২০২৪ সালে বিশ্বে খাদ্যপণ্যের দাম কমেছে ২.১ শতাংশ : এফএও
- ইউএনবি
- ০৫ জানুয়ারি ২০২৫, ০৩:৪৬
খাদ্যশস্য ও চিনির দাম কমার কারণে ২০২৪ সালে বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম আগের বছরের গড়ের তুলনায় ২ দশমিক ১ শতাংশ কমেছে বলে জানিয়েছে জাতিসঙ্ঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। গত শুক্রবার (৩ জানুয়ারি) সংস্থাটির প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়।
এতে বলা হয়, ২০২৪ সালের পুরো বছরের জন্য এফএও ফুড প্রাইস ইনডেক্স দাঁড়িয়েছে ১২২ পয়েন্ট, যা ২০২৩ সালের গড় মূল্যের চেয়ে ২ দশমিক ৬ পয়েন্ট কম। যদিও ২০২৪ সালের সূচকটিতে দুগ্ধ, গোশত এবং উদ্ভিজ্জ তেলের দামের বেশির ভাগ ক্ষেত্রে একটি স্থির ঊর্ধ্বমুখী প্রবণতায় ছিল তবুও এই বৃদ্ধি ধারাবাহিকতা এবং চিনির দামের পতনকে পুরোপুরি ভারসাম্যের জন্য অপর্যাপ্ত ছিল। ২০২৪ সালের জন্য এফএও ধারাবাহিক মূল্য সূচক ২০২৩ সালের তুলনায় ১৩ দশমিক ৩ শতাংশ কমেছে। এতে, এফএও চিনির মূল্য সূচক বছরে ১৩ দশমিক ২ শতাংশ কমেছে।
এফএওর মতে, ২০২৪ সালে খাদ্যশস্যের দাম কমেছিল মূলত গম এবং মোটা শস্যের দাম কম হওয়ার কারণে হয়েছিল।
প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ডিসেম্বরের জন্য এফএও ফুড প্রাইস ইনডেক্স গড়ে ১২৭ পয়েন্ট ছিল। যা মাসভিত্তিক ০ দশমিক ৫ শতাংশ হ্রাস পেয়েছে, তবে বছরভিত্তিক তা ৬ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা