০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬
`

২০৩ কেজি ওজন কমিয়ে অন্তিমে!

-

বিশ্বব্যাপী প্রেরণার প্রতীক হয়ে ওঠা ব্রাজিলিয়ান ফিটনেস ইনফ্লুয়েন্সার গ্যাব্রিয়েল ফ্রেইটাস আর নেই। ৩৭ বছর বয়সে ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ঘনিষ্ঠ বন্ধু রিকার্ডো গুভেয়া এই দুঃসংবাদ নিশ্চিত করেছেন।
রিকার্ডো গুভেয়া বলেন, গ্যাব্রিয়েল ঘুমের মধ্যেই চলে গেছেন, কোনো কষ্ট পাননি। তিনি শেষ পর্যন্ত লড়াই করেছেন এবং ছিলেন এক অসাধারণ শক্তিশালী মানুষ। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।
গ্যাব্রিয়েল তার জীবনের বিস্ময়কর রূপান্তর এবং সংগ্রামের গল্প সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে লক্ষাধিক মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে ওঠেন। তার যাত্রা ব্যক্তিগত শৃঙ্খলা, সঙ্কল্প এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা তৈরি করে।
ইনস্টাগ্রামে তার সাত লাখেরও বেশি ফলোয়ার রয়েছে। ২০১৭ সালে ব্রাজিলের টেলিভিশন শো ‘প্রোগ্রামা ডো গুগু’—তে তার ওজন কমানোর যাত্রার গল্প প্রথম তুলে ধরা হয়। তিনি নিজের একটি ভিডিওতে বলেন, ‘আমার নাম গ্যাব্রিয়েল ফ্রেইটাস। আমি ২৯ বছর বয়সী, উচ্চতা ১.৯৪ মিটার। আমার ওজন ছিল ৩২০ কেজি। আমি চেয়েছিলাম আমার সংগ্রামের গল্প শেয়ার করতে, যাতে অন্যদের প্রেরণা দিতে পারি।’
অবিশ্বাস্য আত্মনিয়ন্ত্রণ ও জীবনধারার পরিবর্তনের মাধ্যমে গ্যাব্রিয়েল দেড় বছরের মধ্যে ২০৩ কেজি ওজন কমিয়ে ১১৭ কেজিতে পেঁৗছান। তবে পরে পিতার ও ভাইয়ের মৃত্যুর শোকে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হন এবং ওজন পুনরায় বেড়ে ৩৮০ কেজিতে পেঁৗছায়।
গ্যাব্রিয়েলের অকাল মৃত্যুতে তার ভক্ত—অনুরাগী ও শুভানুধ্যায়ীরা শোকাহত। তিনি শুধু তার অসাধারণ রূপান্তরের জন্য নয় বরং তার দয়ালু মন ও সংগ্রামের গল্পের জন্য মানুষের মনে চিরস্থায়ী হয়ে থাকবেন। ইন্টারনেট।

 

 


আরো সংবাদ



premium cement