কচ্ছপের পিঠে সওয়ার!
- নয়া দিগন্ত ডেস্ক
- ০৩ জানুয়ারি ২০২৫, ০০:০৫
কষ্ট করে আর হাঁটাচলা করতে ইচ্ছা করছে না। তাই কচ্ছপের পিঠে চেপে বসল ছাগল। ‘গাড়ি’তে চড়তে ভারি মজা তার। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
‘কিংলিউট্রিম’ নামে অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় এই ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওতে দেখা গেছে, একটি কচ্ছপের পিঠের ওপর দাঁড়িয়ে রয়েছে একটি ছাগল। তার দিয়ে ঘেরা একটি জায়গার ভেতর রয়েছে তারা।
কচ্ছপটি ধীরগতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তার পিঠের ওপর স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে ছাগলটি। যেন কচ্ছপটি তার নিজের ‘গাড়ি’। সেই গাড়িতেই সওয়ার হয়েছে। কচ্ছপের হাঁটাচলার ফলে ছাগলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে না। সেখানে অন্য ছাগলও রয়েছে। এ দিক-ও দিক ঘুরে বেড়াচ্ছে মুরগিও।
ঘটনাটি কোথায় ঘটেছে সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে ভিডিওটি ছড়িয়ে পড়তেই তা নজর কেড়েছে নেটাগরিকদের। একজন মন্তব্য করেছেন, ছাগলটি মনের আনন্দে রয়েছে। যেন আরাম পাচ্ছে কচ্ছপের কাছ থেকে এমন পরিষেবা নিয়ে। আবার একজন বলেছেন, কচ্ছপের শক্ত খোলসের ওপর এমন স্থিরভাবে দাঁড়িয়ে থাকা চাট্টিখানি কথা নাকি! ইন্টারনেট।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা