সম্মেলনে অংশ নিতে কাবা শরীফের সাবেক ইমাম বুখারি আসছেন
- ০৬ জানুয়ারি ২০২৫, ০২:৪৯
আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশের আহ্বানে মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানির আমন্ত্রণে প্রথমবারের মতো তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন পবিত্র কাবা শরিফের সাবেক ইমাম ও বর্তমান সিনিয়র মুহাদ্দিস, মক্কা উম্মুল কুরা ইউনিভার্সিটির ডিন ও সর্বোচ্চ ওলামা বোর্ডের ফকিহ ড. শায়েখ হাসান বিন আবদুল হামীদ বুখারী।
গতকাল এ তথ্য জানায় আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ। সংস্থাটি জানিয়েছে, আগামী ১৬ জানুয়ারী ঢাকা সফর করবেন তিনি।
বরেন্য ইমাম ড. হাসান বুখারী, আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ-এর নির্বাহী সভাপতি মাওলানা সালাহউদ্দিন জাহাঙ্গীর পরিচালিত রঘুনাথপুর দারুল উলুম মুহিউস সুন্নাহ মাদরাসার দশতম আন্তর্জাতিক সম্মেলনের দিন ফেনীতে জুমার নামাজের ইমামতির মধ্যদিয়ে সফর শুরু করবেন। একইদিন ১৭ জানুয়ারী তিনি ঢাকা ফিরে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ কর্তৃক আয়োজিত সম্মেলনে গুরুত্বপূর্ণ নসীহত পেশ করবেন এবং মাগরিবের নামাজের ইমামতি করবেন।
আগামী ১৭ জানুয়ারী শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররম পূর্ব চত্বরে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করবেন। স্বাগতিক বাংলাদেশ, সৌদী আরব, মিশর, ইরান, সংযুক্ত আরব আমিরাত, ইংল্যান্ড, ভারত ও পাকিস্তানের প্রখ্যাত ইসলামিক স্কলার ও বিশ্ববরেন্য ক্বারীরা তিলাওয়াত করবেন।
এছাড়াও সরকারের উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কুটনৈতিকবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা