০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

বিরল কালো চিতা

-

ভারতের ওড়িশার নয়াগড়ের জঙ্গলে দেখা মিলল বিরল কালো চিতাবাঘের। গতকাল শুক্রবার চিতাবাঘটিকে জঙ্গলে ঘুরে বেড়াতে দেখা যায়। শাবককে সাথে নিয়ে যাচ্ছিল চিতাবাঘটি। স্থানীয় বন দফতরের পাতা ট্র্যাপ ক্যামেরায় সেই ছবি ধরা পড়েছে। কালো রঙের চিতাবাঘের হদিস মেলায় উচ্ছ্বসিত বন দফতর।
সেখানকার প্রধান বন কর্মকর্তা প্রেম কুমার ঝা (বন্যপ্রাণ) কালো চিতাবাঘটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন। তিনি লিখেছেন, ‘বিরল কালো চিতাবাঘের দেখা মিলেছে নয়াগড়ের জঙ্গলে। সেটির গতিবিধির ওপর নজরদারি চালানো হচ্ছে।’ অল ওড়িশা লেপার্ড এস্টিমেশন ২০২৪-এর তথ্য বলছে, রাজ্যের তিনটি জঙ্গলে এ ধরনের চিতাবাঘ আছে।
এই প্রথম নয়, গত বছরে এ রকমই একটি কালো চিতাবাঘের দেখা মিলেছিল সুন্দরগড় জেলার হেমগিরি অরণ্যে। ২০১৮ সালে প্রথম ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছিল ওই চিতাবাঘের ছবি। খুব লাজুক প্রকৃতির হয় এই চিতাবাঘ। এরা সহজে ধরা দেয় না। বন দফতর জানিয়েছে, কালো চিতাবাঘগুলোর সুরক্ষার জন্য এবং তাদের পরিবেশকে বাঁচিয়ে রাখার জন্য বেশ কয়েকটি পদক্ষেপ নেয়া হয়েছে। ইন্টারনেট।

 


আরো সংবাদ



premium cement