চালক-শ্রমিকসহ ৩ জন নিহত
- নয়া দিগন্ত ডেস্ক
- ০৫ জানুয়ারি ২০২৫, ০৩:৪৮
পৃথক সড়ক দুর্ঘটনায় বিভিন্ন স্থানে শ্রমিক ও গাড়ির চালকসহ তিনজন নিহত হয়েছেন।
ধামরাই (ঢাকা) সংবাদদাতা জানান, ঢাকার ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরো এক মোটরসাইকেল চালক। শুক্রবার রাতে ধামরাই উপজেলার ঢাকা আরিচা মহাসড়কে কসমস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তির নাম মোহন মিয়া (৫৫)। আহতের নাম মো: সোহেল রানা (৩৫)। তারা দুইজনই মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি এলাকার বাসিন্দা।
ফায়ার সার্ভিস অফিসার সোহেল রানা জানান, মোহন মিয়ার মেয়ের বিয়ে হয় সাভারে। মেয়েকে দেখে শুক্রবার রাতে সাভার থেকে মানিকগঞ্জ ফিরছিলেন তারা। তাদের বহনকারী মোটরসাইকেল কসমস এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই মোহন মিয়ার মৃত্যু হয়। আর গুরুতর আহত অবস্থায় সোহেল রানাকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা জানান, পটুয়াখালীর কলাপাড়ায়-কুয়াকাটা মহাসড়কে বরিশালগামী মাছ বোঝাই পিকআপের চাঁপায় ইউসুফ হাওলাদার (৬৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮ টার দিকে উপজেলার নীলগঞ্জ টোলপ্লাজাসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ নীলগঞ্জ গ্রামের আবু তাহের হাওলাদারের ছেলে বলে জানা গেছে।
ঘটনার পরপরই স্থানীয়রা ইউসুফ হাওলাদারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসক তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।
তবে পথিমধ্যে লেবুখালী এলাকায় তার মৃত্যু হয়। ইউসুফ হাওলাদার কলাপাড়া সদর রোড এলাকার সত্তার মোল্লার মুদি দোকানের কর্মচারী বলে জানা গেছে।
কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জুয়েল ইসলাম বলেন ‘চালককে আটক করা হয়েছে।
ঘটনার তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
নোয়াখালী অফিস জানায়, নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাক্টরচাপায় এক কিশোর চালকের মৃত্যু হয়েছে।
নিহত ইসমাইল হোসেন শাহীন (১৬) উপজেলার চরফকিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ওমান প্রবাসী আবুল হাশেমের ছেলে। গতকাল শনিবার সকালে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রয়েল ব্রিক ফিল্ডে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের রয়েল ব্রিক ফিল্ডে ইট তৈরির জন্য মাটি তোলার সময় ট্রাক্টরটি উল্টে যায়। এতে ট্রাক্টরের নিচে পড়ে ঘটনাস্থলেই শাহীন মারা যায়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা