বিএনপির প্রবীণ নেতা এস এ খালেকের ইন্তেকাল
- নিজস্ব প্রতিবেদক
- ০৬ জানুয়ারি ২০২৫, ০২:৪৭
বিএনপির প্রবীণ নেতা, সাবেক সংসদ সদস্য এস এ খালেক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৯৭ বছর। এস এ খালেকের ছোট ছেলে এস এ সিদ্দিক সাজু জানিয়েছেন, অসুস্থতার কারণে গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তার বাবা। গতকাল রোববার বেলা সাড়ে ৩টায় তিনি মারা যান। তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতার চিকিৎসার মধ্যে ছিলেন। গত বুধবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
ঢাকার মিরপুর আসনের পাঁচবারের সংসদ সদস্য এস এ খালেক অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সহসভাপতি ছিলেন। পরিবারের সদস্যরা জানান, আজ সোমবার দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং বেলা ২টায় মিরপুর বাঙলা কলেজ প্রাঙ্গণে এস এ খালেকের নামাজে জানাজা হবে। পরে গাবতলী মিরপুর শাহী মসজিদের পাশে পারিবারিক করবস্থানে তাকে দাফন করা হবে।
এস এ খালেকের মৃত্যুর আগে তাকে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম তার সাথে ছিলেন।
জিয়াউর রহমানের আমলে বিএনপিতে যোগ দেয়া এস এ খালেক ১৯৭৯ সালের সংসদ নির্বাচনে তৎকালীন ঢাকা-১৪ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এইচ এম এরশাদের আমলে তিনি যোগ দেন জাতীয় পার্টিতে। সে সময় অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন খালেক। ১৯৮৬ ও ১৯৮৮ সালের সংসদ নির্বাচনে তিনি জাতীয় পার্টির মনোনয়নে ঢাকা-১১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনের আগে বিএনপিতে ফিরে আবার সংসদ সদস্য নির্বাচিত হন এস এ খালেক। সবশেষ ২০০১ সালের নির্বাচনে ঢাকা-১১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে তিনি সংসদে যান।
এস এ খালেকের মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু আলাদা বিবৃতিতে শোক প্রকাশ করে তার রূহের মাগফিরাত কামনা করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা