০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

নারায়ণগঞ্জে যুবদল নেতা শাওন হত্যা মামলায় ডিবির এসআই কনক গ্রেফতার

নারায়ণগঞ্জে যুবদল নেতা শাওন হত্যা মামলায় ডিবির এসআই কনক গ্রেফতার -

নারায়ণগঞ্জের বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে গুলি চালিয়ে যুবদল নেতা শাওন হত্যার ঘটনায় ততকালীন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সমালোচিত উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান কনককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ঢাকা এয়ারপোর্টের নিজ কর্মস্থল থেকে কনককে গ্রেফতার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছে নারায়ণগঞ্জ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। তিনি জানান, যুবদল কর্মী শাওন হত্যা মামলার এহজাহারভুক্ত আসামি এসআই মাহফুজুর রহমান কনককে ঢাকা এপিবিএন থেকে গ্রেফতার করা হয়েছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি নাসির জানান, শাওন হত্যা মামলার ১৬ নম্বর আসামি মাহফুজুর রহমান কনককে বৃহস্পতিবার রাত ১১টায় ঢাকা এয়ারপোর্টের ১৩ এপিবিএন অফিস থেকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার আসামিকে আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

২০২২ সালের ১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকা থেকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি বের করে বিএনপির নেতাকর্মীরা। রেলগেট এলাকায় র্যালিতে বাধা দিলে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষে চায়নিজ রাইফেলের গুলিতে যুবদলের নেতা শাওন নিহত হন।
ঘটনাস্থলে উপস্থিত অনেকেই কনককে চাইনিজ রাইফেল হাতে গুলি চালাতে দেখা গেছে বলে অভিযোগ করেছিলেন। গুলি করার বেশ কয়েকটি ছবিও সেসময় গণমাধ্যমে এসেছিল। ঘটনার প্রায় দুই বছর পর গত ২০২৪ সালের ২১ অক্টোবর শাওন হত্যার ঘটনায় নারায়ণগঞ্জের সাবেক জেলা প্রশাসক মঞ্জরুল হাফিজ, সাবেক পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলসহ স্থানীয় পাঁচ এমপিকে আসামি করে সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন নিহতের বড় ভাই মিলন মিয়া।
মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, সেলিম ওসমান, নজরুল ইসলাম বাবু ও লিয়াকত হোসেন খোকাসহ ৫২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরো ১০০ জনকে আসামি করা হয়। এ মামলায় ১৬নং এজাহারভুক্ত আসামি ছিলেন এসআই মাহফুজুর রহমান কনক।


আরো সংবাদ



premium cement
মুগদায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর সরকার বাসস, বিটিভির ক্ষমতায়নের চেষ্টা করছে খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন রাষ্ট্রদূত মুশফিকুল আনসারী অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের ব্যবস্থা করবে : বুলবুল মুন্সীগঞ্জে ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষে আহত ১২ বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছেন ব্লিংকেন বিপিএলে সিলেট পর্ব থেকে দর্শকদের খুশি করতে চায় বিসিবি ভারতীয় সাংবাদিক পালকি শর্মার প্রতিবেদন মিথ্যা : প্রেস উইং যমুনা রেলসেতুতে ১২০ কিলোমিটার গতিতে পরীক্ষামূলক ট্রেন চলেছে বিদেশী কোচ, ফুটবলার বদল করবে ব্রাদার্স

সকল