স্বৈরাচার আ’লীগ ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আবারো আন্দোলন : ধর্ম উপদেষ্টা
- কক্সবাজার অফিস
- ২৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০
স্বৈরাচার আওয়ামী লীগ ও দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রয়োজনে আবারো আন্দোলনে নামার আহ্বান জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, সচিবালয়ে অগ্নিকাণ্ডে বিশেষ চক্রান্ত থাকতে পারে। এই ঘটনায় তদন্ত কমিটি গঠিত হয়েছে। তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
গত শুক্রবার কক্সবাজার হাশেমিয়া কামিল মাদরাসার প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনীতে ধর্ম উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, প্রতিটি বিষয়কে আমরা সতর্কতার সাথে মোকাবেলা করছি। আপনাদেরকে আরো সতর্ক থাকতে হবে। প্রয়োজনে আবারো রাজপথে নামতে হবে বলে মন্তব্য করেন ধর্ম উপদেষ্টা।
ধর্ম উপদেষ্টা আরো বলেন, আমরা এই দেশে আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না। আওয়ামী লীগের আমলের প্রতিটি সেক্টর ধ্বংস হয়ে গেছে। কোটি কোটি টাকা লুট করেছে তারা। বিদেশে বাড়ি-গাড়ি করেছে। অথচ দেশের কোনো আলেমের ব্যাপারে এ রকম নজির কেউ দেখাতে পারবে না। আলেমদের মধ্যে মতানৈক্য থাকলেও মৌলিক জায়গায় সবাই ঐক্যবদ্ধ। যারা কুরআনের আদর্শ লালন করে তারা একদিন রাষ্ট্র গঠন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন ধর্ম উপদেষ্টা।
ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন ২০২৫ সালের শেষে অথবা ২০২৬ সালের মধ্যখানে আমরা নির্বাচনের পথে যাচ্ছি। জানুয়ারির ১ তারিখ থেকে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। আমাদের সরকার ক্ষমতা আঁকড়ে ধরতে চায় না। রাতের আঁধারে না, দিনের আলোতে ভোট হবে। মানুষ নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেবে। নির্বাচনে যারাই বিজয়ী হবেন তাদের আমরা ক্ষমতা হস্তান্তর করব।
জুলাই-আগস্টের বিপ্লব প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা বলেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে এক হাজার মানুষ শহীদ হয়েছে। আহত হয়েছে অসংখ্য মানুষ। আহতরা হাসপাতালের বেডে কাতরাচ্ছে। এখনো মানুষ মারা যাচ্ছে। এই বিপ্লবকে ব্যর্থ হতে দেয়া হবে না। আমরা যদি মনে করি আমাদের আন্দোলন শেষ, তবে ভুল হবে। আমাদের কাজ এখনো বাকি। যদি প্রয়োজন পড়ে আবারো মাঠে নামতে হবে।
ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, আমরা দায়িত্ব নেয়ার পর একেকটা চ্যালেঞ্জ মোকাবেলা করছি। দুষ্কৃতকারীরা কখনো সচিবালয় ঘেরাও, কখনো মাজার ভাঙে, কখনো মন্দিরে হামলা চালায়, কখনো গাজীপুরে গার্মেন্ট কারখানায় আগুন দেয়, কখনো পাহাড়ি-বাঙালি সহিংসতা সৃষ্টি করে, লামায় খ্রিষ্টানদের বাড়িতে আগুন এবং কয়দিন আগে সচিবালয়ে আগুন দিয়েছে। সবকিছু একই সূত্রে গাঁথা। নাশকতা যারা করে তারা জাতির দুশমন। আমাদের আরো চ্যালেঞ্জ আছে। প্রতিটি চ্যালেঞ্জ আমরা সচেতনতার সাথে মোকাবেলা করছি। প্রয়োজনে আবারো রাজপথে নামতে হবে। আমরা আর ফ্যাসিবাদ দেখতে চাই না। বহু প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। হাজার হাজার কোটি টাকা লুট হয়ে গেছে। কোনো আলেম দেশের টাকা লুট করে বিদেশে পাচার করেনি, বাড়ি করেনি। আলেম-ওলামারা জনগণের কাছে যান। তাদের সুখ-দুঃখে শরিক হোন। ইনশাআল্লাহ একদিন কুরআনের আদর্শে উজ্জীবিত মানুষরাই রাষ্ট্র গঠন করবে।
‘রি-ইউনিয়ন হাশেমিয়ান-২০২৪’-এর আহ্বায়ক মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী। স্বাগত বক্তব্য রাখেন- ‘রি-ইউনিয়ন হাশেমিয়ান-২০২৪’-এর সদস্যসচিব আমিনুল ইসলাম হাসান। ইসলামিয়া মহিলা কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রাক্তনরা স্মৃতিচারণ করে বক্তব্য দেন।
রাতের অন্ধকারে আর ভোট হবে না
সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জুলাই বিপ্লব একটি ঐতিহাসিক ঘটনা। এ বিপ্লবে হাজারের অধিক মানুষ শহীদ হয়েছেন। হাজার হাজার ছাত্র-জনতা আহত হয়েছেন। আহত হয়ে যারা এখনো হাসপাতালে আছেন আমি তাদেরকে দেখতে গিয়েছিলাম। তাদের মধ্যে অনেকের চোখ নাই, অনেকের মুখ নাই, আবার অনেকের বুকের ভেতর গুলি। তারা যন্ত্রণায় হাসপাতালের বেডে কাতরাচ্ছেন। তাদের এ রক্ত বৃথা যেতে দেব না। সম্প্রতি সচিবালয়ে আগুন ও পার্বত্য জেলা বান্দরবানের লামায় আগুন দিয়ে ঘরবাড়ি পুড়িয়ে দেয়া ধারাবাহিক সহিংসতা ও সন্ত্রাসী কার্যক্রম। সচিবালয়ে আগুনের ঘটনায় সরকার উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। আপনাদের সতর্ক থাকতে হবে। আগামী দিনেও কায়েমি স্বার্থবাদী চক্র যদি আবার দেশেকে অস্থিতিশীল করতে চাই সবাইকে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে। সেই আন্দোলনে আমরাও থাকব। আসুন সবাই মিলে শান্তিশৃঙ্খলা রক্ষা করি। এ দেশে সব ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার। এটা নিশ্চিত করার জন্য সরকার কাজ করে যাচ্ছে। তিনি গতকাল শনিবার দুপুরে সাতকানিয়ার মাদার্শায় হযরত আবু হুরায়রা রা. মাদরাসা মাঠে মাদার্শা যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ^াস, সাতকানিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল উদ্দিন, সাবেক আমির বীর মুক্তিযোদ্ধা ডা: নুরুল হক। মাদার্শা যুব উন্নয়ন পরিষদের সভাপতি জাফর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য ফজল করিম, জামায়াত নেতা মকবুল আহমদ, ছগির আহমদ, সৈয়দ হোসেন, আবুল কাশেম, আবদুর রহিম, আমির হোসেন, মোহাম্মদ ঈসমাইল প্রমুখ।
ধর্ম উপদেষ্টা আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আয়নাঘরে একজন মানুষও থাকে নাই। কাউকে গুমও করা হয়নি। গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে কাজ করে যাচ্ছি। চিরকাল ক্ষমতায় থাকার মানসিকতা এ দেশকে পিছিয়ে দিয়েছে। ক্ষমতায় গেলে বছরের পর বছর থাকতে হবে এবং কারচুপি করে ক্ষমতায় থাকার মানসিকতা আমাদেরকে এগুতো দেয়নি। আমরা এ সংস্কৃতিকে পরিবর্তন করতে চাই। এজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। সংস্কার কাজ দ্রুত এগিয়ে চলছে। আগামী ২০২৫ সালের শেষে অথবা ২৬ সালের শুরুতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দীর্ঘ ১৭ বছর পর দেশের জনগণ পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। দিনের আলোতে ভোট দিবেন, রাতের অন্ধকারে আর কোনো ভোট হবে না।