দ্রুততম বুলেট ট্রেন চীনে
- নয়া দিগন্ত ডেস্ক
- ৩১ ডিসেম্বর ২০২৪, ০১:১২
বিশ্বের দ্রুততম বুলেট ট্রেনের পরীক্ষামূলক সংস্করণ গত রোববার উন্মুক্ত করেছে চীন। এটি ঘণ্টায় সর্বোচ্চ ৪৫০ কিলোমিটার গতিতে চলতে পারবে। এর নাম রাখা হয়েছে সিআর ৪৫০। দ্রুতগতির এই ট্রেন চীনের পরিবহন খাতে গতি, জ্বালানি দক্ষতা ও উন্নত ব্রেকিং প্রযুক্তির উল্লেখযোগ্য অগ্রগতি তুলে ধরেছে। বার্তা সংস্থা জানিয়েছে, সিআর ৪৫০ ট্রেনটি বাণিজ্যিকভাবে ৪০০ কিলোমিটার গতিতে পরিচালিত হবে। ট্রেনের জ্বালানি দক্ষতাও উন্নত করা হয়েছে, যেখানে চলার সময় গতিরোধী শক্তি ২২ শতাংশ কমানো হয়েছে এবং তুলনামূলক ওজন ১০ শতাংশ কমেছে।
ট্রেনের ভেতরকার শব্দের মাত্রা ২ ডেসিবেল কমানো হয়েছে এবং যাত্রীর বসার স্থান ৪ শতাংশ বাড়ানো হয়েছে। এই ট্রেনটিতে নিয়ন্ত্রণ, চালকের ইন্টারফেস, নিরাপত্তা পর্যবেক্ষণেও এসেছে নতুনত্ব। চায়না রেলওয়ে জানিয়েছে, এই প্রোটোটাইপের উৎপাদন ২০২৪ সালে শুরু হয়েছিল। উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহার করা হয়েছে উন্নত বুদ্ধিমত্তাসম্পন্ন প্রযুক্তি। সিনহুয়া।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা