০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`
মুন্নী সাহা ও তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান করবে দুদক

বঙ্গবন্ধুর ভাস্কর্য, মুজিবকিল্লা নির্মাণে দুর্নীতি

-

সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামী কবির হোসেন তাপসের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনসহ ব্যাংক হিসাবে ১৩৪ কোটি টাকা লেনদেনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ দিকে বঙ্গবন্ধুর ভাস্কর্য, ম্যুরাল ও মুজিবকিল্লা নির্মাণে দুর্নীতিরও অনুসন্ধান করবে দুদক।
গতকাল বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো: আক্তার হোসেন সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি জানান, মুন্নী সাহা ও তার স্বামী এমএস প্রমোশনের (বিজ্ঞাপনী সংস্থা) স্বত্বাধিকারী কবির হোসেন তাপসের বিরুদ্ধে নিজ ব্যাংক হিসাবে ১৩৪ কোটি টাকা লেনদেন, বর্তমান স্থিতি ১৪ কোটি টাকা ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।
এর আগে গত অক্টোবরে মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাব তলব করেছিল বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স
ইউনিট (বিএফআইইউ)।
বঙ্গবন্ধুর ভাস্কর্য, ম্যুরাল ও মুজিবকিল্লা নির্মাণে দুর্নীতির অনুসন্ধান : এ দিকে আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বিভিন্ন এলাকায় ‘মুজিবকিল্লা’ নির্মাণ, সংস্কার ও উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।
দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানান, কয়েক হাজার কোটি টাকা ব্যয় করে সারা দেশে বঙ্গবন্ধুর অপ্রয়োজনীয় ভাস্কর্য, ম্যুরাল ও মুজিবকিল্লা নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্পের অর্থও তছরুপ করার অভিযোগ অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি বলেন, দেশজুড়ে মুজিবকিল্লা নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক, সংশ্লিষ্ট ঠিকাদার ও অন্যান্যের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা তছরুপ, অতিরিক্ত বিল দেয়া, গভীর নলকূপের দুই-তৃতীয়াংশ বিকল ও বিভিন্ন অনিয়মের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিগগিরই অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করে অনুসন্ধান শুরু হবে।


আরো সংবাদ



premium cement
রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তুপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার সম্মিলিত কল্যাণমুখী সরকার দেশের কল্যাণ আনবে : ডা: শফিক ছাত্রদলকে পড়ায় মনোযোগী হতে বললেন মির্জা ফখরুল বিএফআইইউ প্রধান হতে এস আলম ও আ’লীগের সুবিধাভোগীদের দৌড়ঝাঁপ পদ ছাড়াই রূপালী ব্যাংকে ঢালাও পদোন্নতির প্রক্রিয়া শুরু ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন নিম্ন আদালতের ৫০ বিচারক দুপুরে সূর্য উঁকি দিলেও রাত কেটেছে প্রচণ্ড ঠাণ্ডায় শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতিক্রিয়া পাওয়া যায়নি : পররাষ্ট্র উপদেষ্টা

সকল