আজ শেষ হচ্ছে রিহ্যাব ফেয়ার
- নিজস্ব প্রতিবেদক
- ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:২৩
পাঁচ দিনব্যাপী রিহ্যাব মেলা শেষ হচ্ছে আজ শুক্রবার। গত চারদিন ক্রেতা-দর্শনার্থীর সমাগমে মুখরিত ছিল মেলাটি। দর্শক-ক্রেতার মন জয় করে মেলার মাধ্যমে আবাসন খাতের অচলাবস্থা কাটিয়ে উঠার চেষ্টা করছে বিভিন্ন প্রতিষ্ঠান।
রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট-২ ও মেলা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আক্তার বিশ্বাস বলেন, মেলায় পজিটিভ সাড়া পাচ্ছি। মেট্রোরেল থাকায় উত্তরার দিকে ফ্ল্যাটের চাহিদা অনেক বেশি। আবার দামের কারণে মিরপুরের দিকে ফ্ল্যাট খুঁজছেন কেউ কেউ। ড্যাপ সংশোধন হলে মেলার মাধ্যমে আবাসন খাত ঘুরে দাঁড়াবে বলে মনে করেন তিনি। রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট-৩ ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ বলেন, ছোট থেকে মাঝারি সব ধরনের প্রকল্প নিয়ে মেলায় হাজির হয়েছেন অনেকেই। স্বল্প এবং মধ্য এবং উচ্চবিত্ত সব ধরনের ফ্ল্যাট নিয়ে বেশির ভাগ কোম্পানি হাজির হয়েছে।
রিহ্যাব পরিচালক ইমদাদুল হক জানান, বিগত সময়ের তুলনায় মেলায় ভালো সাড়া পেয়েছি। আশা করছি শুক্রবার আরো ভালো সাড়া পাওয়া যাবে। সব কিছু মিলে আমি বলব এই মেলা সফল এবং আবাসন কোম্পানির সঙ্কট কাটাতে সহায়তা করবে। একটি হাউজিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো: মোশাররফ হোসেন মিন্টু বলেন, মেলা শেষ হলেও যে দর্শক ও ক্রেতারা এসেছেন তারা আগামী বছরটিই আবাসন কোম্পানির সাথে যোগাযোগ রাখবেন। আমরা যদি ভালো মানের ফ্ল্যাট দিতে পারি, তাহলে এই ক্রেতারাই আরো ক্রেতা নিয়ে আসবেন বলে আশা করি। মেলায় শুধু রিয়েল এসেট প্রতিষ্ঠানই অংশ গ্রহণ করেনি ফ্ল্যাট বেচাকেনার জন্য অংশগ্রহণ করেছে রিয়েলটস নামে একটি প্রতিষ্ঠান। নতুন পুরাতন সব ধরনের ফ্ল্যাট, ল্যান্ড এবং বাণিজ্যিক স্পেস বিক্রি করছে তারা। মেলা কমিটির কো-চেয়ারম্যান ও রিহ্যাব পরিচালক মিরাজ মোক্তাদির বলেন, মেলা বেশ কিছু প্রকল্প নিয়ে অংশগ্রহণ করেছে। নাগরিকদের মৌলিক অধিকার পূরণ করতে আমরা সচেষ্ট আছি। ক্রেতারা যেন সব ধরনের ঝামেলা মুক্ত হয়ে ফ্ল্যাট কিনতে পারেন আবাসন কোম্পানিগুলো সেই চেষ্টাও করেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা