০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬
`
অর্ধেক মার্কিনির অভিমত

যুক্তরাষ্ট্রে বৈধ অভিবাসন বর্তমান স্তরে রাখা উচিত

-

প্রতি বছর যুক্তরাষ্ট্রে প্রায় ১০ লাখ অভিবাসী বৈধ স্থায়ী বাসস্থান (গ্রিন কার্ড) পায়। দেশটির অর্ধেক নাগরিকের অভিমত এ সংখ্যা আর বৃদ্ধি করা উচিত নয়। কমানোর পক্ষে নন তারা। বরং মার্কিনীরা চিকিৎসক, প্রকৌশলী, তথ্যপ্রযুক্তিতে অভিজ্ঞদের অভিবাসন দেয়ার ব্যাপারে অগ্রাধিকার দিতে বলেছেন। পিউ রিসার্চ সেন্টারের এক সমীক্ষা অনুসারে এসব তথ্য উঠে এসেছে।
যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসনে খুব একটা উৎসাহী নন। ১৮ থেকে ২৯ বছর বয়সী ৫০ শতাংশ আমেরিকান বলছেন, আইনি অভিবাসন বাড়ানো উচিত। ৪১ শতাংশ ডেমোক্র্যাট এবং ডেমোক্র্যাট সমর্থকরা এ বিষয়ে সমর্থন দিলেও ২০ শতাংশ রিপাবলিকান ও তাদের সমর্থকরা তা সমর্থন করেন। ৪৬ শতাংশ এশীয় আমেরিকানও আইনি অভিবাসন বাড়ানোর পক্ষে। শ্বেতাঙ্গদের ২৭ শতাংশ, কৃষ্ণাঙ্গদের ৩০ শতাংশ এবং হিস্পানিকদের ৩২ শতাংশ তা সমর্থন করেন।

আমেরিকানরা অবৈধ অভিবাসন সম্পর্কে কী ভাবেন?
আমেরিকানদের একটি সংখ্যাগরিষ্ঠ অংশ মনে করেন, কিছু প্রয়োজনীয়তা পূরণ করা হলে অনথিভুক্ত অভিবাসীদের বৈধভাবে দেশে থাকার একটি উপায় থাকা উচিত। বিশেষ করে উচ্চ-দক্ষ কর্মীদের অন্যান্য অভিবাসীর তুলনায় অগ্রাধিকার পাওয়া উচিত। ১০ জনের মধ্যে ৯ জন আমেরিকান বলেন, উচ্চ-দক্ষ কর্মীদের আইনি অভিবাসনের জন্য অন্তত কিছু অগ্রাধিকার পাওয়া উচিত।
৪২ শতাংশ বলেছেন, বিজ্ঞানী, ডাক্তার, নার্স এবং কম্পিউটার প্রোগ্রামারদের মতো উচ্চ-দক্ষ কর্মীদের মার্কিন যুক্তরাষ্ট্রে বৈধভাবে অভিবাসনের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া উচিত। ২৫ শতাংশ বলেছেন, যারা শ্রমের ঘাটতি পূরণ করেন যেমন কৃষিকর্মী, হোম হেলথ এডস এবং শিশু যতœ কর্মীদের শীর্ষ অগ্রাধিকার দেয়া উচিত। ১৯ শতাংশ বলেছেন, যাদের পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা ইতোমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তাদের শীর্ষ অগ্রাধিকার দেয়া উচিত।
বিপরীতে শুধু ৫ শতাংশ বলেছেন, মার্কিন জনসংখ্যার মধ্যে যাদের ভালোভাবে প্রতিনিধিত্ব করা হয় না তাদের আইনিভাবে অভিবাসনের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া উচিত। প্রকৃতপক্ষে, বেশি রভাগ আমেরিকান (৫৮ শতাংশ) বলেন যে, এই গ্রুপটিকে কোনো অগ্রাধিকার দেয়া উচিত নয়।

মার্কিন যুক্তরাষ্ট্রে বৈধ অভিবাসীরা
প্রায় ১২ লাখ মার্কিন অভিবাসী ২০২৩ সালে গ্রিন কার্ড পেয়েছেন, যা প্রাক-মহামারী স্তরে ফিরে এসেছে। সামগ্রিকভাবে, একই বছর ৪৭.৮ মিলিয়ন অভিবাসী মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করতেন, যাদের অধিকাংশই বৈধভাবে দেশটিতে বসবাস করেন। ২০২২ সালের তুলনায় এর পরের বছর গ্রিন কার্ড পেয়েছেন প্রায় এক লাখ ৫৫ হাজার বেশি। ২০০৭ সাল থেকে, প্রায় এক মিলিয়ন বা তার বেশি অভিবাসী প্রতি বছর একটি গ্রিন কার্ড পেয়েছেন, করোনাভাইরাস মহামারীর বছর ছাড়া।
যুক্তরাষ্ট্রে বেশির ভাগ অভিবাসী পারিবারিক বন্ধনের মাধ্যমে গ্রিন কার্ড পান। ২০২৩ সালে প্রায় সাত লাখ ৫৬ হাজার অভিবাসী পারিবারিক পৃষ্ঠপোষকতার মাধ্যমে তাদের গ্রিন কার্ড পেয়েছেন, যার জন্য সাধারণত তাদের মার্কিন নাগরিকত্বসহ পরিবারের একজন ঘনিষ্ঠ সদস্য থাকা প্রয়োজন। আরো প্রায় এক ৯৭ হাজার কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড পেয়েছেন, যা সাধারণত বিদেশী কর্মীদের কাছে যায়, যারা উচ্চ-দক্ষ বা শ্রমের ঘাটতি পূরণ করেন এবং প্রায় ৬৭ হাজার অভিবাসী বিভিন্ন দেশ থেকে বৈচিত্র্য ভিসায় দেশটিতে যাওয়ার সুযোগ পান।

অস্থায়ী ভিসা
অভিবাসীরাও অস্থায়ী ভিসার মাধ্যমে স্বল্পসময়ের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে বৈধভাবে কাজ করতে পারেন। ২০২৩ সালে, প্রায় সাত লাখ ৫৫ হাজার অত্যন্ত দক্ষ অভিবাসী এইচ ওয়ান ভিসা পেয়েছিলেন, যা সাধারণত এক থেকে তিন বছরের মধ্যে পুনর্নবীকরণ করতে হয়। স্বল্পমেয়াদি মৌসুমি কৃষিকাজের জন্য প্রায় সাত লাখ ১৯ হাজার একই ভিসা পান। ২০১৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় ছয় লাখ দুই হাজার এইচ ওয়ান এবং চার লাখ ৪৩ হাজার এইচ টু ভিসা জারি করে।

 


আরো সংবাদ



premium cement
ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাবি শিক্ষার্থীদের জুতা নিক্ষেপ কর্মসূচি পালন আওয়ামী লীগের রাজনীতি আর দেখতে চাই না : তাসমিয়া প্রধান ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু, হাসপাতালে ৫৬ নাজিরপুরে অবৈধ বিদেশী সিগারেটসহ আ’লীগ নেতা গ্রেফতার ‘ইসরাইল আরো বেশি ফিলিস্তিনিকে হত্যা করতে চায়’ শ্রমজীবী ও মেহনতী মানুষরা দেশ গড়ার কারিগর : শামসুল ইসলাম জাপানের কাছে ৩৬০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের ঢাবির ছাত্রলীগের সজিবকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ গুরুদাসপুরে গুলিবিদ্ধ ভুবন চিল উদ্ধার  রাজধানীতে ছাত্রদল নেতা সারোয়ারের উদ্যোগে বৃক্ষরোপণ নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা সায়েম গ্রেফতার

সকল