আ’লীগ যত আগুন দেবে ততই জনবিচ্ছিন্ন হবে : অধ্যাপক মুজিবুর রহমান
- নিজস্ব প্রতিবেদক
- ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:৫৩
শেখ মুজিবুর রহমান গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছেন, তার কন্যা হাসিনা গণতন্ত্রকে কবর দিয়েছেন উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, অন্যায়, জুলুম, শোষন থেকে মুক্তির জন্য ছাত্র-জনতা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। ছাত্ররা চেয়েছে অধিকার, তাদেরকে স্বৈরাচার হাসিনা বানিয়েছে রাজাকার। ১৯৭১ সালের চাওয়া-পাওয়া, মানুষের অধিকার গত ৫৪ বছরেও বাস্তবায়ন হয়নি। যাকে বলা হয়েছে স্বাধীনতার নায়ক, সেই শেখ মুজিবুর রহমান গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে এ দেশে সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে একদলীয় শাসনব্যবস্থা বাকশাল কায়েম করেছে।
নিজ দলীয় তিনটি গণমাধ্যম ছাড়া সব গণমাধ্যম বন্ধ করে দিয়েছে। যেই ব্যক্তি রাজনৈতিক দল নিষিদ্ধ করে, গণমাধ্যম বন্ধ করে, গণতন্ত্র হত্যা করে সেই ব্যক্তি কখনো স্বাধীনতার নায়ক হতে পারে না। শেখ মুজিব ভুয়া নায়ক।
গতকাল রাজধানীর রমনা থানা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ এ দেশে যত আগুন দেবে, ততই তারা জনবিচ্ছিন্ন হয়ে নিঃশেষ হবে উল্লেখ করে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, জীবন দিবো; কিন্তু বাংলাদেশের এক ইঞ্চি মাটিও কাউকে দখল করতে দেয়া হবে না।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আহ্বানে তার কার্যালয়ে গিয়ে সব রাজনৈতিক দলের নেতারা ঐক্যবদ্ধ হওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। জাতীয় স্বার্থে আমরা এক ও অভিন্ন থাকব।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, সংসদে কুরআনের আলো জ্বালাতে পারলেই, ঘরে-ঘরে কুরআনের আলো জ্বলবে।
নয় তো শেখ হাসিনার মতোই ইসলাম বিদ্বেষীরা মানুষের ঘর থেকে কুরআন হাদিস জব্দ করে, জিহাদি বই, উগ্রবাদী বই উদ্ধার করা হয়েছে বলে মানুষকে হামলা-মামলা দিয়ে জুলুম নির্যাতন চালাবে। শান্তি ও বৈষম্যমুক্ত ইসলামী সমাজ গড়তে তিনি দেশবাসীকে ইসলামের পক্ষে ভোট দিতে আহ্বান জানান।
রমনা থানা আমির মো: আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদের সদস্য ও পল্টন থানা আমির মো: শাহিন আহমেদ খান, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদের সদস্য ও শাহজাহানপুর পূর্ব থানা আমির মাওলানা শরিফুল ইসলাম, রমনা থানা বিএনপির সাবেক সভাপতি আরিফুল ইসলাম, ঢাকা মহানগরীর দক্ষিণের সহকারী অফিস সম্পাদক ও রমনা থানার সাবেক আমির আবদুস সাত্তার সুমন।
সম্মেলনের উদ্বোধনী বক্তৃতা করেন, জুলাই বিপ্লবে শহীদ ফারহান ফাইয়াজের পিতা শহিদুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, রমনা থানা নায়েবে আমির অ্যাডভোকেট সুলতান উদ্দিন, রমনা থানা শিবির সভাপতি নেয়ামত হোসেন, ইসলামী ছাত্রশিবিরের কলেজ জোনের সভাপতি শোয়াইব, রমনা থানা কর্মপরিষদের সদস্য আবু মুসা, অ্যাডভোকেট মিজানুর রহমান ও অধ্যক্ষ মো: একরাম উল্লাহ, মগবাজার ওয়ার্ড সভাপতি আহমদ আলী সরকার, সিদ্ধেশ্বরী ওয়ার্ড সভাপতি ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম, ১৯ নম্বর ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর হোসেন, কাকরাইল ওয়ার্ড সভাপতি মোরশেদুল ইসলাম চৌধুরী, মালিবাগ পশ্চিম ওয়ার্ড সভাপতি ইঞ্জিনিয়ার মোবাশ্বের হোসেন প্রমুখ।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের হাতিরঝিল জোনের সম্মেলন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হাতিরঝিল জোনের দ্বি-বার্ষিক সম্মেলন গত মঙ্গলবার মগবাজার আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতে ইসলামীর মিডিয়া সম্পাদক ও হাতিরঝিল অঞ্চলের সহকারী পরিচালক আতাউর রহমান সরকার।
এতে সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন হাতিরঝিল অঞ্চল পরিচালক ডা: মো: সুলতান মাহমুদ।
পরিচালনা করেন সহকারী পরিচালক মো: মঞ্জুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা উত্তর মহানগরী সহ-সভাপতি মো: হাসান ইমাম, উত্তরের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, হাতিরঝিল অঞ্চল কমিটির পরিবহন নেতা মো: কামাল উদ্দিন রায়হান। শুরুতে সূরা আল-আসরের ওপর গুরুত্বপূর্ণ দারস পেশ করেন খন্দকার শফিকুল আলম।
জোনের অন্যান্য থানার নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন হাতিরঝিল পশ্চিম থানা সভাপতি আব্দুল ওয়াদুদ সরদার, শিল্পাঞ্চল থানা সভাপতি মো: বাবর আলী, শেরেবাংলা নগর দক্ষিণ থানা মো: আখতার হোসেন, হাতিরঝিল পূর্ব থানা সেক্রেটারি হাবিবুর রহমান, তেজগাঁও দক্ষিণ থানা সহ-সভাপতি আব্দুল গনি, সেক্রেটারি হাফেজ শফিউল্লাহ, নবগঠিত তেজগাঁও উত্তর থানা সভাপতি সাংবাদিক কাজী মজিবুর রহমান। বিজ্ঞপ্তি।
পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আগামী বছরের শেষ দিকে অথবা ২৬ সালের শুরুতে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, এবার ভোট হবে দিনের আলোতে রাতে কোনো ভোট হবে না।
এবার আপনারা আপনাদের ভোট দিতে পারবেন। আর আপনাদের ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হবে আমরা তাদের কাছে দায়িত্ব দিয়ে যাব। তিনি গতকাল চট্টগ্রামের দোহাজারী আল-বালাগ ইসলামী সংগঠনের ৪০তম ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
আল্লামা হাবিবুল্লাহ হাশিমপুরীর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক হাফেজ মুফতি ওবায়দুল্লাহর পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি বলেন, কোনো কারণে যদি এই সরকার ব্যর্থ হয় তাহলে দেশে দুর্যোগ ঘন অন্ধকার নেমে আসবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা