ভারতের উত্তরপ্রদেশে মসজিদগুলোর লাউডস্পিকার খুলে নিয়েছে পুলিশ
- নয়া দিগন্ত ডেস্ক
- ৩০ ডিসেম্বর ২০২৪, ০২:২৪
ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের উত্তর প্রদেশ রাজ্যের ফিরোজাবাদ জেলায় পুলিশের পক্ষ থেকে একাধিক মসজিদের লাউডস্পিকার সরিয়ে নেয়া হয়েছে। এ ঘটনায় বিতর্ক চরম আকার নিতেই পুলিশ বলছে, জোরে স্পিকার বাজানোর জেরে মসজিদ কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছিল, তাই এ পদক্ষেপ নেয়া হয়েছে।
ফিরোজাবাদের পুলিশ সুপার রবি শঙ্কর প্রসাদ জানান, মসজিদ থেকে উচ্চস্বরে আওয়াজ আসায়, সেই এলাকার অনেকেরই সমস্যা ছিল। তা নিয়ে একাধিকবার অভিযোগও পেয়েছেন তারা। একাধিক অভিযোগ পাওয়ার পরই এ পদক্ষেপ নেয়া হয়। অভিযোগ পাওয়ার পর পুলিশ কিছু মসজিদে লাউডস্পিকারের শব্দ কমিয়ে দেয়, আবার কিছু মসজিদে লাউডস্পিকার সরিয়ে নেয়।
এ বিষয়ে পুলিশ সুপার বলেন, ‘আমরা সব ধর্মের প্রতি সম্মান দেখাই। কিন্তু নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি। কীসে জনসাধারণের সমস্যা হচ্ছে, সেদিকেও নজর রাখতে হবে। এমনকি প্রচণ্ড আওয়াজে শব্দ দূষণও হচ্ছিল। এ পদক্ষেপ আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং শব্দদূষণ নিয়ন্ত্রণের কথা মাথায় রেখেই নেয়া হয়েছে।’ ওই পুলিশকর্তা আরো জানান, শনিবার জেলার একাধিক মসজিদে অভিযান চালানো হয়। যেখানে তারস্বরে মাইক বাজানো হচ্ছিল। সেখানকার মাইকগুলো খুলে নেয়া হয়েছে। পাশাপাশি কিছু মসজিদের মাইকের শব্দ কমানোর নির্দেশ দেয়া হয়েছে। পুলিশের তরফে নির্দেশ দেয়া হয়েছে সমস্ত ধর্মীয় স্থান ও প্রতিষ্ঠানকে শব্দদূষণসংক্রান্ত বিধি মেনে চলার জন্য। যদি তা লঙ্ঘন করা হয় সেক্ষেত্রে আইনানুগ কড়া পদক্ষেপ নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা