০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬
`

ড. ইউনূস প্রস্তাবিত রোহিঙ্গা সম্মেলন আয়োজনে পূর্ণ সহায়তা দেবে বাংলাদেশ

প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান নিউ ইয়র্কে জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট রাষ্ট্রদূত ফিলেমন ইয়াংয়ের সাথে সাক্ষাৎ করেন : নয়া দিগন্ত -

রোহিঙ্গা সঙ্কটের টেকসই ও শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রস্তাবিত আন্তর্জাতিক সম্মেলনের রূপরেখা ও উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে ও ইউএনজিএ’র মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার নিউ ইয়র্কে রোহিঙ্গা সঙ্কট ও অগ্রাধিকার বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের প্রতিনিধি ড. খলিলুর রহমান এবং জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতি ফিলেমন ইয়াংয়ের মধ্যে বৈঠকে এ আলোচনা হয়।
চলতি বছর জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে প্রস্তাবটি সর্বসম্মতভাবে গৃহীত হয়। ২০২৫ সালে জাতিসঙ্ঘ এ সম্মেলন আয়োজন করবে। এ সম্মেলনের উদ্দেশ্য হলো রোহিঙ্গা সঙ্কটের একটি টেকসই ও শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করা।
২০২৪ সালের সেপ্টেম্বরে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদে ভাষণ দেয়ার সময় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এ সম্মেলন আয়োজনের প্রস্তাব দেন।
ড. রহমান সম্মেলন আয়োজনে জাতিসঙ্ঘকে পূর্ণ সহায়তা দিতে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

তিনি রাষ্ট্রদূত ইয়াংকে এ সম্মেলন এবং এর সম্ভাব্য ফলাফল নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্রমবর্ধমান আগ্রহের কথা অবহিত করেন।
তিনি ইউএনজিএ সভাপতিকে এ অঞ্চলের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর টেকসই প্রত্যাবাসন নিশ্চিতে সব অংশীজনকে সম্পৃক্ত করার ক্ষেত্রে বাংলাদেশের সক্রিয় প্রচেষ্টার কথা তুলে ধরেন।
আলোচনায় আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য প্রত্যাবাসনের গুরুত্বের ওপর জোর দিয়ে রোহিঙ্গা জনগোষ্ঠীকে অচিরেই তাদের নিজ ভূমিতে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরুর প্রয়োজনীয়তার ওপর জোর দেয়া হয়। ইউএনজিএ সভাপতি ইয়াং গুরুত্বপূর্ণ বৈশ্বিক সঙ্কট নিরসনে জাতিসঙ্ঘের কার্যক্রমে বাংলাদেশের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন।
এ আন্তর্জাতিক সম্মেলনের আহ্বায়ক হিসেবে ইয়াং এ সঙ্কট সমাধানে সর্বাধিক অংশগ্রহণ ও একটি বাস্তবমুখী ফল নিশ্চিতে তার পূর্ণ সহায়তার প্রতিশ্রুতি দেন।

 

 


আরো সংবাদ



premium cement
হাসিনাকে ফেরত দেয়ার বিষয়ে যা বলল ভারত অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাই বড় চ্যালেঞ্জ কারওয়ান বাজার এলাকার শীর্ষ চাঁদাবাজ রাসেল জমাদ্দার গ্রেফতার ঢাকার হ্যাটট্রিক হার, খুলনার দ্বিতীয় জয় খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে ভারতীয় গণমাধ্যমে ‘বিভ্রান্তিকর’ প্রতিবেদন খতমে নবুওয়ত না মানলে ঈমান থাকবে না : মুফতি সাইফুল ইসলাম শেষ নবীর খোঁজে জনকল্যাণমূলক সরকার গঠনে দেশ উপকৃত হবে : জামায়াত আমির রাঙ্গামাটির বন্দুকভাঙ্গা রেঞ্জে ইউপিডিএফের ২ ক্যাম্পের সন্ধান খালেদা জিয়ার গাড়িবহরে হামলায় জড়িত ছাত্রলীগ নেতা গ্রেফতার লাদাখের ভূখণ্ড নিয়ে ২ নতুন প্রদেশ চীনের, তীব্র প্রতিবাদ ভারতের

সকল