শেরপুরে স্বামী-স্ত্রী ও ভাইবোনসহ নিহত ৫
অন্যান্য স্থানে প্রাণ গেল আরো ৪ জনের- নয়া দিগন্ত ডেস্ক
- ৩০ ডিসেম্বর ২০২৪, ০২:২৬
সড়ক দুর্ঘটনায় শেরপুরে গতকাল স্বামী-স্ত্রী ও ভাইবোনসহ পাঁচজন নিহত এবং দু’জন হয়েছেন। বাস ও সিএনজি চালিত অটোর সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। এ ছাড়া অন্যান্য স্থানে পৃথক দুর্ঘটনায় আরো চারজন নিহত হয়েছেন।
শেরপুর প্রতিনিধি জানান, শেরপুরে বাস ও সিএনজি চালিত অটোর সংঘর্ষে ঘটনাস্থলেই চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরো দু’জন। রোববার বেলা সাড়ে এগারোটার দিকে শেরপুর-ঢাকা মহাসড়কের ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকার জোড়া পাম্পসংলগ্ন এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হচ্ছেন- সিএনজি চালক লোকমান হোসেন (৩৮), যাত্রী অবসরপ্রাপ্ত শিক্ষক মোখলেছুর রহমান (৭৮), তার স্ত্রী উম্মে কুলসুম (৬৫), কামরুজ্জামান বাবু (২৮), তার ছোট বোন মাইশা তাসলিমা মীম (২২)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার বেলা সাড়ে ১১টার দিকে নকলা থেকে ছেড়ে আসা শেরপুরগামী সিএনজি ও কুড়িগ্রামের রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাস রিফাত পরিবহন শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভাতশালা জোড়া পাম্প এলাকায় পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে চালকসহ ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। এ সময় স্থানীয়রা দ্রুত গুরুতর আহত অপরজনকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।
এ ঘটনায় ওসি জুবায়েদুল আলম পাঁচজন নিহতের ঘটনা নিশ্চিত করেছেন। বাস আটক রয়েছে। শেরপুর-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
জকিগঞ্জ (সিলেট) সংবাদদাতা জানান, সিলেটের জকিগঞ্জে বেপরোয়া বাসচাপায় আবির হোসেন বাবু (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। রোববার সকালে জকিগঞ্জ উপজেলার ৭ নম্বর বারঠাকুরী ইউনিয়নের জকিগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের আব্দুল মতিন কনভেনশন হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবির হোসেন বাবু জকিগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের বাহার উদ্দিনের ছেলে এবং গনীপুর কামালগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র। মর্মান্তিক এ ঘটনার পর থেকে বেলা ২টা পর্যন্ত উত্তেজিত ছাত্র-জনতা জকিগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রেখেছে।
জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, দুর্ঘটনার খবর শোনে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরিস্থিতি শান্ত হলে এ ঘটনায় কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নরসিংদী প্রতিনিধি জানান, নরসিংদীর বেলাবতে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে উপসহকারী প্রকৌশলী মো: ফয়সাল মোল্লা (৩১) নিহত হয়েছেন। রোববার দুপুরে বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের বটেশ্বর গ্রামের চানু মিয়ার বাড়ি সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফয়সাল শিবপুর উপজেলার ধানুয়া গ্রামের ফারুক মোল্লার ছেলে। বেলাব উপজেলা প্রকৌশলী অফিসের উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। ২০২২ সালে বেলাব উপজেলা প্রকৌশলী অফিসে উপসহকারী প্রকৌশলী পদে যোগদান করেছিলেন তিনি।
জানা গেছে, উপসহকারী প্রকৌশলী ফয়সাল মোল্লা অফিসিয়াল কাজে মোটরসাইকেলযোগে বটেশ্বর গ্রামে যাচ্ছিলেন। বটেশ্বর গ্রামের চানু মিয়ার বাড়ি সংলগ্ন স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্র ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় প্রকৌশলী ফয়সাল রাস্তার পাশে ছিটকে পড়েন। স্থানীয়রা আহতাবস্থায় তাকে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের গফরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত অয়ন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত যুবক অয়ন উপজেলার যশরা ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত সংগ্রাম হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে উপজেলার গফরগাঁও-রসুলপুর সড়কের পুখুরিয়া ময়নার মোড় এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তালগাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয় অয়ন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় অয়ন মারা যায়।
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা সেতু এলাকায় অ্যাম্বুলেন্স ও সিএনজি বেবি ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছে। আহত হয়েছেন আরো পাঁচজন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল রোববার বিকেলে মহাসড়কের মেঘনা সেতুর প্রবেশমুখে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আছিয়া খাতুন (৬০)। নিহতের ঠিকানা জানা যায়নি। আহত একজনের পরিচয় জানা গেছে, তিনি হলেন আলেয়া খাতুন (৬০)। তিনি বরিশাল পিরোজপুরের নাজিরপুরের রঘুনাথপুর গ্রামের মৃত মান্নান মিয়ার স্ত্রী। বাকিদের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা