সিলেটে হারিছ চৌধুরীর লাশ কাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
- সিলেট ব্যুরো
- ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:৩৮
বীর মুক্তিযোদ্ধা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ও কেন্দ্রীয় বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আবুল হারিছ চৌধুরীর লাশ যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় আগামীকাল রোববার সিলেটে পুনরায় দাফন করা হবে। তার নিজের হাতে বাবার নামে প্রতিষ্ঠিত কানাইঘাটের শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানায় আসরের নামাজের পর দাফন করা হবে আবুল হারিছ চৌধুরীকে। এর আগে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গ থেকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে তার লাশ নিয়ে আসা হবে সিলেটের শাহী ঈদগাহ ময়দানে। গতকাল নয়া দিগন্তকে এসব তথ্য জানিয়েছেন মরহুম হারিছ চৌধুরীর মেয়ে সামিরা তানজিম চৌধুরী।
তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমরা নানাভাবে হয়রানির শিকার হয়েছি। আমার বাবা মারা যাওয়ার পরও সে সময় সরকারকে জানিয়ে কোনো প্রতিকার পাইনি। উল্টো ক্ষতিগ্রস্ত হয়েছি এবং তার মৃত্যুর বিষয়টি অমীমাংসিত থেকে যায়। আইনি লড়াইয়ের মাধ্যমে বাবার লাশ শনাক্ত করে তার ইচ্ছা অনুযায়ী কানাইঘাটে দাফন করতে পারবো বলে মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি।
প্রসঙ্গত, আত্মগোপনে থাকা অবস্থায় ২০২১ সালের ৩ সেপ্টেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপির এই সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আবুল হারিছ চৌধুরী মারা যান। ৪ সেপ্টেম্বর প্রফেসর মাহমুদুর রহমান নামে ঢাকার সাভারে একটি মাদরাসায় তার লাশ দাফন করা হয়। এরপর আবুল হারিছ চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা চৌধুরী প্রফেসর মাহমুদুর রহমানই তার পিতা আবুল হারিছ চৌধুরী দাবি করে লাশের পরিচয় শনাক্ত করার জন্য উচ্চ আদালতের শরণাপন্ন হন। আদালতের নির্দেশে তার লাশ কবর থেকে তোলা হয়।
এরপর ডিএনএ টেস্টের মাধ্যমে লাশের পরিচয় শনাক্ত করার পর তা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা