সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কিছু সংস্কার চায় জামায়াত : গোলাম পরওয়ার
- খাদেমুল বাবুল, জামালপুর
- ৩০ ডিসেম্বর ২০২৪, ০২:২৬
বাংলাদেশে জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে কিছু কিছু ক্ষেত্রে সংস্কার চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। সেই সব বিষয়ে সংস্কার করতে যে পরিমাণ সময়ের প্রয়োজন সেইটুকু দিতে জামায়াত ইসলামীসহ দীর্ঘ সাড়ে ১৫ বছর যেসব রাজনৈতিক দল নির্দলীয় নিরপেক্ষ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যুগপৎ তারাও দ্বিমত করেননি। তিনি আরো বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে দুই হাজারের অধিক মানুষ শহীদ ও ৩০ হাজার মানুষ আহত হয়েছেন। অনেকে পঙ্গুত্ববরণ করেছেন। আমরা তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাই। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা আন্দোলনে শাহাদতবরণকারী সব মানুষের পরিবারের সাথে সাক্ষাৎ করার চেষ্টা করেছেন। তাদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে আমরা নতুনরূপে গড়তে চাই। যে কারণে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজন অতীব জরুরি। যেই নির্বাচনে সাড়ে ১৫ বছর এ দেশের ভোটবঞ্চিত ভোটাররা তাদের ভোট দিতে পারবেন। ওই পরিমাণ সংস্কার করে দ্রুত অন্তর্বর্তী সরকার নির্বাচনের একটি রোড ম্যাপ দিবেন এটাই দাবি আমাদের।
তিনি বলেন, শেখ মুজিব সারা জীবন যে গণতন্ত্রের জন্য কথা বলেছেন, সেই শেখ মুজিবের হাত দিয়েই গণতন্ত্র হত্যার কাজ শুরু করা হয়েছে। আর গত সাড়ে ১৫ বছর তার কন্যা শেখ হাসিনা দ্বিতীয়বার গণতন্ত্র হত্যা করে ক্ষমতা থেকে নেমে আসার সিঁড়ি সরিয়ে দিয়েছেন। তিনি তার বোন রেহেনা, ভাগনি টিউলিপ ও ছেলে জয় মিলে হাজার হাজার কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। ২০০৯ সালের ২৮ অক্টোবর শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ-ছাত্রলীগের সন্ত্রাসীরা লগি-বৈঠা দিয়ে সাপের মতো পিটিয়ে জামায়াত-শিবিরের ৯জন নেতাকর্মীকে হত্যা করেছে। তারা লাশের উপর নৃত্য করেছে।
শেখ হাসিনা বাংলাদেশ শাসন করেছে। সে কর্তৃত্ববাদী, ফ্যাসিবাদী, স্বৈরশাসক ছিল। তারা জনগণের সব অধিকার, বাক স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার মিডিয়ার স্বাধীনতা, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, শিক্ষাজীবন, ধর্মীয় মূল্যবোধ সব কিছু তছনছ করে দিয়েছে। বাংলাদেশের মানুষ ২০১৪, ১৮ এবং ২৪ সালের ভোট দিতে পারেনি, বাংলাদেশের মানুষ আর এ রকম নির্বাচন হতে দিবে না। বিগত সরকার তথাকথিত যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বানিয়ে আমাদের নিরপরাধ পাঁচজন শীর্ষ নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। ইসলামকে ধ্বংস করার জন্য এ দেশের আলেম-ওলামাদের গ্রেফতার করে জেলহাজতের নির্যাতন করেছে। হাজার হাজার মানুষকে গ্রেফতার জেলেপুড়ে তার ক্ষমতা পাকাপোক্ত করতে চেয়েছিল ।
শেখ হাসিনা ২০০৮ সালে ক্ষমতায় গিয়ে ক্ষমতার সিঁড়ি গণতন্ত্রকে হত্যা করেছে। তিনি নিজের হাতে ক্ষমতা থেকে নেমে আসার পথ রুদ্ধ করেছিলেন। যে কারণে ক্ষমতা থেকে নেমে আসার রাস্তা বন্ধ হয়ে ছিল। যার জন্য গত ৫ আগস্ট ধপাস করে ভারতের মাটিতে পড়ে গেছেন তিনি। এখন তিনি ভারতে বসে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছেন ।
দুপুরে ইসলামপুর উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামপুর উপজেলা শাখা আয়োজিত ইউনিট দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন। পরে তিনি সাংবাদিকদের সাথে একান্তে কথা বলেন। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সব দলসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীও নির্বাচনের একটি রোডম্যাপ চায়।
আগামী ২০২৫ সাল বাংলাদেশে যেমন একটি টার্নিং পয়েন্ট তেমনি জামায়াতের জন্যেও বছরটি টার্নিং পয়েন্ট।
দেশের সর্বত্র ফ্যাসিবাদের দোসররা এখনো জেঁকে আছে। সংস্কারে সময় লাগবে। সব সংস্কার অন্তর্বর্তী সরকার শেষ করতে পারবেন না। নির্বাচন সংক্রান্ত সংস্কার করে নির্বাচন দিতে হবে। নির্বাচিত সরকার বাকি সংস্কার এগিয়ে নেবে তিনি আশাবাদ ব্যক্ত করেন। নির্বাচনের প্রয়োজনীয় সংস্কারের জন্যে এ সরকারকে সময় দিতে হবে, তবে তা দীর্ঘ হওয়া উচিত নয় বলে মনে করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. ছামিউল হক ফারুকী, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও জামালপুর জেলা শাখার সাবেক আমির অ্যাডভোকেট মুহাম্মদ নাজমুল হক সাঈদী, জেলা আমির মাওলানা আব্দুস সাত্তার, সেক্রেটারি আব্দুল আউয়াল, নায়েবে আমির অধ্যাপক খলিলুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামপুর উপজেলা শাখা আয়োজিত ইউনিট সম্মেলন সভাপতিত্ব ইসলামপুর উপজেলা জামায়াতের আমির রাশেদুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু মুছা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা