০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

দূতাবাসের সত্যায়ন ছাড়া বহির্গমন ছাড়পত্র দেবে না জনশক্তি ব্যুরো

১ জানুয়ারি থেকে নতুন নিয়ম
-

বিদেশের বাংলাদেশ দূতাবাসের সত্যায়ন (অ্যাটাসস্টেশন) ছাড়া শ্রমিকদের আর বহির্গমন ছাড়পত্র দেবে না জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো। তবে একের অধিক শ্রমিক প্রেরণে অনুমোদিত চাহিদাপত্রে দূতাবাস কর্তৃক সত্যায়িত না থাকলে সে ক্ষেত্রে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে বিবেচনা করা হবে। নতুন বছরের প্রথম দিন থেকেই (১ জানুয়ারি ২০২৫) জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃপক্ষ এই নিয়ম কার্যকর করতে যাচ্ছে।
এ দিকে গত কয়েক দিন ধরে ‘একক ভিসায় সত্যায়ন ছাড়া বহির্গমন ছাড়পত্র নয়’ এমন সংবাদ প্রায় ৩ সহস্রাধিক জনশক্তি ব্যবসায়ীর মধ্যে ছড়িয়ে পড়লে তাদের মধ্যে এক ধরনের অজানা আশঙ্কার পাশাপাশি আতঙ্কও তৈরি হয়। তাদের কেউ কেউ বলছেন, এই মুহূর্তে সৌদি আরবের শ্রমবাজারে বেশি লোক যাওয়া ছাড়া আর কোনো দেশেই যাচ্ছে না। এর মধ্যে মালয়েশিয়া, ইউএই, ওমান, বাহরাইনসহ শ্রমবান্ধব দেশগুলো বন্ধ হয়ে আছে। শ্রমবান্ধব দেশগুলোতে বসবাসকারী বাংলাদেশীদের (আত্মীয়স্বজন) মাধ্যমেই কিন্তু একক ভিসার চাহিদাপত্র আসছে। এসব চাহিদাপত্রে বাংলাদেশ দূতাবাসের সত্যায়ন করানো লাগতো না। এখন একক ভিসার অধিক দূতাবাসের সত্যায়ন বাধ্যতামূলক করার কারণে বিদেশের বিভিন্ন দেশের শ্রমবাজার সঙ্কুচিত হতে পারে বলে মনে করছেন তারা।
যদিও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর দায়িত্বশীল কর্মকর্তারা গতকাল নয়া দিগন্তকে এই প্রসঙ্গে বলছেন, সত্যায়ন সিস্টেম চালু হলে শ্রমবাজারে স্বচ্ছতা ফিরে আসবে। তবে শুরুর দিকে এ নিয়ে কিছুটা সমস্যা হই চই দেখা দিতে পারে। কিন্তু দূতাবাসের সত্যায়ন না থাকার কারণে ওই সব দেশে গিয়ে এখন বিপদে পড়েছেন এমন শ্রমিকের সংখ্যা অনেকটা কমে আসবে। এখন দেখা যাক, এই নিয়ম বিএমইটি থেকে কার্যকর হওয়ার পর সার্বিক পরিস্থিতি কী দাঁড়ায় ?

গতকাল দুপুরের পর প্রবাসী কল্যাণ ভবনের সামনে এ প্রসঙ্গে কথা হয় বায়রার সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল (১) ও মেসার্স এলিগ্যান্টস ওভারসিস লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ মিজানুর রহমানের সাথে। তিনি নয়া দিগন্তকে বলেন, আমরা মৌখিকভাবে বিভিন্নভাবে জানতে পেরেছি, আগামী ১ জানুয়ারি ২০২৫ সাল থেকে সৌদি আরব, কাতার, কুয়েত, জর্ডান, ইতালি, ক্রোয়েশিয়া, রোমানিয়া, মালয়েশিয়াসহ বিশ্বের যতগুলো শ্রমবান্ধব দেশ রয়েছে সেই সব দেশ থেকে একের অধিক শ্রমিক প্রেরণের চাহিদায় দূতাবাসের সত্যায়ন বাধ্যতামলূক লাগবে। তিনি বলেন, সরকার বহির্গমন ছাড়পত্র দেয়ার ক্ষেত্রে নতুন যেই নিয়ম চালু করতে যাচ্ছে সেটিকে আমি সমীহ করি। তবে পাইপলাইনে নতুন কাজ সংগ্রহ করার ক্ষেত্রে আমরা সবাই গুরুত্ব দেবো। মাথায় রাখবো। কিন্তু ইতোমধ্যে যেসব চাহিদাপত্র প্রক্রিউরমেন্ট হয়ে গেছে (ডিমান্ড ও ওকালা) সেগুলো যদি বাধাগ্রস্ত হয় তাহলে আমরা এই খাতের ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত হবো। কারণ এই খাতে আমাদের কোটি কোটি টাকা বিনিয়োগ হয়ে গেছে। এখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট উপদেষ্টার উচিত হবে, আমাদের এই বিষয়টি মানবিকভাবে বিবেচনা করা।
গতকাল দুপুরে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালকের দফতরে খোঁজ নিতে গেলে সেখানের গেটে সাঁটানো ২০১৭ এর বিধি ৬ এর (১) ও !২) এ সত্যায়ন বিষয়ক নির্দেশনায় বলা হয়েছে, অভিবাসীর সংখ্যা অনধিক ২৫ জন হলে সংশ্লিষ্ট বাংলাদেশ মিশন কর্তৃক সত্যায়িত চাহিদাপত্র পরীক্ষা এবং প্রক্রিয়াকরণ এবং অভিবাসীর সংখ্যা ২৫ জনের অধিক হলে অথবা চাহিদাপত্র মিশন বা দূতাবাস কর্তৃক সত্যায়িত না হলে সরকার কর্তৃক অনুমোদিত চাহিদাপত্র প্রক্রিয়াকরণ করা যাবে। এই নির্দেশনা মেনে চলার জন্য সবাইকে (রিক্রুটিং এজেন্সি) অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও ওই নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

এই প্রসঙ্গে জানতে গতকাল পরিচালক (অর্থ ও কর্মসংস্থান) মো: মাসুদ রানার সাথে তার দফতরে যোগাযোগ করা হলে তিনি নয়া দিগন্তকে বলেন, মূলত শ্রমবাজারে স্বচ্ছতা আনার লক্ষ্যে এই নিয়ম সরকার চালু করেছে। এ ব্যাপারে আমাদের কাছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থাণ মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা দেয়া হয়েছে। আমরা শুধু সরকারের নির্দেশনা বাস্তবায়ন করবো।
গতকাল এ বিষয়ে জানতে পরিচালক (বহির্গমন) সরদার মামুনের সাথে যোগাযোগ করা হলে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর একাধিক কর্মকর্তা নয়া দিগন্তকে নাম না প্রকাশ করার শর্তে বলেন, এখনো এ সংক্রান্ত কোনো অফিসিয়াল নির্দেশনা আমাদের কাছে আসেনি। আগে আসুক। এর পর তারা বলেন, আজকে বিদেশে গিয়ে যেসব শ্রমিক সমস্যায় আছেন তাদের বেশির ভাগই কিন্তু অসত্যায়িত ভিসায় গিয়ে বিপদে পড়েছেন। কাজ পাচ্ছেন না, বেতন পাচ্ছেন না। এখন সরকার চাচ্ছে এসব অনিয়ম কমে আসুক। এক প্রশ্নের উত্তরে তারা বলেন, নতুন নিয়ম চালু হলে শুরুতে কিছুটা সমস্যা হলেও পরবর্তীতে এই সেক্টরে স্বচ্ছতা ফিরে আসবে বলে আশা করছি।
এই প্রসঙ্গে রৌমারী ওভারসিসের ব্যবসায়িক পার্টনার আব্দুল গাফ্ফার গতকাল বিকেলে কাকরাইলের বিএমইটি কার্যালয়ের সামনে নয়া দিগন্তের প্রতিবেদককে বলেন, একের অধিক শ্রমিক প্রেরণের চাহিদায় দূতাবাসের সত্যায়ন বাধ্যতামূলক করা সংক্রান্ত নিয়ম চালু হলে আমাদের ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়তে পারে। অতীতে কিন্তু এ নিয়ে একাধিক সিদ্ধান্ত হলেও সেটি আবার পরিবর্তন হয়েছিল। বাংলাদেশ সরকার নতুন নিয়মটি গেজেট আকারে ইতোমধ্যে প্রকাশ করেছে- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, জনগণের ভালোর জন্য যেকোনো সিদ্ধান্তই পরিবর্তন হতে পারে বলে তিনি মনে করেন।


আরো সংবাদ



premium cement
রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তুপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার সম্মিলিত কল্যাণমুখী সরকার দেশের কল্যাণ আনবে : ডা: শফিক ছাত্রদলকে পড়ায় মনোযোগী হতে বললেন মির্জা ফখরুল বিএফআইইউ প্রধান হতে এস আলম ও আ’লীগের সুবিধাভোগীদের দৌড়ঝাঁপ পদ ছাড়াই রূপালী ব্যাংকে ঢালাও পদোন্নতির প্রক্রিয়া শুরু ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন নিম্ন আদালতের ৫০ বিচারক দুপুরে সূর্য উঁকি দিলেও রাত কেটেছে প্রচণ্ড ঠাণ্ডায় শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতিক্রিয়া পাওয়া যায়নি : পররাষ্ট্র উপদেষ্টা

সকল