০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬
`
আওয়ামী দুর্বৃত্তের পুনর্বাসন প্রকল্প

নিজাম উদ্দিন : এক অন্ধ-আওয়ামী সমর্থকের আমলনামা

-

মো: নিজাম উদ্দিন, একজন অন্ধ-আওয়ামী সমর্থক, চিহ্নিত দুর্নীতিবাজ। সম্প্রতি তাকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার স্থানীয় সরকার বিভাগে সচিব হিসেবে পদোন্নতি দিয়ে পদায়ন করেছে। স্থানীয় সরকার বিভাগ হলো দেশের মাঠপর্যায়ের রাজনীতি নিয়ন্ত্রণের মূল হাতিয়ার। গণধিকৃত স্বৈরাচার আওয়ামী লীগের চলমান ষড়যন্ত্র বাস্তবায়নের নীল-নকশার অংশ হিসেবে তার মতো একজন একনিষ্ঠ আওয়ামী সমর্থককে খুব কৌশলে একটি অত্যন্ত স্পর্শকাতর স্থানে পদায়নের মাধ্যমে পতিত আওয়ামী লীগকে পুনর্বাসনের উদ্যোগ বাস্তবায়িত হতে যাচ্ছে।
মো: নিজাম উদ্দিন ছাত্রজীবন থেকে কলেজে এবং পরবর্তীতে বুয়েটে পড়াকালীন সরাসরি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের প্রথমে একজন সমর্থক, পরবর্তীতে একজন নেতা হিসেবে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের পক্ষে সব রাজনৈতিক অপকর্মে জড়িত ছিলেন। স্বৈরাচারী আওয়ামী সরকার ২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পরপরই তার রাজনৈতিক পরিচয় বীরদর্পে প্রশাসনের সর্বত্র জাহির করে নির্ধারিত সময়ে উপসচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব পদে পদোন্নতি বাগিয়েছেন। প্রতিটি পদোন্নতির পরপরই রুটিনমাফিক তিনি নিয়মিত শেখ মুজিবের মাজার জিয়ারত করতে ভুলেননি। একজন সাচ্চা আওয়ামী লীগার হিসেবে পুরস্কারস্বরূপ পদোন্নতির পাশাপাশি তিনি ভালো ভালো স্থানে পোস্টিংও বাগিয়েছেন।
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একজন নেতা, একনিষ্ট আওয়ামী সমর্থক, যিনি পতিত আওয়ামী লীগকে শেষদিন পর্যন্ত উজাড় করে সার্ভিস দিয়ে গেছেন, তাকে সম্প্রতি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সবচেয়ে ভাইটাল (গুরুত্বপূর্ণ) মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগের সচিব হিসেবে পদায়ন করেছেন, যা সত্যি সবাইকে অবাক করেছে। এ বিষয়ে শেফাউল করিম নামে একজন তার ফেসবুকে ‘পতিত স্বৈরাচারের মদদপুষ্ট আওয়ামী ডিএনএ টেস্টে উত্তীর্ণ নিজাম উদ্দিন স্থানীয় সরকার সচিব পদে পদোন্নতি পেয়েছেন। অন্তর্বর্তী সরকারের জন্য করুনা হয়’ মর্মে লিখেছেন।
জুলাই-আগস্ট গণবিপ্লব কমান্ড কাউন্সিল : নিজাম উদ্দিনের সম্পর্কে প্রাপ্ত নিম্নরূপ সংক্ষিপ্ত আমলনামাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। খুবই সংক্ষিপ্ত অথচ সব তথ্যসমৃদ্ধ আমলনামাটি হলো-‘আওয়ামী লীগ, সাধারণ মান। ছাত্রজীবনে ও বুয়েটে ছাত্রলীগ করতেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী (উপসচিব) কর্মকর্তা, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সচিব ও বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ছিলেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে থাকাবস্থায় তার এলাকাধীন সিটি করপোরেশনের আওতাধীন স্কুল ব্যবস্থাপনার ক্ষেত্রে ব্যাপক অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন এ কর্মকর্তা। শেখ মুজিবের মাজার জিয়ারত করেছেন কয়েকবার। বক্তব্য প্রদানে জয়বাংলা স্লোগান ছিল তার স্বভাবজাত।’
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা থাকাবস্থায় স্কুল ব্যবস্থাপনায় তার ব্যাপক দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনার বিস্তারিত রিপোর্ট ১৩ সেপ্টেম্বর, ২০১৫ তারিখে প্রকাশিত দৈনিক যুগান্তর পত্রিকায় ‘মিলেমিশে লুটপাট’ শিরোনমে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
নিজাম উদ্দিন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত থাকাকালীন সরাসরি বিদ্যুৎ খাতের লুটপাটকারী, মাফিয়া চক্রের রিং লিডার সম্প্রতি আবিষ্কৃত হাজার হাজার কোটি টাকা পাচারকারী তৎকালীন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর আধা সরকারি (ডিও) পত্রের সূত্রে তাকে বিদ্যুৎ বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে পদায়ন করা হয়। মূলত আওয়ামী বিশ্বস্ত নিজাম উদ্দিনকে সম্পূর্ণ আস্থায় নিয়ে বিদ্যুৎ মাফিয়া প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু তার সব অপকর্মের সহযোগী হিসেবে নিয়োজিত করার উদ্দেশ্যেই বিদ্যুৎ বিভাগে পদায়ন করেন। আওয়ামী লীগের আস্থাভাজন ছাড়া ওই সময়ে কোনোভাবেই প্রতিমন্ত্রীর ডিও পাওয়ার সুযোগ ছিল না। এতদ্বসঙ্গে ‘দৈনিক আমার সংবাদ’ পত্রিকার ৩১ জানুয়ারি ২০২২ সংখ্যায় ‘পদোন্নতি পোস্টিংএ ডিও এর ছড়াছড়ি’ শিরোনামে প্রকাশিত সংবাদে বিস্তারিত উল্লেখ রয়েছে।


আরো সংবাদ



premium cement