০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

বাংলাদেশে বিনিয়োগের জন্য ইউকের প্রতি বাণিজ্য উপদেষ্টার আহ্বান

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সাথে ইউকে বাংলাদেশ ক্যাটালিস্টস অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ বৈঠক করেন : পিআইডি -


বর্তমানে বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ ভালো বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেছেন, এখন বাংলাদেশে বিনিয়োগ করতে কোনো বাধা নেই।
গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইউকে বাংলাদেশ ক্যাটালিস্টস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতাদের সাথে অনুষ্ঠিত বৈঠকে এ কথা বলেন তিনি।
শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টার দায়িত্ব পাওয়া শেখ বশিরউদ্দীন যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশীদের বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, দেশের উন্নয়নে অবদান রাখুন। দুই দেশের বাণিজ্যিক সম্পর্কোন্নয়নে আপনাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।’

উপদেষ্টা ব্যবসায়ী নেতৃবৃন্দকে পাটজাত দ্রব্য, পর্যটন, ফার্মাসিউটিক্যালস ও টেলিকম খাতে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ ভালো। বিনিয়োগে কোনো বাধা নেই। বিনিয়োগকারীদের সব সুবিধা নিশ্চিতে সরকার কাজ করছে।
ইউকে বিসিসিআই-এর নেতৃবৃন্দ বাংলাদেশ ন্যাশনাল টি বোর্ড, সরকারি টেলিকম খাত ও শিক্ষা খাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার বাড়াতে বিনিয়োগ করতে তাদের আগ্রহের কথা জানান।
এ ছাড়াও নেতৃবৃন্দ সি-ফুড এক্সপোর্ট, ফুড প্রসেসিং ও গ্রিন ফার্মিং সুবিধা বৃদ্ধির জন্য বিশেষ অ্যাগ্রিকালচারাল জোন (অ্যাগ্রিকালচারাল বেসড ইপিজেড) স্থাপনের দাবি জানান।
বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় ব্যবসাবাণিজ্য ও বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ইউকে বিসিসিআই-এর চেয়ারম্যান ইকবাল আহমেদ, প্রেসিডেন্ট এম জি মওলা মিয়া, প্রতিষ্ঠাকালীন প্রেসিডেন্ট বজলুর রশিদ, যুক্তরাজ্যের হাউজ অব কমন্সের এমপি ড. রুপা হক প্রমুখ বক্তব্য দেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো: আব্দুর রহিম বৈঠকে উপস্থিত ছিলেন।

আলজেরিয়ার সাথে বাণিজ্য সম্পর্ক বাড়াতে চায় বাংলাদেশ
উত্তর-পশ্চিম আফ্রিকার দেশ আলজেরিয়ার সাথে বাংলাদেশ বাণিজ্যিক সহযোগিতার ক্ষেত্র বাড়াতে চায় বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
তিনি বলেছেন, ভ্রাতৃপ্রতিম দেশ আলজেরিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘ দিনের। ধর্মীয় মূল্যবোধ ও সাংস্কৃতিক যোগসূত্র এ সম্পর্ককে শক্তিশালী করেছে। এর মাধ্যমে দু’দেশের জনগণের সম্পর্ক নিবিড় হবে।
গতকাল বিকেলে বাণিজ্য উপদেষ্টার সচিবালয়ের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

শেখ বশিরউদ্দীন বলেন, আমাদের বাণিজ্যিক সহযোগিতার ক্ষেত্র বাড়াতে হবে। আলজেরিয়ার সাথে বাণিজ্য বৃদ্ধিকে সম্ভাবনার নতুন ক্ষেত্র বলে অবহিত করেন তিনি।
এ সময় বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশের জনশক্তিকে কাজে লাগিয়ে আলজেরিয়ার ভূমি ব্যবহার করে কন্ট্রাক্ট ফার্মিং কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
সাক্ষাৎকালে আলজেরিয়ার রাষ্ট্রদূত বলেন, আলজেরিয়ায় বাংলাদেশের তৈরী পোশাকপণ্যসহ সব পণ্যের বাজার রয়েছে। বিদ্যমান সুযোগকে বাংলাদেশের কাজে লাগানো উচিত। এ সময় আলজেরিয়ার ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী বলেও জানান তিনি।
আবদেলোহাব সাইদানি আরো বলেন, রমজান উপলক্ষে আলজেরিয়া থেকে উন্নত মানের খেজুর আমদানি হয়। সার ও জ্বালানি বিষয়েও বাণিজ্য বাড়ানোর সুযোগ আছে। সাক্ষাৎকালে উভয়ে দ্বিপক্ষীয় বাণিজ্য পরিস্থিতি ও বাণিজ্য সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

 


আরো সংবাদ



premium cement