লংগদুতে সেনাবাহিনীর সাথে বন্দুকযুদ্ধে প্রসীত গ্রুপের কর্মী নিহত
- লংগদু (রাঙ্গামাটি) সংবাদদাতা
- ০৩ জানুয়ারি ২০২৫, ০০:০৫
রাঙ্গামাটির লংগদু উপজেলায় সেনাবাহিনীর সাথে বন্দুকযুদ্ধে প্রসীত গ্রুপের এক কর্মী নিহত হয়েছে। জানা গেছে টহলরত সদস্যদের ওপর পার্বত্য চুক্তি বিরোধী সংগঠন ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীদের হামলার পর বন্দুকযুদ্ধে সে নিহত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম ও পরিচয় পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে লংগদু উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাট্টলি বিল এলাকার কিচিংছড়ায় এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রসীত বিকাশের নেতৃত্বাধীন পার্বত্য চুক্তি বিরোধী আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্টের (ইউপিডিএফ) একটি সশস্ত্র সন্ত্রাসী দল অবস্থান করছে এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহলদল গেলে তাদের ওপর গুলিবর্ষণ শুরু করে ইউপিডিএফ সন্ত্রাসীরা। এ সময় আত্মরক্ষার্থে টহলরত সেনাবাহিনীর সদস্যরা পাল্টা গুলি ছুড়লে উভয়পক্ষ বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। এ সময় ইউপিডিএফের এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয়।
লংগদু থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, নিহতের খবর পেয়ে দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেনাবাহিনীর পোশাক পরিহিত অজ্ঞাত একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় ইউপিডিএফ প্রসীত দলের কারো সাথে যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা