২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১, ২৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কোনো মিডিয়াকেই বন্ধ করা উচিত নয় : মাহমুদুর রহমান

-

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, ঘটনার প্রকৃত অবস্থা পাঠকের বোঝার জন্য মিডিয়ায় অল্টার ন্যারেটিভ থাকার প্রয়োজন রয়েছে । যেকোনো মিডিয়া হাউজ বন্ধের বিপক্ষে আমি।
আমি চাই সব মিডিয়ার যেন কথা বলার অধিকার থাকে। সেখানে পাঠক ঠিক করে দেবে কোনো মিডিয়ার ন্যারেটিভটা বাস্তবসম্মত বা গ্রহণযোগ্য। গতকাল রাজধানীর পান্থপথের এসইএল সেন্টারে আয়োজিত ‘৩৬ শে জুলাইয়ে বাংলাদেশ স্বাধীনতা ২.০’ শীর্ষক দিনব্যাপী এক কনফারেন্সে বিশেষ অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

মাহমুদুর রহমান বলেন, বিগত শাসনামলে অল্টারনেটিভ মিডিয়াগুলোকে গলা টিপে মেরে ফেলে দেয়া হয়েছে। আমার দেশ, চ্যানেল ওয়ান, দিগন্ত টিভি, ইসলামিক টিভিকে অন্যায়ভাবে বন্ধ করে দেয়া হয়েছিল। বাংলাদেশের মূল ধারার গণমাধ্যম গুলো এগুলোর প্রতিবাদ করেনি বরং মৌন সম্মতির মাধ্যমে এগুলোকে সাপোর্ট করেছে। তৎকালীন শাসকগোষ্ঠী চায় নাই যেকোনো মিডিয়া অল্টারনেটিভ ন্যারেটিভ তৈরি করুক।
এ ছাড়াও তিনি বলেন, বিগত সরকারের আমলে বাংলাদেশের মূল ধারার গণমাধ্যমগুলো ইন্ডিয়ান ন্যারেটিভ ঢুকে গেছে। সেটা ঢুকেছে তথাকথিত বাঙালি জাতীয়তাবাদে মাধ্যমে।
বাঙালি রেনেসাঁয় মুসলমানদের ইতিহাসকে বাইরে রাখা হয়েছে। সেখানে ইসলামকে এলিনিয়েটেড (বিরোধী) করা হয়েছিল। এটার প্রভাব আমাদের দেশের মিডিয়াতেও পড়েছে।
করপোরেট গ্রুপ ও রাজনৈতিক পক্ষপাতিত্ব থেকে মিডিয়া হাউজ গুলোর দায়মুক্তির আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের দেশে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে অন্যতম বাধা বিভিন্ন করপোরেট গ্রুপের ইন্টাররেস্ট ও রাজনৈতিক পক্ষপাতিত্ব। এ দেশের সবগুলো মিডিয়ার মালিক করপোরেট প্রতিষ্ঠান। এই দুই গ্রুপের চাপের মধ্যে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন প্রায় অসম্ভব। এ জন্য সাংবাদিক সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

 


আরো সংবাদ



premium cement