০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`
রাজপথে মৃত্যুর হানা

পৃথক দুর্ঘটনায় ৭ মোটরসাইকেল আরোহীসহ নিহত ৮

-

খাগড়াছড়ি, চুয়াডাঙ্গা, রামগড়, ঈদগাঁও, কক্সবাজার, গৌরনদী ও সাতকানিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় সাত মোটরসাইকেল আরোহীসহ আটজন নিহত হয়েছেন। আহত হেয়েছেন চার মোটারসাইকেল আরোহী।
খাগড়াছড়ি প্রতিনিধি জানান, খাগড়াছড়িতে ট্রাকচাপায় মো: ফিরোজ নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে আলুটিলার ২০ নম্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক ফিরোজ মিয়া বান্দরবানের লামা উপজেলার সিলাছড়ি এলাকার মো: কামাল হোসেনের ছেলে। জানা যায়, সকালে খাগড়াছড়িগামী একটি ট্রাকচাপায় মাটিরাঙ্গাগামী মোটরসাইকেল চালক ফিরোজ ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন একই মোটরসাইকেল আরোহী মো: রাকিব কাজী। তিনি গোপালগঞ্জ চকলপুর গ্রামের ওয়াহাব কাজীর ছেলে।
চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, চুয়াডাঙ্গার আলমডাঙ্গ ায় সড়ক দুর্ঘটনায় নিশান হোসেন (২১) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আশিক হোসেন (২৫) নামের আরেক যুবক।
গতকাল সকাল ৭টার দিকে আলমডাঙ্গা-কুষ্টিয়া আঞ্চলিক সড়কে নওয়াদাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিশান হোসেন আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এবং আহত আশিক হোসেন একই এলাকার খোকনের ছেলে।
নিহতের পরিবারের সদস্য ও স্থানীয় লোকেরা জানায়, গত তিন বছর ধরে নিশান ও আশিক দু’জন আলমডাঙ্গার একটি মাছের আড়তে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো দু’জন গতকাল খুব সকালে মোটরসাইকেলে মাছের আনতে যাচ্ছিলেন। এ সময় শ্রীরামপুরে পৌঁছালে মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই নিশান নিহত হন। গুরুতর আহত আশিককে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রামগড় (খাগড়াছড়ি) সংবাদদাতা জানান, খাগড়াছড়িতে ট্রাকচাপায় মো: ফিরোজ নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সকাল ৭টার দিকে জিরো পয়েন্ট সংলগ্ন এলাকায় আলুটিলায় ওঠার সময় খাগড়াছড়ি চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফিরোজ মিয়া (২০) বান্দরবানের লামার শিলাছড়ির কামাল হোসেনের ছেলে এবং আহত রাকিব হোসেন (১৯) গোপালগঞ্জের চলকরপুরের ওহাব কাজীর ছেলে। আহত ব্যক্তি খাগড়াছড়ি সদরে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, খাগড়াছড়িগামী একটি ট্রাক আরেকটি ট্রাককে ওভারটেকের সময় মাটিরাঙ্গাগামী মোটরসাইকেল সিমেন্ট বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে। এ সময় ঘটনাস্থলেই ফিরোজ মিয়া নিহত হন এবং আহত হন জাকির হোসেন। খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসের সহায়তায় হতাহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেয়া হয়।
ঈদগাঁও (কক্সবাজার) সংবাদদাতা জানান, কক্সবাজারের ঈদগাঁওয়ে মাইক্রোবাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেল চালকও। গত বৃহস্পতিবার গভীর রাতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও উপজেলার নাপিতখালী সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে নিহত মো: আরমান (২৬) পাশের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মধ্যম গর্জনতলী গ্রামের লিয়াকত আলী মিস্ত্রির ছেলে এবং এক সন্তানের জনক বলে জানা গেছে।
কক্সবাজার অফিস জানায়, কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়া বালুখালী ঢালার মুখে যাত্রীবাহী বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেল আরোহী এক বাংলাদেশী ও অপর এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।
গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে উখিয়া শাহপুরী হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গাড়ি দু’টি জব্দ করে। এ সময় বাসচালক পালিয়ে যায়।
নিহতরা হলেন- উখিয়ার ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জে ব্লকের বাসিন্দা মোহাম্মদ রফিকের ছেলে আবদুর রহমান (১৮) ও সাতীরার খলিশখালী গ্রামের আনিছ গাজীর ছেলে লিটন গাজী (১৮)।
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা জানান, বরিশালগামী সাকুরা পরিবহনের যাত্রীবাহী একটি বাসের চাপায় রিফাত হোসেন (৩৮) নামে এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ভূরঘাটা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিফাত হোসেন হিজলা উপজেলার গোবিন্দপুর গ্রামের বাবুল চৌধুরীর ছেলে। এ সময় মোটরসাইকেলের আরোহী মো: আমানউল্লাহ (৩১) গুরুতর আহত হয়েছেন।
সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের সাতকানিয়ায় একটি যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে এক শিশু নিহত হয়েছে। নিহতের নাম ইসনান আলম (১৩)। সে কক্সবাজার জেলার উখিয়ার ছোট ইনানী গ্রামের বাহাদুর আলমের ছেলে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে কেরানীহাট-বান্দরবান সড়কের কেরনীহাট রূপান্তর সুপার স্টোর নামক এলাকার সামনে এ ঘটনা ঘটে।


আরো সংবাদ



premium cement
রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তুপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার সম্মিলিত কল্যাণমুখী সরকার দেশের কল্যাণ আনবে : ডা: শফিক ছাত্রদলকে পড়ায় মনোযোগী হতে বললেন মির্জা ফখরুল বিএফআইইউ প্রধান হতে এস আলম ও আ’লীগের সুবিধাভোগীদের দৌড়ঝাঁপ পদ ছাড়াই রূপালী ব্যাংকে ঢালাও পদোন্নতির প্রক্রিয়া শুরু ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন নিম্ন আদালতের ৫০ বিচারক দুপুরে সূর্য উঁকি দিলেও রাত কেটেছে প্রচণ্ড ঠাণ্ডায় শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতিক্রিয়া পাওয়া যায়নি : পররাষ্ট্র উপদেষ্টা

সকল