী (৫০) নামে একজন আহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের হিজলী জামে মসজিদের সামনের পাকা রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া এলাকার মৃত শামসুল হকের ছেলে। আহত সুরমান কাঁঠালবাড়িয়া এলাকার রায়হান আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, ইসমাইল হোসেন এবং সুরমান আলী পেশায় সবজি ব্যবসায়ী। ঘটনার দিন সকালে সবজি ক্রয়ের জন্য তারা বাগাতিপাড়ার দয়ারামপুর এলাকায় যাচ্ছিল। মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণের জন্য ব্রেক করলে চাকা পিছলে পড়ে গিয়ে আহত হন। পরে স্থানীয় লোকজন তাৎক্ষণিক দুইজনকেই নাটোর সদর হাসপাতালে নিলে চিকিৎসক মোটরসাইকেল চালক ইসমাইলকে মৃত ঘোষণা করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সুরমান আলীকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জ সদরের বজ্রযোগিনী এলাকায় বেপরোয়া গতির মোটরসাইকেল ধাক্কায় আবুল বাশার মোল্লা (৮৮) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। দুর্ঘটনার পরে গণপিটুনিতে মোটর সাইকেল চালকসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন।
সোমবার সকাল ১০টার দিকে বজ্রযোগিনী ইউনিয়নের ভট্টাচার্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আনলে সেখানে মারা যান তিনি। নিহত আবুল বাশার মোল্লা (৮৮) মুন্সীগঞ্জ সদরের বজ্রযোগিনী ইউনিয়নের ভট্টাচার্যপাড়া এলাকার মৃত জলিল মোল্লার ছেলে।

অপর দিকে মোটরসাইকেল চালক ও দুইজন আরোহী গণপিটুনিতে মারাত্মক আহত হয়। পরে তাদের মধ্যে দু’জনকে টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অপর দিকে চালক স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছে।
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের ভালুকায় ডাম্পট্রাকচাপায় ইকবাল হোসেন মুন্সী কালা মিয়া (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি উপজেলার মেহেরাবাড়ি এলাকার লাল মাহমুদ মুন্সীর ছেলে। গত রোববার রাতে ঢাকা—ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মল্লিকবাড়ি মোড় নামক স্থানে ওই দুর্ঘটনাটি ঘটে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ৮টার দিকে ঢাকাগামী ডাম্পট্রাক উপজেলার মল্লিকবাড়ি মোড়ে একটি মোটরসাইকেলকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে, মোটরসাইকেল আরোহী ইকবাল হোসেন মুন্সী ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ট্রাকসহ চালক পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
সিলেট ব্যুরো জানায়, সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ আরোহী নিহত হয়েছেন। সোমবার পাগলা ডাবর—জগন্নাথপুর সড়কের সিচনী ব্রিজসংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— শান্তিগঞ্জের আক্তাপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে রাজিন আহমদ (২৬) ও তার মামা দিরাই উপজেলার নুরপুর গ্রামের মৃত সৈয়দ মখদ্দুস আলীর ছেলে আমিরুল ইসলাম (৫০)।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে পাগলাবাজার থেকে প্রয়োজনীয় কার্যক্রম শেষ করে রাজিন ও তার মামা আমিরুল ইসলাম মোটরবাইকযোগে (সিলেট মেট্রো—হ ১২—০৩৯০) আক্তাপাড়া নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তারা সিচনী ব্রিজ অতিক্রম করলে জগন্নাথপুর থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার (সুনামগঞ্জ—থ ১১—২২৩৫) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই রাজিন আহমদ ও আমিরুর ইসলাম মারা যান।


আরো সংবাদ



premium cement