০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`
আন্তর্জাতিক বাণিজ্যমেলা

ছুটির দিনে তীব্র শীতেও দর্শনার্থীর ভিড়

রাজধানীর পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্যমেলায় গতকাল দর্শনার্থীদের ভিড় : নয়া দিগন্ত -


ছুটির দিন হওয়ায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার তৃতীয় দিনে তীব্র শীত উপেক্ষা করে ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রথম ও দ্বিতীয় দিন ক্রেতা-দর্শনার্থীর তেমন উপস্থিতি না থাকলেও গতকাল শুক্রবার সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে অনেক ক্রেতা-দর্শনার্থী আসতে শুরু করেন।
ঢাকার পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফসি) বুধবার শুরু হয়েছে বাণিজ্যমেলার ২৯তম আসর। মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, সকাল ১০টায় গেট খোলার পরপরই দর্শনার্থীদের ভিড় বাড়তে শুরু করে। লোক বাড়লেও ক্রেতা ছিল কম। তারা কেবল ঘুরে ঘুরে দেখেন সব স্টল। জানতে চাইলে তারা জানান, প্রথম দিকে শুধু স্টল ঘুরে দেখার জন্যই আসা, কেনাকাটা শুরু হবে মাঝামাঝি সময় থেকে।

ব্যবসায়ীরা বলছেন, বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে ক্রেতা-দর্শনার্থীদের পদচারণা। তবে মেলা জমে উঠতে অপেক্ষা করতে হবে আরো কয়েকদিন। এখনো অনেক স্টলে সাজসজ্জার কাজ চলছে।
মেলায় প্রবেশদ্বারের ইজারাদার ডিজি ইনফোটেক লিমিটেডের, হেড অব অপারেশন এস এম আমিনুল ইসলাম বলেন, তীব্র শীত আর ঘন কুয়াশা উপেক্ষা করে ক্রেতা দর্শনার্থীরা মেলায় প্রবেশ করেন। যোগাযোগব্যবস্থার উন্নয়ন, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে এবার মেলায় দর্শনার্থীদের সংখ্যা বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

মেলার আয়োজক সংস্থা রফতানি উন্নয়ন ব্যুরো ও বাণিজ্য মন্ত্রণালয় মেলাকে প্রাণবন্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্ব্বোচ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রফতানি) আব্দুর রহিম খান বলেন, মেলা এলাকায় ধুলো বালির সমস্যা সমাধানে প্রতিনিয়ত পানি দেয়া হচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্নতাকর্মীরা নিয়মিত কাজ করছেন। গত বছরের তুলনায় এবারে পরিবেশ অনুকূলে থাকায় কেনা-বেচার ধুম পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, মেলায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সাত শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। একাধিক ভ্রাম্যমাণ আদালত থাকবে। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গেইট ইজারাদারের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দল কাজ করবে।

ঢাকার উপকণ্ঠ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের পূর্বাচল উপশহরের ৪ নম্বর সেক্টরের স্থায়ী ভেন্যু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চতুর্থ বারের মতো বসেছে বাণিজ্যমেলা। এবার মেলার প্রধান প্রবেশদ্বার জুলাইয়ের স্মৃতির আদলে তৈরি করা হয়েছে।
রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে জানা যায়, এবার বাণিজ্যমেলায় বিশ্বের সাতটি দেশের ১১টি প্রতিষ্ঠানসহ থাকছে মোট ৩৬২টি স্টল ও প্যাভিলিয়ন। মেলায় ই-টিকিটের ব্যবস্থা থাকায় প্রবেশপথে রয়েছে ভিন্ন ব্যবস্থা।

মেলায় যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বিশেষ বাস সার্ভিসের পাশাপাশি যুক্ত হচ্ছে বিশেষ ছাড়ে উবার সার্ভিস। কুড়িল- বিশ্বরোড থেকে ৩৫ টাকা ও ভুলতা-গাউছিয়া থেকে ২০ টাকা।
মেলায় সম্ভাবনাময় সেক্টর বা পণ্যভিত্তিক সেমিনার আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে এ বছর। বিদেশী উদ্যোক্তা বা প্রতিষ্ঠানের সুবিধার্থে থাকছে স্বতন্ত্র সোর্সিং কর্নার, ইলেকট্রনিকস ও ফার্নিচার জোন। বয়সভিত্তিক দর্শনার্থীদের সুবিধার্থে তৈরি করা হয়েছে প্রযুক্তি কর্নার, সিনিয়র সিটিজেনদের জন্য সিটিং কর্নার। শিশুদের নির্মল চিত্তবিনোদনের জন্য মেলায় থাকছে শিশু পার্কও। ব্যাংকিং লেনদেনের জন্য থাকছে ইসলামী ব্যাংক, ডাচ্ বাংলা ও সোনালী ব্যাংকের একাধিক বুথ। মেলার নিরাপত্তার কথা মাথায় রেখে ২৩৪টি সিসি ক্যামেরার পাশাপাশি থাকছে পাঁচটি ওয়াচ টাওয়ার।
মাসব্যাপী মেলা সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। আর সাপ্তাহিক ছুটির দিনগুলোতে চলবে রাত ১০টা পর্যন্ত। মেলায় প্রবেশমূল্য প্রাপ্তবয়স্কদের জন্য ৫০ টাকা এবং শিশুদের (১২ বছরের নিচে) ক্ষেত্রে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

 


আরো সংবাদ



premium cement