০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬
`

ফারাক্কা চুক্তি শেষ হচ্ছে, সরকারকে নড়েচড়ে বসতে হবে : শফিক রেহমান

-

প্রবীণ সাংবাদিক শফিক রেহমান বলেছেন, শেখ মুজিবুর রহমানের আমলে যে ৫০ বছরের চুক্তি (ফারাক্কা চুক্তি) হয়েছিল, সেটি এ বছরই শেষ হয়ে যাচ্ছে; কয়েক দিন পরই। এই সরকারকে নড়েচড়ে বসতে হবে। কেবল অতীতমুখী হওয়া নয়, আমাদের সামনের দিকে তাকাতে হবে। ভবিষ্যতে ছেলেমেয়ে পানি পাবে কি না সেটা দেখতে হবে।
গতকাল রোববার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে সার্বভৌমত্ব আন্দোলন আয়োজিত ‘বিডিআর হত্যাকাণ্ড : বাংলাদেশের সার্বভৌমত্বের কফিনে পেরেক’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শফিক রেহমান বলেন, ‘এতদিন শুনেছি, পদ্মা শুকিয়ে যাচ্ছে। কাল ছবি বের হয়েছে তিস্তাও ধু ধু করছে। আমি নিজেও সেখানে গিয়েছি, বাঁধ দেখেছি। বাংলাদেশের যে বাঁধ বিপর্যয়, সেটি থেকে দেশ যেন মুক্তি পায়, সেটা দেখতে হবে।’
তিনি বলেন, ‘উপদেষ্টাদের অনুরোধ করছি, তারা যেন বাঁধ দেখেন। কারো কথা শুনবেন না, আপনারা যান সেখানে। তরুণরাও যান সেখানে, ফারাক্কা বাঁধ কতটা ক্ষতিকর হতে পারে বাংলাদেশের জন্য সেটা দেখুন। আর আপনারা (সরকার) যে নতুন চুক্তি করবেন, সেটা বিবেচনা করে করবেন।’
প্রবীণ এই সাংবাদিক বলেন, ‘বর্তমান সরকারের কাছে অনুরোধ, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বজায় রাখতে পানি লাগবে। সুতরাং আপনারা তাড়াতাড়ি সেখানে যান।’ তিনি বলেন, ‘বিডিআর হত্যাকাণ্ডের পর আজ যারা বেঁচে আছেন, যাদের আত্মীয়স্বজনরা আছেন, তারা যেন আত্মমর্যাদা ফিরে পান, সেটাও আমাদের দেখতে হবে। শুধু আর্থিক শারীরিক মানসিক নয়, তারা যেন আত্মমর্যাদা ফিরে পায় সেদিকে দেখতে হবে।’ শফিক রেহমান বলেন, ‘শেখ হাসিনা মজ্জাগতভাবে একজন খুনি। অহরহ তিনি শুধু খুনের কথা ভাবেন। এতো বিচারের দরকার কী? রায় দিয়ে দিলেই পারেন। আমি আইন উপদেষ্টাকে বলতে চাই, এত বিচার করতে যাবেন না। কারণ শেখ হাসিনা কী করতে পারেন এটা আমার ভালোই ধারণা আছে। আমার ভয় হয়, তাকে এখানে আনা মানে আরেকটা প্রহসন, আরেকটা তামাশা। আমরা জানি সে খুন করেছে। তার রায় দিয়ে দিন এখনই। কোনো দরকার নেই দীর্ঘায়িত করার।’ আলোচনা সভায় আরো ছিলেন লেফটেন্যান্ট জেনারেল (অব:) আমিনুল করিম, রাজনৈতিক বিশ্লেষক মিনার রশীদ, নিহত বিডিআর সদস্যের সন্তান অ্যাডভোকেট আব্দুল আজিজ, বিডিআর হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তার স্ত্রী সানজানা সানিয়া জোবাইদা, বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি মো: ফয়েজুল আলম প্রমুখ।


আরো সংবাদ



premium cement
গফরগাঁওয়ে ঘোড়ার চড়ে স্কুল শিক্ষকের বিদায় মুন্সিগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আহত ১৪ জনগণের সাথে সম্পৃক্ত হয়ে আইন-শৃঙ্খলা রক্ষা করাই পুলিশের কাজ : সিটিটিসি প্রধান সৌদি আরবে আরো বেশি শিরোপা জিততে চান রোনালদো নির্বাচনের সময় দীর্ঘ হলে ষড়যন্ত্র হতে পারে : গোলাম পরওয়ার ঈশ্বরদীতে নিয়মিত নামাজ আদায়ে ১৮ শিশুকে বাইসাইকেল উপহার ‘শেখ হাসিনা দেশের ক্ষতি ছাড়া কিছুই দিতে পারেনি’ দোয়ারাবাজার সীমান্তে ৬২ বস্তা রসুনসহ আটক ৩ কাশ্মীরে সড়ক দুর্ঘটনায় ৪ সেনা সদস্য নিহত স্বাধীনতার বর্ষপূর্তিতে ৬ হাজার বন্দীকে মুক্তি দেবে মিয়ানমার রমজান ঘিরে রাজধানীর ১০০ পয়েন্টে ন্যায্যমূল্যে ডিম-মুরগি বেচবে বিপিএ

সকল