০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬
`

‘বুদ্ধিজীবী এবনে গোলাম সামাদকে জাতীয়ভাবে স্বীকৃতি দেয়ার দাবি’

-

রাজশাহীতে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, বিশিষ্ট বুদ্ধিজীবী ও শিক্ষাবিদ প্রফেসর এবনে গোলাম সামাদকে জাতীয়ভাবে স্বীকৃতি দিতে হবে। এটা সময়ের দাবি। এজন্য তাকে একুশে পদক কিংবা স্বাধীনতা পদক দেয়ারও দাবি জানান তারা। বিশিষ্ট বুদ্ধিজীবী ও শিক্ষাবিদ প্রফেসর এবনে গোলাম সামাদের ৯৬তম জন্মদিন উপলক্ষে গতকাল রোববার বিকেলে রাজশাহীতে দৈনিক বার্তা মিলনায়তনে এবনে গোলাম সামাদ গবেষণা কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় তারা এ দাবি জানান।
বক্তারা বলেন, এবনে গোলাম সামাদ বরাবরই ছিলেন একজন নির্মোহ ও প্রচারবিমুখ ব্যক্তিত্ব। তাকে কখনোই কারো দ্বারা প্রভাবিত হতে দেখা যায়নি। তিনি সম্পূর্ণ স্বাধীনভাবে নিজের বক্তব্য উপস্থাপন করতেন। প্রতিটি বিষয়েই স্বাধীন মত প্রকাশের শক্তিমত্তা তিনি অর্জন করেছিলেন।
তারা বলেন, এবনে গোলাম সামাদ উদ্ভিদ বিজ্ঞানের শিক্ষক হলেও রাজনীতি-অর্থনীতি, ভাষা-সংস্কৃতি, নৃতত্ত্ব-ইতিহাস ও সাহিত্য-শিল্পকলায় ছিলেন বিশেষ আগ্রহী। এসব বিষয়ে তার লেখালেখির পরিমাণ বিপুল এবং মননশীলতায় ঋদ্ধ। নৈর্ব্যক্তিকতা এবং রাজনৈতিক ও দলীয় আনুগত্যহীনতা বুদ্ধিজীবী ও বিশ্লেষক হিসেবে তাকে বিশিষ্ট করে তোলে। দেশপ্রেম, আত্মপরিচয়ের অনুসন্ধান ও বাংলাদেশ কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি তাকে অনন্য করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট বিজ্ঞান গবেষক, শিক্ষাবিদ এবং প্রফেসর ইমেরিটাস ড. এ কে এম আজহারুল ইসলাম। বিশিষ্ট কথাশিল্পী ও সাংবাদিক ডা: নাজিব ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গবেষক ও নদী বিশেষজ্ঞ মাহবুব সিদ্দিকী, সাংবাদিক ও গবেষক সরদার আবদুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড. সামিউল ইসলাম।


আরো সংবাদ



premium cement
গফরগাঁওয়ে ঘোড়ার চড়ে স্কুল শিক্ষকের বিদায় মুন্সিগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আহত ১৪ জনগণের সাথে সম্পৃক্ত হয়ে আইন-শৃঙ্খলা রক্ষা করাই পুলিশের কাজ : সিটিটিসি প্রধান সৌদি আরবে আরো বেশি শিরোপা জিততে চান রোনালদো নির্বাচনের সময় দীর্ঘ হলে ষড়যন্ত্র হতে পারে : গোলাম পরওয়ার ঈশ্বরদীতে নিয়মিত নামাজ আদায়ে ১৮ শিশুকে বাইসাইকেল উপহার ‘শেখ হাসিনা দেশের ক্ষতি ছাড়া কিছুই দিতে পারেনি’ দোয়ারাবাজার সীমান্তে ৬২ বস্তা রসুনসহ আটক ৩ কাশ্মীরে সড়ক দুর্ঘটনায় ৪ সেনা সদস্য নিহত স্বাধীনতার বর্ষপূর্তিতে ৬ হাজার বন্দীকে মুক্তি দেবে মিয়ানমার রমজান ঘিরে রাজধানীর ১০০ পয়েন্টে ন্যায্যমূল্যে ডিম-মুরগি বেচবে বিপিএ

সকল