০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ ও ডাকের সুধাংশুর বিরুদ্ধে দুদকের মামলা

-

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান মাসুদ বিশ্বাস এবং ক্ষমতার অপব্যবহার ও অর্থ আত্মসাতের অভিযোগে ডাক অধিদফতরের সাবেক মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার পৃথক দু’টি মামলা করা হয়।
দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো: আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে ১ কোটি ৮৭ লাখ ৭২ হাজার ৬২২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলাটি করা হয়েছে। এ ছাড়া মাসুদ বিশ্বাসের স্ত্রী কামরুন নাহারের সম্পদের বিবরণ চেয়েছে দুদক। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আছে। গত সেপ্টেম্বরে মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছিল দুদক।
ডাকের সাবেক ডিজির বিরুদ্ধে মামলা : এ দিকে ডাক অধিদফতরের সাবেক মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। তিনি পোস্ট ই-সেন্টার ফর রুর‌্যাল কমিউনিটির সাবেক প্রকল্প পরিচালকও ছিলেন। বর্তমানে অবসরে রয়েছেন। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অর্থ আত্মসাতের অভিযোগে এ মামলা করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো: আক্তার হোসেন।
মামলার এজাহারে বলা হয়, ডাক অধিদফতরের সাবেক মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র ২০১৪ সালের ১২ ডিসেম্বর থেকে ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত পোস্ট ই-সেন্টার ফর রুর‌্যাল কমিউনিটির প্রকল্প পরিচালক হিসেবে এবং ২০১৯ সালের ৩ এপ্রিল থেকে ২০২০ সালের ৩০ ডিসেম্বর ডাক অধিদফতরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময়ে তিনি অসৎ উদ্দেশ্যে প্রতারণা ও বিশ্বাস ভঙের মাধ্যমে সরকারি ক্ষমতার অপব্যবহার করে সরকারের ৯১ কোটি ৯৪ লাখ ৬ হাজার ৪৬৫ টাকার আর্থিক ক্ষতিসাধন ও আত্মসাৎ করেন। যা দণ্ডবিধির ৪০৯, ৪২০ ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
দুদক মহাপরিচালক মো: আক্তার হোসেন বলেন, সুধাংশু শেখর ভদ্রের বিরুদ্ধে বিভাগীয় মামলায় আনা অভিযোগের ভিত্তিতে ক্ষতিপূরণের অর্থ ৯২ কোটি ৮৭ লাখ টাকা আদায়ের ক্ষেত্রে তার আনুতোষিক ও লাম্পগ্র্যান্ট বাবদ সম্ভাব্য আদায়যোগ্য অর্থের পরিমাণ ৯২ কোটি ৯৩ লাখ ৫৩৫ টাকা বাদ দিয়ে অবশিষ্ট ক্ষতির মোট ৯১ কোটি ৯৪ লাখ ৬ হাজার ৪৬৫ টাকা অনাদায়ী থাকে। সরকারি এই ক্ষতির টাকা আদায় করা প্রয়োজন এবং সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, অভিযুক্ত কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। সেজন্যই তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তুপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার সম্মিলিত কল্যাণমুখী সরকার দেশের কল্যাণ আনবে : ডা: শফিক ছাত্রদলকে পড়ায় মনোযোগী হতে বললেন মির্জা ফখরুল বিএফআইইউ প্রধান হতে এস আলম ও আ’লীগের সুবিধাভোগীদের দৌড়ঝাঁপ পদ ছাড়াই রূপালী ব্যাংকে ঢালাও পদোন্নতির প্রক্রিয়া শুরু ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন নিম্ন আদালতের ৫০ বিচারক দুপুরে সূর্য উঁকি দিলেও রাত কেটেছে প্রচণ্ড ঠাণ্ডায় শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতিক্রিয়া পাওয়া যায়নি : পররাষ্ট্র উপদেষ্টা

সকল