০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

বাংলাদেশী হিন্দুদের ভারতে আসতে উৎসাহ দেয়া উচিত নয় : হিমন্ত

-

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, বাংলাদেশের হিন্দুরা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বেশ ম্যাচিওরভাবে পরিচালনা করছে এবং তারা ভারতে আসতে চাইছে না, সে কারণে ভারতীয়দের তাদের চলে আসতে উৎসাহিত করা উচিত নয়। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন বলছে, হিমন্ত বলেন, ‘এটা সত্যি যে বাংলাদেশ থেকে হিন্দুরা অতীতে এখানে চলে এসেছিল, কিন্তু এখন তারা আসছে না। তারা পরিপক্বতার সাথে বর্তমান পরিস্থিতি পরিচালনা করছে এবং তাদের দেশ ছেড়ে আসতে উৎসাহিত করা আমাদের উচিত নয়।’
গত বছরের আগস্টে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে আসার পর বাংলাদেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও মন্দিরে হামলা হচ্ছে এধরনের ব্যাপক অপপ্রচার শুরু হয় ভারতীয় মিডিয়ায়। আসামে, বাংলাদেশে হিন্দুদের ওপর কথিত হামলার বিরুদ্ধে গত কয়েক মাস ধরে ধারাবাহিক বিক্ষোভ চলছে, যার নেতৃত্বে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) এবং বজরং দলের মতো বেশ কয়েকটি সংগঠন আসামে বাংলাদেশের হিন্দুদের আশ্রয়ের দাবিও তোলেন। কিন্তু ভারতীয় নেতাদের সে ডাকে বাংলাদেশের হিন্দুরা সাড়া দেয়নি।
গত ৩০ ডিসেম্বর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রচারক সুমন কুমার কেন্দ্রীয় সরকারের কাছে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের ভারতে আশ্রয় নেয়ার অনুমতি দেয়ার আহ্বান জানান। বিবিসির বিশ্লেষণে দেখা গেছে ভারতে হিন্দুদের চেয়ে বাংলাদেশ থেকে মুসলিম গিয়েছে বেশি।
গত বুধবার আসামের মুখ্যমন্ত্রী বলেন, গত পাঁচ মাসে আসামে প্রায় এক হাজার বাংলাদেশী এবং প্রতিবেশী ত্রিপুরায় সমসংখ্যক বাংলাদেশী মানুষকে ধরা হয়েছে, তবে তাদের কেউই বাংলাদেশ থেকে আসা হিন্দু নয়।
এ দিকে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, বরং বাংলাদেশের টেক্সটাইল সেক্টরে কর্মরতরাই মূলত দেশের টেক্সটাইল শিল্পে চাকরির জন্য ভারতে আসছেন। বাংলাদেশে অস্থিরতার পর সেখানে বস্ত্রশিল্প কার্যত ধসে পড়ে। তাই ওইসব শিল্পে কর্মরত শ্রমিকরা ভারতে আসতে শুরু করেন। আমাদের দেশের অনেক বস্ত্র শিল্পের মালিক তাদের উৎসাহ দিতে শুরু করেন এবং বাংলাদেশ থেকে সস্তায় শ্রমিক আমদানির জন্য অর্থ ব্যয় করেন। হিমন্ত আরো বলেন, তার ভাষায়, এটি একটি উদ্বেগজনক বিষয় কারণ আমরা অতীতে কখনো এত অনুপ্রবেশকারীকে শনাক্ত করিনি। বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় বেশি ক্ষতিগ্রস্ত, যারা এখানে সংখ্যালঘু। আমরা তাদের গ্রেফতার করছি না, আমরা তাদের দিয়ে আমাদের জেলখানা পূরণ করতে চাই না, তাই তাদের পাঠিয়ে দিচ্ছি।
গত বছর হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন, বাংলাদেশী অনুপ্রবেশকারীরা টেক্সটাইল ইউনিটে কাজের সন্ধানে তামিলনাড়ু ও দক্ষিণ ভারতের অন্যান্য রাজ্যে যাচ্ছে। এ ছাড়া ব্রহ্মপুত্রের ওপর চীনের প্রস্তাবিত বাঁধ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। বাঁধ তৈরি হলে ব্রহ্মপুত্র শুকিয়ে যাবে এবং অরুণাচল প্রদেশ ও ভুটানে বৃষ্টির ওপর নির্ভর করবে। হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ‘আমরা জল সম্পর্কিত প্রকল্প, সড়ক ও রেল যোগাযোগ উন্নত করা ইত্যাদি নিয়ে আলোচনা করেছি। ভুটানের প্রধানমন্ত্রীকে আমাদের বিজনেস সামিটে আমন্ত্রণ জানানো হয়েছে এবং ভুটানের রাজা আশ্বাস দিয়েছেন যে তিনি আবার আসাম সফর করবেন।’


আরো সংবাদ



premium cement
রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তুপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার সম্মিলিত কল্যাণমুখী সরকার দেশের কল্যাণ আনবে : ডা: শফিক ছাত্রদলকে পড়ায় মনোযোগী হতে বললেন মির্জা ফখরুল বিএফআইইউ প্রধান হতে এস আলম ও আ’লীগের সুবিধাভোগীদের দৌড়ঝাঁপ পদ ছাড়াই রূপালী ব্যাংকে ঢালাও পদোন্নতির প্রক্রিয়া শুরু ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন নিম্ন আদালতের ৫০ বিচারক দুপুরে সূর্য উঁকি দিলেও রাত কেটেছে প্রচণ্ড ঠাণ্ডায় শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতিক্রিয়া পাওয়া যায়নি : পররাষ্ট্র উপদেষ্টা

সকল