০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`
হেলথ টিপস

হাড়ের জন্য উপকারী শাক

-

সাধারণত হাড়ের স্বাস্থ্য ভালো রাখার জন্য দুধ, ডিম বা দই, এই ধরনের প্রাণিজ উৎসের খাবারের কথা মাথায় আসে। তবে উদ্ভিজ্জ উৎস থেকেও হাড়ের জন্য উপকারী উপাদান পাওয়া যায়, আর সে উপাদানগুলো বেশিরভাগ সময় শাকে পাওয়া যায়। এ বিষয়ে নিউ ইয়র্ক সিটির পুষ্টিবিষয়ক প্রতিষ্ঠান এমপিএম নিউট্রিশনের প্রতিষ্ঠাতা ও পুষ্টিবিদ মারিসা (মেশুলাম) কার্প বলেন, ‘সব পত্রল সবজি হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে, তবে খোলা পাতাকপি শাক (পাতা কপিকে ঢেকে রাখে যে পাতাগুলো) অন্যান্য সবজির তুলনায় অনেক বেশি উপকারী।’ হাড়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ উপাদান হচ্ছে ক্যালসিয়াম। এক কাপ সেদ্ধ করা পাতাকপি শাক থেকে প্রায় ২৭০ মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায়, যা আট আউন্স বা এক কাপ টক দইয়ের সমান। অন্যদিকে, এক কাপ পাতাকপিতে রয়েছে ১৭৭ মিলিগ্রাম ক্যালসিয়াম এবং সরিষা শাকে ১৬৫ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে।
এ ছাড়াও, এক কাপ পাতাকপি শাক থেকে পাওয়া যাবে ৮০০ মাইক্রোগ্রাম ভিটামিন কে, যা দৈনিক চাহিদার ৮০০ শতাংশ পূরণ করে। ভিটামিন কে দেহে ক্যালসিয়ামের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করে। এই ভিটামিনের অভাব হলে হাড় ভঙ্গুর হয়ে যাওয়ার ঝুঁকি বাড়ে।’ এই পাতাকপির শাকে ২২২ মিলিগ্রাম পটাসিয়ামও রয়েছে, যা ক্যালসিয়ামের ক্ষয় রোধে সহায়তা করে। পটাসিয়াম হাড়ের স্বাস্থ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ছাড়াও পাতাকপি শাকে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা প্রদাহ কমাতে সাহায্য করে এবং দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি হ্রাস করে। প্রতি কাপ সেদ্ধ কলার্ড গ্রিনে প্রায় আট গ্রাম আঁশ থাকে, যা হজম প্রক্রিয়াকে নিয়মিত রাখতে সহায়তা করে। এই শাকটিকে সুপ, হালকা ভেজে বা পাস্তার সাথে সিদ্ধ করে খাওয়া যেতে পারে, যা হাড়ের জন্য উপকারী। ইন্টারনেট।

 

 


আরো সংবাদ



premium cement
সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ বেশি আসছে সাদা পোশাকে গ্রেফতার করতে পারবে না ডিবি : স্বরাষ্ট্র উপদেষ্টা পৌষের শেষার্ধ দুবৃর্ত্তের কবলে পড়লেও চতুর্থ প্রজন্মের ব্যাংকে আস্থা ফিরছে ফেলানী হত্যার ১৪ বছর বিচার পেল না পরিবার আধুনিক এফডিসির মাস্টারপ্লানের কারিগর জিয়াউর রহমান ডিসেম্বরে কমলেও দেশে খাদ্য মূল্যস্ফীতি ১৩ ছুঁইছুঁই আঞ্চলিক বাণিজ্য দ্বিগুণ করতে বিমসটেকের প্রতি রোডম্যাপ তৈরির আহ্বান বাণিজ্য উপদেষ্টার আমাকে গ্রেফতারের অনুমতি দিয়েছিল শেখ হাসিনা যুদ্ধবিরতি চুক্তি হলে ৩৪ জন বন্দীকে মুক্তি দেবে হামাস ফ্যাসিস্ট হাসিনাকে ভারত থেকে ধরে এনে বিচার করতে হবে : মাহমুদুর রহমান

সকল