দেশের মানুষ জাতীয় ঐক্যের চ্যালেঞ্জ গ্রহণ করেছে
- ময়মনসিংহ অফিস
- ০৫ জানুয়ারি ২০২৫, ০৩:৪৭
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না, আপনি (হাসিনা) এই জুলাই অভ্যুত্থানের পর পাল্টা ক্যু করার চেষ্টা করলেন। জুডিশিয়াল ক্যু করে বিচারপতিদের দিয়ে অন্তর্বর্তী সরকার বতিলের চেষ্টা করলেন। আপনি আনসার-কাণ্ড, সচিবালয় ঘেরাও এবং আগুন- সব ধর্মের ভাইদেরকে উসকে অরাজকতা সৃষ্টির চেষ্টা করলেন। পাঁচ মাস যেতে পারেনি একটা সরকার নির্বাচন নিয়ে কাজ করবে, জনগণকে নিয়ে চলবে, নাকি দিল্লিতে বসে হাসিনার ষড়যন্ত্র মোকাবেলা করবে। সেই অস্থিরতা আর অরাজকতার মধ্যদিয়ে দেশের মানুষ জাতীয় ঐক্যের চ্যালেঞ্জ গ্রহণ করেছে। আমাদের সন্তানরা যে রক্ত দিয়ে নতুন বাংলাদেশ সৃষ্টি করেছে, সেই রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে।
গতকাল শনিবার সকালে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আর কে সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। তিনি বলেন, ‘আমরা ১৭ বছর একটি বর্বর জাহেলি যুগ পার করে এসেছি। যে যুগে আমাদের কোনো ভোটাধিকার ছিল না। গণতন্ত্র ছিল না। ধর্মীয় অধিকার ছিল না। আইনের শাসন ছিল না। অর্থনৈতিক অধিকার ছিল না। আমাদের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, ক্ষুধার্ত মানুষের খাবার নেই, নিরন্ন মানুষের আহাজারি এবং অন্নহীন বস্ত্রহীন মানুষের কান্নায় এই বাংলার আকাশ বাতাস ভারী হয়েছে। তিনি আরো বলেন, একদলীয় কর্তৃত্ববাদী, এক ব্যক্তি, এক নেতৃত্ব শেখ পরিবারে নেতৃত্বে বাংলাদেশ জিম্মি হয়ে জাহেলিয়াতে অন্ধাকের ডুবে গিয়েছিল। তিনি বলেন, আবু সাঈদ, মুগ্ধরা ফ্যাসিবাদের সামনে বুক পেতে দিয়ে ফ্যাসিবাদকে পরাজিত করে বাংলাদেশকে বিজয়ী করেছে, প্রয়োজন হলে আরো লক্ষ আবু সাঈদ-মুগ্ধরা আবার রক্ত দিয়ে ফ্যাসিবাদের মোকাবেলা করবে। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য রাষ্ট্রের যেটুকু অর্গান, যেসব বিভাগ, ডিপার্টমেন্টকে সংস্কার করা প্রয়োজন। যেমন ইলেকশন কমিশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ কমিশন, জুডিশিয়ালি, কনস্টিটিউশন এ রকম পাঁচ/সাত অর্গানকে সংস্কার করে সাত/আট মাসের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। আমাদের সেই নির্বাচন পর্যন্ত ধৈর্য ধরতে হবে, অবশ্য নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, নির্বাচনের জন্য দীর্ঘ সময় নেয়া যাবে না, কারণ দীর্ঘ সময় নেয়া হলে ওই বিজেপি শাসিত সরকার ওইখান থেকে ষড়যন্ত্র করতে পারে। তাই ন্যূনতম সংস্কারের জন্য যতটুকু সময় প্রয়োজন বাংলাদেশ জামায়াতে ইসলামী ততটুকু সময় দিতে রাজি আছে। কারণ সংস্কার ছাড়া আবার যদি ইলেকশন হয়, তাহলে আবার ১৪, ১৮, ২৪’র মতো হবে। কিন্তু কিছু লোক নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে, ওরা চায় নির্বাচন কাল হলেই ভালো হয়।
মুক্তাগাছা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শামছুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি মোজাহিদুল ইসলামের সঞ্চালনায় কর্মী সম্মেলনে আরো বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. সামিউল ফারুকী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম ও মঞ্জুরুল ইসলাম, ময়মনসিংহ জেলা জামায়াতের আমির মো: আব্দুল করিম, মহানগর আমির কামরুল আহসান এমরুল, নায়েবে আমির অধ্যক্ষ কামরুল হাসান মিলন, জেলা সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ, মহানগর সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার, সহ-সেক্রেটারি অ্যাডভোকেট মাহবুবুর রশিদ ফরাজী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ফখরুল ইসলাম, মহানগর ছাত্রশিবিরের সভাপতি শরিফুল ইসলাম খালিদ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা