এক লাখ ৩০ হাজার টন সার কেনা হচ্ছে
- বিশেষ সংবাদদাতা
- ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:২৬
চলতি ২০২৪-২৫ অর্থবছরে রাশিয়া, সৌদি আরব, মরক্কো এবং দেশীয় প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে এক লাখ ৩০ হাজার টন সার কেনারও অনুমোদন দেয়া হয়েছে ক্রয় কমিটির বৈঠকে। এর মধ্যে ৬০ হাজার টন ইউরিয়া সার, ৩০ হাজার টন এমওপি সার এবং ডিএপি সার রয়েছে। এতে মোট ব্যয় হবে ৬৩৪ কোটি ৩২ লাখ ১২ হাজার টাকা।
জানা গেছে, শিল্প মন্ত্রণালয়ের আওতায় চলতি অর্থবছরের জন্য সৌদি আরবের কৃষি পুষ্টি কোম্পানি (সাবিক) থেকে ১৪তম লটের ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার (অপশনাল) ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় ধরা হয়েছে ১২৫ কোটি ৮৮ লাখ ১২ হাজার টাকা। প্রতি টন সারের দাম পড়বে ৩৪৯ দশমিক ৬৭ মার্কিন ডলার।
একই সময়ে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ১০ম লটে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় ধরা হয়েছে ১২৩ কোটি ৫৭ লাখ টাকা। প্রতি টন সারের দাম পড়বে ৩৪৩ দশমিক ২৫ মার্কিন ডলার।
রাষ্ট্রীয় পর্যায়ে রাশিয়া ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন-এর (বিএডিসি) মধ্যে সই হওয়া চুক্তির আওতায় ৬ষ্ঠ লটের ৩০ হাজার টন এমওপি সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। কৃষি মন্ত্রণালয়ের আওতায় বিএডিসি ১০৪ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে এ সার আনবে। প্রতি টন সারের দাম পড়বে ৪৮৯ দশমিক ৭৫ মার্কিন ডলার।
রাষ্ট্রীয় পর্যায়ে মরক্কো ওসিপি নিউট্রিক্রপস এবং বিএডিসির চুক্তির আওতায় ১০ম (ঐচ্ছিক-১ম) লটের ৪০ হাজার টন ডিএপি সার আমদানির প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। ২৮০ কোটি ৫৬ হাজার টাকা ব্যয়ে বিএডিসি এ সার আনবে যার প্রতি টনের দাম পড়বে ৫৮৪ দশমিক ৫০ মার্কিন ডলার।
মেয়াদ বাড়লো আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসের
‘আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট-২য় পর্যায় (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের সময় আরো এক বছর বাড়ানো হয়েছে। এতে স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে নিয়োজিত এনজিওসমূহের সাথে সম্পাদিত চুক্তির দ্বিতীয় ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে।
ওই প্রকল্পের আওতায় ২২টি প্যাকেজের অধীনে ২২টি পার্টনারশিপ এলাকায় প্রকল্পের বর্ধিত ১২ মাসের জন্য (১ জুলাই ২০২৪ থেকে ৩০ জুন ২০২৫ পর্যন্ত) স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে নিয়োজিত এনজিওগুলোর সাথে চুক্তির দ্বিতীয় ভেরিয়েশন প্রস্তাব উপস্থাপন করা হয়। উপদেষ্টা পরিষদ কমিটি ২২ প্যাকেজের মধ্যে ১০, ১২ ও ১৯ নম্বর বাদে অবশিষ্ট ১৯টি প্যাকেজ অনুমোদন করেছে। সুপারিশকৃত দরদাতা প্রতিষ্ঠান হলো পার্টনারশিপ এলাকায় ১০টি এনজিও প্রতিষ্ঠান।
এলএনজি সরবরাহ রাখতে চুক্তির মেয়াদবৃদ্ধি
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সররবাহকারী ৭টি প্রতিষ্ঠানের মেয়াদ বাড়ানো হয়েছে। একই সাথে আরো ১৬টি প্রতিষ্ঠানের তালিকা তৈরি করাসহ এলএসপি সফটওয়্যার ব্যবহারের মেয়াদ ২০২৫ সালের মার্চ পর্যন্ত বাড়ানোর একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এসব প্রতিষ্ঠান পেট্রোবাংলার সাথে মাস্টার সেল অ্যান্ড পারচেজ এগ্রিমেন্ট (এমএসপিএ) স্বাক্ষর করেছে।
গতকাল সচিবালয়ে মন্ত্রিসভা কমিটির সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টার ড. সালেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় প্রস্তাবটিতে অনুমোদন দেয়া হয়। সভায় কমিটির সদস্য ও ঊর্ধŸতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা সূত্রে জানা গেছে, মাস্টার সেল অ্যান্ড পারচেজ এগ্রিমেন্ট (এমএসপিএ) স্বাক্ষরকারী ২৩টি প্রতিষ্ঠানের কাছ থেকে এলএসপি সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে ‘পিপিআর-২০০৮’-এর বিধি-৮৫ অনুযায়ী স্পট মার্কেট থেকে আন্তর্জাতিক দরপত্র অনুসরণে এলএনজি আমদানি করা হচ্ছে। চুক্তি স্বাক্ষরকারী ২৩ প্রতিষ্ঠানে মধ্যে ৮টির সাথে চুক্তির মেয়াদ গত ১৭ ডিসেম্বর শেষ হয় এবং ৬টি প্রতিষ্ঠানের সাথে চুক্তির মেয়াদ আগামী ২ ফেব্রুয়ারি শেষ হবে। নতুন করে ২৭টি প্রতিষ্ঠানের সাথে এমএসপিএ স্বাক্ষর প্রক্রিয়াধীন যা তালিকাভুক্ত হতে আনুমানিক আরও ৪৫ দিন সময় প্রয়োজন। এ অবস্থায় দেশের বিদ্যুৎ, শিল্প ও সার কারখানায় গ্যাসের জরুরি প্রয়োজন মেটানোর জন্য আগের ২৩টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬টি প্রতিষ্ঠানের সাথে চুক্তির মেয়াদ ও এলএসপি সফটওয়্যার ব্যবহারের মেয়াদ আগামী মার্চ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব উপস্থাপন করা হলে কমিটি তাতে অনুমোদন দিয়েছে।
কোরিয়ান কোম্পানি এক কার্গো এলএনজি সরবরাহ করবে
জ্বালানি চাহিদা মেটাতে আগামী জানুয়ারি মাসের জন্য আরো এক কার্গো লিকুইডিফাইড ন্যাচারাল গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দেয়া হয়েছে। আন্তর্জাতিক টেন্ডারে অংশ নিয়ে সর্বনিম্ন দরদাতা হিসেবে কোরিয়ার পসকো ইন্টারন্যাশনাল করপোরেশন এ এক কার্গো এলএনজি সরবরাহ করবে। প্রতি এককের দাম ১৪.৬৯ ডলার হিসেবে যার মোট দাম হবে ৬৯২ কোটি ৯৯ লাখ টাকা। জানা গেছে, ২০২৫ সালের জন্য স্পট মার্কেট থেকে ৫৯ কার্গো এলএনজি আমদানির লক্ষ্যে গত ৪ নভেম্বর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ অনুমোদন দিয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা