যুদ্ধবিরতি নিয়ে হামাসের সাথে কাতারের প্রধানমন্ত্রীর বৈঠক
- নয়া দিগন্ত ডেস্ক
- ৩০ ডিসেম্বর ২০২৪, ০২:৩১
গাজায় যুদ্ধ বন্ধে একটি ‘স্পষ্ট ও সমন্বিত’ যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল-থানি। এদিকে গাজা শহরের আল-ওয়াফা হাসপাতালে ইসরাইলি সামরিক বাহিনীর হামলায় অন্তত সাতজন নিহত এবং আরো কয়েকজন আহত হয়েছে বলে গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে। এর একদিন আগে উত্তর গাজার শেষ চলমান হাসপাতাল কামাল আদওয়ানে ব্যাপক অভিযান চালানোর পর সেখানে বেশ কিছু স্থাপনা পুড়িয়ে দেয় ইসরাইলি বাহিনী। এএফপি ও আলজাজিরা।
অন্য দিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ঠাণ্ডায় জমে মৃত্যু হওয়া নবজাতককে নিয়ে আর্তনাদ করতে দেখা গেছে এক ফিলিস্তিনি বাবাকে। ফিলিস্তিনি অধিকারকর্মী আব্দুল হাকিমের ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, সন্তানের নিথর দেহ নিজের বাহুতে ধরে রেখেছেন তিনি। এই বাবা তার সন্তানকে মধ্য গাজার আল-আকসা শহীদ হাসপাতালে নিয়ে এসেছিলেন। কিন্তু তারা তাকে বাঁচাতে পারেনি। তিনি জানিয়েছেন, হাসপাতালের চিকিৎসকরা এখন তার অন্য সন্তানকে বাঁচানোর চেষ্টা করছে।
এর আগে কাতারের রাজধানী দোহায় শনিবার অনুষ্ঠিত বৈঠকে হামাসের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনটির সিনিয়র নেতা খলিল আল-হাইয়া। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। কাতারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করছেন প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান। যুদ্ধবিরতি আলোচনার মধ্যস্থতা নিয়ে কয়েক মাস ধরে অচলাবস্থা চলে আসছিল। এখন মধ্যস্থতার সাথে প্রকাশ্যে কাতার প্রধানমন্ত্রীর যুক্ত হওয়ার বিষয়টি তার জন্য অস্বাভাবিক ঘটনাই বটে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘বৈঠকে গাজায় যুদ্ধবিরতি আলোচনার সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ অঞ্চলে চলমান যুদ্ধের সমাপ্তি টানতে একটি স্পষ্ট ও সমন্বিত চুক্তি নিশ্চিত করতে এ প্রক্রিয়াকে কিভাবে এগিয়ে নেয়া যায়, সে উপায় নিয়ে আলোচনা হয়েছে।’ যুক্তরাষ্ট্রে গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়লাভের পর চলতি মাসের শুরুর দিকে কাতারের প্রধানমন্ত্রী আশা ব্যক্ত করে বলেছিলেন, যুদ্ধবিরতির আলোচনায় ‘গতি’ ফিরেছে। দোহা ফোরামের রাজনৈতিক সম্মেলনে তিনি বলেন, ‘নির্বাচনের পর আমরা অনুভব করেছি, গতি ফিরে আসছে।’
কাতারের প্রধানমন্ত্রী আরো বলেন, ‘ভবিষ্যৎ ট্রাম্প প্রশাসন একটি চুক্তিতে উপনীত হতে ব্যাপক উৎসাহ দিয়েছে, এমনকি প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার আগেই যাতে সেটা হয়।’ গাজায় যুদ্ধবিরতি ও বন্দীমুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও মিসরের পাশাপাশি কয়েক মাস ধরে আলোচনা চালিয়ে যাচ্ছে আরব উপসাগরীয় অঞ্চলের দেশ কাতার, যদিও তা আলোর মুখ দেখেনি। এ পরিস্থিতিতে নভেম্বরে মধ্যস্থতার ভূমিকা থেকে সরে আসার ঘোষণা দেয় দোহা। সে সময় তারা বলেছিল, হামাস ও ইসরাইল যখন সদিচ্ছা ও আন্তরিকতা দেখাবে, তখন আবার আলোচনা শুরু হবে। কিন্তু চলতি মাসে হামাস ও ইসরাইলের সাথে অনানুষ্ঠানিক আলোচনার আয়োজন করে দোহা।
ইসরাইলে বিরল হামলা : এ দিকে ইসরাইলি হামলায় প্রায় ধ্বংসপ্রাপ্ত গাজা থেকে ইসরাইলের দুই গুরুত্বপূর্ণ স্থাপনায় দূরপাল্লার রকেট দিয়ে হামলার বিরল ঘটনা ঘটেছে। গাজার বেইত হানুন থেকে শনিবার জেরুসালেম অঞ্চলের দিকে ছোড়া দুটি রকেট হামলা প্রতিহত করার দাবি করেছে ইসরাইলি বিমান প্রতিরক্ষা বাহিনী। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দুটি রকেটই সফলভাবে নিক্ষেপ করা হয়েছে, তবে ইসরাইলে আঘাত করার আগেই এগুলো প্রতিহত করা হয়েছে।
হামাসের ওই হামলার সময় বেইত শেমেশ এবং আশপাশের অসংখ্য শহরে, পাশাপাশি গাজার কাছাকাছি কয়েকটি এলাকায়ও হামলার সাইরেন বেজে ওঠে। হামাস সর্বশেষ গত বছরের আগস্টে তেলআবিবে দূরপাল্লার রকেট হামলা চালিয়েছিল। এক বছরেরও বেশি সময় ধরে জেরুসালেম এলাকায় আর হামলা চালায়নি হামাস। রকেট ছোড়ার পর, আইডিএফ বেইত হ্যানউন এলাকায় বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার সতর্কতা জারি করে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা