জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন প্রধান বিচারপতির
- বাসস
- ০৩ জানুয়ারি ২০২৫, ০০:০৫
ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেদী হাসান ডালিমের লেখা ‘হাইকোর্টের বিতর্কিত রায় ও জুলাই গণ-অভ্যুত্থান’ বইয়ের মোড়ক উন্মোচন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির দফতরে গতকাল বইটির মোড়ক উন্মোচন করা হয়। এ সময় প্রধান বিচারপতি বলেন,এ বইটি জুলাই বিপ্লবের ঐতিহাসিক দলিল। বিচার বিভাগের ভূমিকা ও জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে এটি প্রথম গ্রন্থ। এ উদ্যোগকে আমি শুভ সূচনা বলব। প্রধান বিচারপতি জুলাই বিপ্লব নিয়ে বই লেখায় সাংবাদিক মেহেদী হাসান ডালিমকে ধন্যবাদ জানান।
এ সময় সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মো: মোয়াজ্জেম হোসাইন, প্রধান বিচারপতির ব্যক্তিগত কর্মকর্তা মো: শরিফুল আলম ভূঁঞা প্রমুখ উপস্থিত ছিলেন।
‘হাইকোর্টের বিতর্কিত রায় ও জুলাই গণ-অভ্যুত্থান’ বইটি প্রকাশ করেছে বাংলাদেশ ল’ টাইমস (বিএলটি)। বইটির দাম রাখা হয়েছে ৩৫০ টাকা। ৫ জানুয়ারি থেকে সুপ্রিম কোর্ট বারের বই মেলায় বইটি পাওয়া যাবে।
এ বইয়ে লেখক একটি রায়কে কেন্দ্র করে ছোট আকারে শুরু হওয়া আন্দোলন কিভাবে গণ-অভ্যুত্থানে রূপ নিলো তা ধারাবাহিক ভাবে তুলে ধরেন। উচ্চ আদালতের কোটা পুনর্বহালের রায় ও আন্দোলনে গুলি না চালানোর রিটকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের অন্দর মহলের চাঞ্চল্যকর ঘটনা ও তথ্য তুলে ধরা হয় বইটিতে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা