০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

জাতীয় প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

জাতীয় প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত -

জাতীয় প্রেস ক্লাবের ২৫তম দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ক্লাব অডিটোরিয়ামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া।
কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভা শুরুর পর গত এক বছরে যেসব সদস্য ইন্তেকাল করেছেন তাদের এবং জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের রূহের মাগফেরাত কামনা করে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
এরপর সাধারণ সম্পাদকের রিপোর্ট উপস্থাপন করেন সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। এক বছরের আয়-ব্যয়ের হিসাব প্রতিবেদন পেশ করেন কোষাধ্যক্ষ বখতিয়ার রানা। এরপর সভাপতি হাসান হাফিজ সভায় উপস্থিত সদস্যদের রিপোর্ট পেশের আলোকে বক্তব্য প্রদানের আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, আবদুল হাই শিকদার, কাদের গনি চৌধুরী, মাসুমুর রহমান খলিলী, এ কে এম মহসীন, শাহনাজ বেগম পলি ও মোহাম্মদ মোমিন হোসেন।
সাধারণ সম্পাদক ও কেষাধ্যক্ষের রিপোর্টের ওপর মোট ১৫ জন সদস্য আলোচনায় অংশ নেন। তারা হলেন মীর লুৎফুল কবীর সাদী, সরদার ফরিদ আহমদ, মুহাম্মদ খায়রুল বাশার, নুরুদ্দিন আহমেদ, বাছির জামাল, শাহীন হাসনাত (আবুল হাসনাত মোহাম্মদ ওবায়দুল্লাহ), শহীদুল ইসলাম, রাশেদুল হক, আলী মামুদ, সৈয়দ তোশারফ আলী, মোহাম্মদ কামরুজ্জামান, আবুল কালাম, রোজী ফেরদৌস, খুরশীদ আলম ও মোহাম্মদ শহিদুল ইসলাম।

সদস্যরা মেট্রোরেল স্টেশনের নাম বাংলাদেশ সচিবালয় পরিবর্তন করে অবিলম্বে প্রেস ক্লাব স্টেশন করার জোর দাবি জানান। তারা বলেন, মেট্রোরেল নির্মাণকালে জাতীয় প্রেস ক্লাব অবকাঠামো এবং ক্লাবের স্বাভাবিক কার্যক্রমের ব্যাপক বিঘœ ও ক্ষতি হয়েছে। এরপরও স্টেশনের নাম প্রেস ক্লাবের নামে না হওয়ায় সদস্যরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এ ব্যাপারে অবিলম্বে পদক্ষেপ গ্রহণের জন্য ক্লাবের ব্যবস্থাপনা কমিটির প্রতি আহ্বান জানানো হয়।
আলোচনায় সদস্যরা দ্রুত নতুন সদস্য পদ প্রদান, রান্নাঘরের পরিবেশ উন্নয়ন, সদস্য কল্যাণ তহবিল থেকে এককালীন তিন লাখ থেকে পাঁচ লাখ টাকা প্রদান, ডামি নির্বাচনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, গেস্ট রুমে সদস্যদের উপস্থিতি ছাড়া বহিরাগতদের সার্ভিস না দেয়া, প্রেস ক্লাবে একটি পূর্ণাঙ্গ মসজিদ নির্মাণের দাবি জানান।
এ ছাড়া অতিরিক্ত সাধারণ সভায় (ইজিএম) যে সব সিদ্ধান্ত হয়েছে তার বাস্তবায়ন, হেলথ কর্নার স্থাপন, অসাংবাদিক সদস্যদের সদস্যপদ বাতিল এবং সিনিয়র সাংবাদিকদের সদস্য পদ প্রদান, বহিরাগতদের প্রেস ক্লাবে প্রবেশ নিয়ন্ত্রণ এবং সিকিউরিটি জোরদার করা, মিলনায়তন সংস্কার করে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে নামকরণেরও দাবি জানান।
সভাপতি হাসান হাফিজ সদস্যদের পেশকৃত প্রস্তাবগুলো গুরুত্ব সহকারে বিবেচনা ও বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।


আরো সংবাদ



premium cement
রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তুপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার সম্মিলিত কল্যাণমুখী সরকার দেশের কল্যাণ আনবে : ডা: শফিক ছাত্রদলকে পড়ায় মনোযোগী হতে বললেন মির্জা ফখরুল বিএফআইইউ প্রধান হতে এস আলম ও আ’লীগের সুবিধাভোগীদের দৌড়ঝাঁপ পদ ছাড়াই রূপালী ব্যাংকে ঢালাও পদোন্নতির প্রক্রিয়া শুরু ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন নিম্ন আদালতের ৫০ বিচারক দুপুরে সূর্য উঁকি দিলেও রাত কেটেছে প্রচণ্ড ঠাণ্ডায় শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতিক্রিয়া পাওয়া যায়নি : পররাষ্ট্র উপদেষ্টা

সকল